ETV Bharat / state

সামশেরগঞ্জের আমবাগানে 10টি বোমা উদ্ধার - আমবাগানে বোমা উদ্ধার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আমবাগানে উদ্ধার 10টি বোমা ৷ পরে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ৷ ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ৷

10 bombs recover in mango garden at Samserganj
সামশেরগঞ্জের আমবাগানে উদ্ধার 10 টি তাজা বোমা
author img

By

Published : Jun 8, 2021, 6:45 PM IST

সামশেরগঞ্জ, 8 জুন : আমবাগানে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার সেই বাগানেই তল্লাশি চালিয়ে আরও 10 টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট রানিপুর গ্রামে ৷ বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা এসে পরে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ৷

স্থানীয় সূত্রে খবর, গত রবিবার ওই বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে আতঙ্কিত এলাকার মানুষ ৷ কে বা কারা বোমাগুলি আমবাগানে মজুত করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত রবিবার ব্য়াপক ঝড় হয় ৷ তারপরই বাগানে আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম হন সামশেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকার বাসিন্দা দীপক দাস ৷ এখনও তাঁর চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

আরও পড়ুন : কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই‌ বালতি বোমা উদ্ধার

প্রসঙ্গত, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে ৷ স্থানীয়দের অনুমান, এই ঘটনা আদতে ভোটের আগের প্রস্তুতি ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদ ক্রমশ বাড়ছে ৷ সেক্ষেত্রে রাজনৈতিক হিংসা ছড়ানোর জন্যই বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান এলাকাবাসীর ৷

সামশেরগঞ্জ, 8 জুন : আমবাগানে আম কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার সেই বাগানেই তল্লাশি চালিয়ে আরও 10 টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট রানিপুর গ্রামে ৷ বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা এসে পরে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ৷

স্থানীয় সূত্রে খবর, গত রবিবার ওই বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে আতঙ্কিত এলাকার মানুষ ৷ কে বা কারা বোমাগুলি আমবাগানে মজুত করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত রবিবার ব্য়াপক ঝড় হয় ৷ তারপরই বাগানে আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম হন সামশেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকার বাসিন্দা দীপক দাস ৷ এখনও তাঁর চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

আরও পড়ুন : কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই‌ বালতি বোমা উদ্ধার

প্রসঙ্গত, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে ৷ স্থানীয়দের অনুমান, এই ঘটনা আদতে ভোটের আগের প্রস্তুতি ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদ ক্রমশ বাড়ছে ৷ সেক্ষেত্রে রাজনৈতিক হিংসা ছড়ানোর জন্যই বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান এলাকাবাসীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.