ETV Bharat / state

Same-Sex Relationship: সম্পর্ক না মানায় একজনকে জোর করে বিয়ে, বাড়ি থেকে পালিয়ে মালদার হোটেলে 2 সমকামী যুবতী - Lesbian Women

দুই কন্যার প্রেমের সম্পর্ক না মানায় একজনকে জোর করে বিয়ে দিয়েছিল পরিবার ৷ তাই বাড়ি থেকে পালিয়ে মালদার হোটেলে গিয়ে উঠল দুই সমকামী যুবতী (Same-Sex Relationship)৷

Same-Sex Relationship ETV Bharat
সমকামী যুবতী
author img

By

Published : Mar 9, 2023, 3:39 PM IST

Updated : Mar 9, 2023, 8:11 PM IST

বাডি় থেকে পালিয়ে থানায় সমকামী যুবতী

মালদা, 9 মার্চ: খেলার মাঠে পরিচয় ৷ সেখান থেকে ঘনিষ্ঠতা শুরু ৷ একসময় দু’জনেই প্রেমের সম্পর্কে (Same-Sex Relationship) জড়িয়ে পড়েন ৷ কিন্তু তাঁরা দু’জনেই মেয়ে ৷ তাঁদের সমকামিতার সম্পর্কের আভাস পেয়েছিল দু’জনেরই পরিবার ৷ তাই অভিভাবকরা তড়িঘড়ি এক যুবতীর বিয়ে দিয়ে দেন ৷ কিন্তু মাসখানেক স্বামীর ঘর করলেও প্রেমের জুটির সঙ্গীকে ভুলতে পারেননি ওই যুবতী ৷

নিজেরা পরামর্শ করে দোলের দিন ঘর ছাড়েন দু’জনেই ৷ সোজা চলে আসেন মালদায় (Malda News)৷ গতকাল সকালে পুরাতন মালদার একটি বিলাসবহুল হোটেলে ঘর ভাড়া নেন তাঁরা ৷ কিন্তু রাতে দুই যুবতীর আচরণ দেখে সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের ৷ তাঁরা দু’জনকেই জিজ্ঞাসাবাদ করেন ৷ উত্তর শুনে বিন্দুমাত্র দেরি না করে খবর দেন থানায় ৷ খবর পেয়ে আজ দুই যুবতীকে থানায় নিয়ে যায় মালদা থানার পুলিশ ৷ সমস্ত ঘটনা জেনে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে দুই যুবতীর পরিবারের সঙ্গে ৷

দুই যুবতীর একজন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার বাসিন্দা ৷ আরেকজন কোচবিহার জেলার তুফানগঞ্জে থাকেন ৷ তাঁরা দু’জনেই নিজেদের এলাকার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ৷ জেলা স্তরে ফুটবল খেলেন ৷ দু’বছর আগে খেলার মাঠেই দু’জনের যোগাযোগ হয় ৷

ফালাকাটার যুবতী বলছেন, “আমরা দু’জন মেয়ে হলেও আমাদের মধ্যে সমকামিতার সম্পর্ক রয়েছে ৷ দু’বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি ৷ আমরা একসঙ্গে থাকতে চাই ৷ জানি, আমাদের এই সম্পর্ক সমাজ কিংবা পরিবার মেনে নেবে না ৷ কিন্তু আমরা একে অন্যকে ছেড়ে থাকতে পারব না ৷ তাছাড়া আমরা দু’জন প্রাপ্তবয়স্ক ৷ এ দেশে এখন সমকামিতাও আইনসিদ্ধ ৷ তাই আমরা দু’জন বাড়ি থেকে পালিয়ে এসেছি ৷ এই থানার পুলিশ আমাদের বাড়িতে খবর দিয়েছে ৷ অভিভাবকরা আমাদের এই সম্পর্ক মেনে নিলে আমরা বাড়ি ফিরে যাব ৷ নইলে যাব না ৷ সে ক্ষেত্রে আইনের দ্বারস্থ হব ৷”

আরও পড়ুন: 'ভালোবেসেছি, অন্যায় করিনি'; সমকামী যুগলের যুক্তিতে হার মানল পুলিশ

এ দিকে তুফানগঞ্জের যুবতীর বক্তব্য, তাঁদের কেউ নিয়ে আসেনি ৷ তাঁরা নিজেদের ইচ্ছেয় বাড়ি থেকে পালিয়ে এসেছে ৷ তাঁরা দু’জনে মেয়ে হলেও তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে জানান তিনি ৷ তিনি বলেন, এক মাস আগে তাঁর বিয়ে হয়েছে ৷ কিন্তু স্বামীকে তাঁর পছন্দ নয় ৷ তিনি তাঁর বান্ধবীর সঙ্গেই 'স্বামী-স্ত্রীর মতো' জীবন কাটাতে চান বলে জানান ওই যুবতী ৷ দুই পরিবার এই সম্পর্ক মেনে না নিলে তাঁরা আর বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তিনি ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, ওই দুই যুবতীর পরিবারের তরফে ফালাকাটা ও তুফানগঞ্জ থানায় দু’জনের নামে মিসিং ডায়েরি হয়েছে ৷ সে কারণেই দুই যুবতীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে ৷ দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ পরিবারের লোকজন এলেই দু’জনকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ৷

বাডি় থেকে পালিয়ে থানায় সমকামী যুবতী

মালদা, 9 মার্চ: খেলার মাঠে পরিচয় ৷ সেখান থেকে ঘনিষ্ঠতা শুরু ৷ একসময় দু’জনেই প্রেমের সম্পর্কে (Same-Sex Relationship) জড়িয়ে পড়েন ৷ কিন্তু তাঁরা দু’জনেই মেয়ে ৷ তাঁদের সমকামিতার সম্পর্কের আভাস পেয়েছিল দু’জনেরই পরিবার ৷ তাই অভিভাবকরা তড়িঘড়ি এক যুবতীর বিয়ে দিয়ে দেন ৷ কিন্তু মাসখানেক স্বামীর ঘর করলেও প্রেমের জুটির সঙ্গীকে ভুলতে পারেননি ওই যুবতী ৷

নিজেরা পরামর্শ করে দোলের দিন ঘর ছাড়েন দু’জনেই ৷ সোজা চলে আসেন মালদায় (Malda News)৷ গতকাল সকালে পুরাতন মালদার একটি বিলাসবহুল হোটেলে ঘর ভাড়া নেন তাঁরা ৷ কিন্তু রাতে দুই যুবতীর আচরণ দেখে সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের ৷ তাঁরা দু’জনকেই জিজ্ঞাসাবাদ করেন ৷ উত্তর শুনে বিন্দুমাত্র দেরি না করে খবর দেন থানায় ৷ খবর পেয়ে আজ দুই যুবতীকে থানায় নিয়ে যায় মালদা থানার পুলিশ ৷ সমস্ত ঘটনা জেনে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে দুই যুবতীর পরিবারের সঙ্গে ৷

দুই যুবতীর একজন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার বাসিন্দা ৷ আরেকজন কোচবিহার জেলার তুফানগঞ্জে থাকেন ৷ তাঁরা দু’জনেই নিজেদের এলাকার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ৷ জেলা স্তরে ফুটবল খেলেন ৷ দু’বছর আগে খেলার মাঠেই দু’জনের যোগাযোগ হয় ৷

ফালাকাটার যুবতী বলছেন, “আমরা দু’জন মেয়ে হলেও আমাদের মধ্যে সমকামিতার সম্পর্ক রয়েছে ৷ দু’বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি ৷ আমরা একসঙ্গে থাকতে চাই ৷ জানি, আমাদের এই সম্পর্ক সমাজ কিংবা পরিবার মেনে নেবে না ৷ কিন্তু আমরা একে অন্যকে ছেড়ে থাকতে পারব না ৷ তাছাড়া আমরা দু’জন প্রাপ্তবয়স্ক ৷ এ দেশে এখন সমকামিতাও আইনসিদ্ধ ৷ তাই আমরা দু’জন বাড়ি থেকে পালিয়ে এসেছি ৷ এই থানার পুলিশ আমাদের বাড়িতে খবর দিয়েছে ৷ অভিভাবকরা আমাদের এই সম্পর্ক মেনে নিলে আমরা বাড়ি ফিরে যাব ৷ নইলে যাব না ৷ সে ক্ষেত্রে আইনের দ্বারস্থ হব ৷”

আরও পড়ুন: 'ভালোবেসেছি, অন্যায় করিনি'; সমকামী যুগলের যুক্তিতে হার মানল পুলিশ

এ দিকে তুফানগঞ্জের যুবতীর বক্তব্য, তাঁদের কেউ নিয়ে আসেনি ৷ তাঁরা নিজেদের ইচ্ছেয় বাড়ি থেকে পালিয়ে এসেছে ৷ তাঁরা দু’জনে মেয়ে হলেও তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে জানান তিনি ৷ তিনি বলেন, এক মাস আগে তাঁর বিয়ে হয়েছে ৷ কিন্তু স্বামীকে তাঁর পছন্দ নয় ৷ তিনি তাঁর বান্ধবীর সঙ্গেই 'স্বামী-স্ত্রীর মতো' জীবন কাটাতে চান বলে জানান ওই যুবতী ৷ দুই পরিবার এই সম্পর্ক মেনে না নিলে তাঁরা আর বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তিনি ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, ওই দুই যুবতীর পরিবারের তরফে ফালাকাটা ও তুফানগঞ্জ থানায় দু’জনের নামে মিসিং ডায়েরি হয়েছে ৷ সে কারণেই দুই যুবতীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে ৷ দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ পরিবারের লোকজন এলেই দু’জনকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ৷

Last Updated : Mar 9, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.