ETV Bharat / state

Young Man Died by Suicide: নেশা নিয়ে অশান্তির জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক - মালদা থানার পুলিশ

নেশা নিয়ে বাড়িতে অশান্তির জের ৷ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন 30 বছরের এক যুবক ৷ এমনটাই দাবি এসাকাবাসীর ৷ ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পুরাতন মালদা এলাকায় ৷

Young Man jumps in front of train
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 8:48 PM IST

মালদা, 28 সেপ্টেম্বর: এক যুবকের আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার তোলপাড় হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা ৷ নেশাঘটিত কারণে ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি এলাকাবাসীর ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরই নেশার আঁতুরঘর ৷ উত্তেজিত জনতা হাসপাতাল একটি দোকানে ভাঙচুর চালায় ৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সাট্টার দুটি ঠেক ৷ জনতাকে কোনওমতে নিয়ন্ত্রণে আনে মালদা থানার পুলিশ ৷ রেল পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

মৃত যুবকের নাম বেলু শেখ ৷ বয়স 30 বছর ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাজিদ্বারায় ৷ এই এলাকার পাশেই রয়েছে রেলওয়ে সিগন্যাল ট্রেনিং স্কুল ৷ আজ এই স্কুলের পাশেই রেল লাইন থেকে বেলুর দেহ উদ্ধার হয়েছে ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, আজ বিশ্ব নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে আজ গোটা জেলা জুড়েই মুসলমানদের বড় মিছিল বেরিয়েছে ৷ পুরাতন মালদাতেও সেই মিছিল বেরোয় ৷ বেলু ওই মিছিলে অংশ নেন ৷ কিন্তু মিছিল শেষে আর তাঁর দেখা মেলেনি ৷ পরে তাঁর দেহ রেল লাইন থেকে উদ্ধার হয় ৷

বেলু বিবাহিত ৷ স্ত্রী ও তিন ছেলে রয়েছে ৷ রয়েছেন বাবা-মা ৷ বাড়িতেই ছেলেকে মুদিখানার দোকান করে দিয়েছিলেন বাবা লিয়াকত আলি ৷ কিন্তু বছর দুয়েক আগে বেলু মাদক কাফ সিরাপের নেশায় আসক্ত হয়ে পড়েন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর নেশা অনেক বেড়ে গিয়েছিল ৷ উপার্জনের বেশিরভাগ টাকা নেশাতেই চলে যেত ৷ এ নিয়ে সংসারে বেশ অশান্তি চলছিল ৷ গতকাল রাতেও তুমুল ঝামেলা হয় ৷

আরও পড়ুন: এভাবেও ফিরিয়ে আনা যায় ! মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতে ফেরাতে বদ্ধপরিকর হর্ষ বায়েন

স্থানীয় বাসিন্দা মহম্মদ সেরাজুল ইসলাম বলছেন, "যা ঘটেছে, তা ভীষণ দুর্ভাগ্যজনক ৷ আজ বিশ্ব নবীর জন্মদিন ৷ আমরা সবাই ওই মিছিলে ছিলাম ৷ বেলুও ছিল ৷ পরে জানতে পারি ওর দেহ রেল লাইনে পড়ে রয়েছে ৷ কেন ও আত্মঘাতী হল, সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷"

তবে এত রাখঢাক না করে এলাকার আরেক বাসিন্দা বাবু শেখ বলেন, "নবী সাহেবের জন্মদিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুনি, পাড়ার একজন আত্মহত্যা করেছে ৷ এসে দেখি, সে বেলু ৷ ওর কাকা জানালেন, আজ সকালেও ও নেশার কফ সিরাপ খেয়েছিল ৷ মৌলপুর হাসপাতালের সামনে এক দোকানে ওই কফ সিরাপ বিক্রি করে ৷ এর আগে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম ৷ পুলিশও হানা দেওয়া শুরু করে ৷ কিছুদিনের জন্য সেসব বন্ধ ছিল ৷ কিন্তু এখন ওই দোকানদার তার কর্মচারী দিয়ে বাড়ি বাড়ি নেশার কফ সিরাপ সাপ্লাই করছে ৷ আজ সেভাবেই বেলু কফ সিরাপ হাতে পায় ৷ এ নিয়ে ওদের বাড়িতে চূড়ান্ত অশান্তি চলছিল ৷ এই কফ সিরাপের নেশা আমাদের এলাকার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ৷ আমরা খুব সমস্যায় আছি ৷ আজ এই নেশার জন্যই বেলু আত্মহত্যা করেছে ৷"

আরও পড়ুন: নেপথ্যে নেশা ? যুবকের দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলে

ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা আজ ওই ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় ৷ ভেঙে দেওয়া হয় সাট্টার দুটি ঠেকও ৷ পরে পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দেখা যায়, হাসপাতালের ভিতরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নেশার কফ সিরাপের খালি বোতল ৷ যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার ছুটিতে থাকায় এনিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু হয়েছে ৷ ওই ওষুধের দোকানের মালিক পলাতক ৷ তাঁর খোঁজ চলছে ৷

মালদা, 28 সেপ্টেম্বর: এক যুবকের আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার তোলপাড় হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা ৷ নেশাঘটিত কারণে ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি এলাকাবাসীর ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরই নেশার আঁতুরঘর ৷ উত্তেজিত জনতা হাসপাতাল একটি দোকানে ভাঙচুর চালায় ৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সাট্টার দুটি ঠেক ৷ জনতাকে কোনওমতে নিয়ন্ত্রণে আনে মালদা থানার পুলিশ ৷ রেল পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

মৃত যুবকের নাম বেলু শেখ ৷ বয়স 30 বছর ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাজিদ্বারায় ৷ এই এলাকার পাশেই রয়েছে রেলওয়ে সিগন্যাল ট্রেনিং স্কুল ৷ আজ এই স্কুলের পাশেই রেল লাইন থেকে বেলুর দেহ উদ্ধার হয়েছে ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, আজ বিশ্ব নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে আজ গোটা জেলা জুড়েই মুসলমানদের বড় মিছিল বেরিয়েছে ৷ পুরাতন মালদাতেও সেই মিছিল বেরোয় ৷ বেলু ওই মিছিলে অংশ নেন ৷ কিন্তু মিছিল শেষে আর তাঁর দেখা মেলেনি ৷ পরে তাঁর দেহ রেল লাইন থেকে উদ্ধার হয় ৷

বেলু বিবাহিত ৷ স্ত্রী ও তিন ছেলে রয়েছে ৷ রয়েছেন বাবা-মা ৷ বাড়িতেই ছেলেকে মুদিখানার দোকান করে দিয়েছিলেন বাবা লিয়াকত আলি ৷ কিন্তু বছর দুয়েক আগে বেলু মাদক কাফ সিরাপের নেশায় আসক্ত হয়ে পড়েন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর নেশা অনেক বেড়ে গিয়েছিল ৷ উপার্জনের বেশিরভাগ টাকা নেশাতেই চলে যেত ৷ এ নিয়ে সংসারে বেশ অশান্তি চলছিল ৷ গতকাল রাতেও তুমুল ঝামেলা হয় ৷

আরও পড়ুন: এভাবেও ফিরিয়ে আনা যায় ! মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতে ফেরাতে বদ্ধপরিকর হর্ষ বায়েন

স্থানীয় বাসিন্দা মহম্মদ সেরাজুল ইসলাম বলছেন, "যা ঘটেছে, তা ভীষণ দুর্ভাগ্যজনক ৷ আজ বিশ্ব নবীর জন্মদিন ৷ আমরা সবাই ওই মিছিলে ছিলাম ৷ বেলুও ছিল ৷ পরে জানতে পারি ওর দেহ রেল লাইনে পড়ে রয়েছে ৷ কেন ও আত্মঘাতী হল, সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷"

তবে এত রাখঢাক না করে এলাকার আরেক বাসিন্দা বাবু শেখ বলেন, "নবী সাহেবের জন্মদিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুনি, পাড়ার একজন আত্মহত্যা করেছে ৷ এসে দেখি, সে বেলু ৷ ওর কাকা জানালেন, আজ সকালেও ও নেশার কফ সিরাপ খেয়েছিল ৷ মৌলপুর হাসপাতালের সামনে এক দোকানে ওই কফ সিরাপ বিক্রি করে ৷ এর আগে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম ৷ পুলিশও হানা দেওয়া শুরু করে ৷ কিছুদিনের জন্য সেসব বন্ধ ছিল ৷ কিন্তু এখন ওই দোকানদার তার কর্মচারী দিয়ে বাড়ি বাড়ি নেশার কফ সিরাপ সাপ্লাই করছে ৷ আজ সেভাবেই বেলু কফ সিরাপ হাতে পায় ৷ এ নিয়ে ওদের বাড়িতে চূড়ান্ত অশান্তি চলছিল ৷ এই কফ সিরাপের নেশা আমাদের এলাকার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ৷ আমরা খুব সমস্যায় আছি ৷ আজ এই নেশার জন্যই বেলু আত্মহত্যা করেছে ৷"

আরও পড়ুন: নেপথ্যে নেশা ? যুবকের দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলে

ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা আজ ওই ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় ৷ ভেঙে দেওয়া হয় সাট্টার দুটি ঠেকও ৷ পরে পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দেখা যায়, হাসপাতালের ভিতরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নেশার কফ সিরাপের খালি বোতল ৷ যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার ছুটিতে থাকায় এনিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু হয়েছে ৷ ওই ওষুধের দোকানের মালিক পলাতক ৷ তাঁর খোঁজ চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.