মালদা, 13 জুন: ফের ধর্ষণের অভিযোগ মালদায়। 48 ঘণ্টা কাটতে না কাটতেই চাঁচলে ধর্ষিতা আরও এক নাবালিকা। অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করে অভিযুক্তের খোঁজ শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
বাড়ি থেকে সামান্য দূরে পুকুরপাড়ে কাপড় কাচছিল নির্যাতিতা কিশোরী (14)। অভিযোগ, সেই সময় এলাকার দুই যুবক ওই নাবালিকার মুখ চেপে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আনারুল নামের এলাকারই এক যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে। ধর্ষণে মদত দেয় আনারুলের বন্ধু রোহিত। ওই নাবালিকা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় আনারুল ও রোহিত।
স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। পুলিশ সূত্রে খবর, জ্ঞান ফেরার পর নির্যাতিতা সংশ্লিষ্ট দুই যুবকের নাম নেয় ৷ তার ভিত্তিতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন :বান্ধবীর সঙ্গে ঝামেলার জেরে রাগে বন্ধুকে ঘুষি, কিশোর খুনে জল্পনা
উল্লেখ্য, গত পরশু পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করে এক নাবালিকাকে। সেই ঘটনার 48 ঘণ্টার মধ্যেই ফের ধর্ষণের শিকার আরও এক নাবালিকা। এই ঘটনার পর থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।