ETV Bharat / state

মালদায় যুবতিকে জোর করে নিকাহ ও গণধর্ষণ, অভিযুক্ত 3 - young woman allegedly physicaly harassed in Malda

মালদায় যুবতিকে জোর করে নিকাহ ৷ পরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ মালদার হরিশচন্দ্রপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত তিন ৷ অভিযুক্তরা পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 11, 2019, 12:05 AM IST

মালদা, 10 নভেম্বর : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যুবতিকে জোর করে নিকাহ ৷ আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ অভিযুক্ত তিন যুবক ৷ মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার ঘটনা ৷ গত পরশু কোনও রকমে পালিয়ে বাড়ি ফেরেন ওই যুবতি ৷ গতকাল হরিশচন্দ্রপুর থানায় তিন যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যুবতির পরিবার জানিয়েছে, 18 অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবতি ৷ কিন্তু আর বাড়ি ফেরেনি ৷ অনেক খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় 19 অক্টোবর হরিশচন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করে পরিবার ৷

8 নভেম্বর কোনও রকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে আসেন ওই যুবতি ৷ পরিবারকে সমস্ত ঘটনা জানান ৷ গতকাল পরিবারের তরফে তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

পুলিশের কাছে ওই যুবতি জানিয়েছেন, মহম্মদ সোহেল নামের এক যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় 18 অক্টোবর তাঁকে মুখে কাপড় বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ৷ কয়েকদিন তাঁকে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখে ৷ পরে জোর করে তাঁর সঙ্গে নিকাহ করে ৷ নিকাহের পর একটি ঘরে আটকে রেখে লাগাতার তাঁকে ধর্ষণ করে সোহেল, তার এক বন্ধু ও এক আত্মীয় ৷

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আজ ওই যুবতির শারীরিক পরীক্ষা করা হয় ৷ যে কাজির উপস্থিতিতে নিকাহ হয়েছিল তাকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ তবে অভিযুক্তরা পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷

মালদা, 10 নভেম্বর : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যুবতিকে জোর করে নিকাহ ৷ আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ অভিযুক্ত তিন যুবক ৷ মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার ঘটনা ৷ গত পরশু কোনও রকমে পালিয়ে বাড়ি ফেরেন ওই যুবতি ৷ গতকাল হরিশচন্দ্রপুর থানায় তিন যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যুবতির পরিবার জানিয়েছে, 18 অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবতি ৷ কিন্তু আর বাড়ি ফেরেনি ৷ অনেক খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় 19 অক্টোবর হরিশচন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করে পরিবার ৷

8 নভেম্বর কোনও রকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে আসেন ওই যুবতি ৷ পরিবারকে সমস্ত ঘটনা জানান ৷ গতকাল পরিবারের তরফে তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

পুলিশের কাছে ওই যুবতি জানিয়েছেন, মহম্মদ সোহেল নামের এক যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় 18 অক্টোবর তাঁকে মুখে কাপড় বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ৷ কয়েকদিন তাঁকে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখে ৷ পরে জোর করে তাঁর সঙ্গে নিকাহ করে ৷ নিকাহের পর একটি ঘরে আটকে রেখে লাগাতার তাঁকে ধর্ষণ করে সোহেল, তার এক বন্ধু ও এক আত্মীয় ৷

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আজ ওই যুবতির শারীরিক পরীক্ষা করা হয় ৷ যে কাজির উপস্থিতিতে নিকাহ হয়েছিল তাকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ তবে অভিযুক্তরা পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷

Intro:মালদা, ১০ নভেম্বরঃ রাস্তা থেকে যুবতিকে তুলে নিয়ে গিয়ে নিকাহ। এরপর ওই যুবতিকে আটকে রেখে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত পরশু ওই যুবতি কোনোরকমে পালিয়ে বাড়ি ফিরে আসে। গতকাল পরিবারের সদস্যদের নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে যুবতির শারীরিক পরীক্ষা করিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে পলাতক তিন অভিযুক্ত।Body:পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি ওই যুবতি। এলাকায় খোঁজাখুজি করে সন্ধান না মেলায় পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়ারি করেন। গত পরশু ওই যুবতি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানান। এরপরেই পরিবারের লোকজন যুবতিকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশকে দায়ের করা অভিযোগপত্রে ওই যুবতি জানান, মহম্মদ সোহেল তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি। গত ১৮ অক্টোবর সোহেল মুখে কাপড় বেঁধে তাঁকে তুলে নিয়ে যায়। কয়েকদিন সোহেলের এক আত্মীয়ের বাড়িতে তাঁকে আটক করে রাখা হয়। এরপর কাজি ডেকে জোর করে তাঁকে নিকাহ করে সোহেল। নিকাহের পরে একটি ঘরে আটকে রেখে সোহেল ছাড়াও তার এক বন্ধু ও এক আত্মীয় একাধিকবার তাঁকে ধর্ষণ করে। গতপরশু তিনি কোনোরকমে পালিয়ে আসেন।
Conclusion:হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, যুবতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতা যুবতির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আজ ওই কাজিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে তিন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.