ETV Bharat / state

পরকীয়ার প্রতিবাদ করে খুন শওহর ? যুবতিকে হেপাজতে নিল পুলিশ

শওহরের মৃত্যু । পরকীয়ার জেরে বিবি খুন করেছে বলে অভিযোগ । মালদার ঘটনা । তদন্ত করছে পুলিশ ।

author img

By

Published : Sep 15, 2019, 6:46 PM IST

গ্রামবাসী

ইংরেজবাজার, 15 সেপ্টেম্বর : পরকীয়ার প্রতিবাদ করায় শ্বাসরোধ করে শওহরকে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম মোফিত খান (35) । ওই যুবতিকে আটক করে মারধর করে প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে যুবতিকে উদ্ধার করে হেপাজতে নেয় । ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামের ঘটনা ।

মোফিতের সঙ্গে নিকাহ হয়েছিল রোকিনার । স্থানীয়দের অভিযোগ, নিকাহর পরেও রোকিনার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল । তার জেরে প্রায়ই মোফিতের সঙ্গে অশান্তি হতো রোকিনার । গতকালও তাদের মধ্যে অশান্তি হয় । তখন শ্বাসরোধ করে মোফিতকে খুন করা হয় ।

মোফিতের বোন বলেন, "রোকিনা পরকীয়া করত । এক ছেলের সঙ্গে একবার হাতেনাতে ধরাও পড়েছিল । এ নিয়ে সালিশি সভা বসেছিল । সভার সিদ্ধান্ত মেনে রোকিনাকে চার মাসের জন্য তার আব্বার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । গত মাসে রোকিনা শ্বশুরবাড়ি ফেরে । আজ সকালে গিয়ে দেখি দাদার দেহ নিয়ে রোকিনা বসে আছে । আমি জিজ্ঞাসা করতে রোকিনা জানায়, দাদা মারা গেছে ।"

আজ বিষয়টি জানাজানি হতে গ্রামবাসীরা মোফিতের বাড়ি যায় । রোকিনাকে আটকে মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মিলকি ফাঁড়ির পুলিশ । তারা রোকিনাকে নিজেদের হেপাজতে নেয় । বর্তমানে মারধরে জখম রোকিনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মোফিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ইংরেজবাজার, 15 সেপ্টেম্বর : পরকীয়ার প্রতিবাদ করায় শ্বাসরোধ করে শওহরকে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম মোফিত খান (35) । ওই যুবতিকে আটক করে মারধর করে প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে যুবতিকে উদ্ধার করে হেপাজতে নেয় । ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামের ঘটনা ।

মোফিতের সঙ্গে নিকাহ হয়েছিল রোকিনার । স্থানীয়দের অভিযোগ, নিকাহর পরেও রোকিনার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল । তার জেরে প্রায়ই মোফিতের সঙ্গে অশান্তি হতো রোকিনার । গতকালও তাদের মধ্যে অশান্তি হয় । তখন শ্বাসরোধ করে মোফিতকে খুন করা হয় ।

মোফিতের বোন বলেন, "রোকিনা পরকীয়া করত । এক ছেলের সঙ্গে একবার হাতেনাতে ধরাও পড়েছিল । এ নিয়ে সালিশি সভা বসেছিল । সভার সিদ্ধান্ত মেনে রোকিনাকে চার মাসের জন্য তার আব্বার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । গত মাসে রোকিনা শ্বশুরবাড়ি ফেরে । আজ সকালে গিয়ে দেখি দাদার দেহ নিয়ে রোকিনা বসে আছে । আমি জিজ্ঞাসা করতে রোকিনা জানায়, দাদা মারা গেছে ।"

আজ বিষয়টি জানাজানি হতে গ্রামবাসীরা মোফিতের বাড়ি যায় । রোকিনাকে আটকে মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মিলকি ফাঁড়ির পুলিশ । তারা রোকিনাকে নিজেদের হেপাজতে নেয় । বর্তমানে মারধরে জখম রোকিনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মোফিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:মালদা, ১৫ সেপ্টেম্বরঃ পরকীয়ার প্রতিবাদ করায় শ্বাসরোধ করে শওহরকে খুনের অভিযোগ উঠল বিবির বিরুদ্ধে। অভিযুক্ত বিবিকে আটক করে চলতে থাকে গণপ্রহার। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামে।Body:মৃত ব্যক্তির নাম মোফিত খান। বয়স ৩৫। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের বাড়িতেই মোফিত খান নামে এক ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার হয়৷ তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে, এই ঘটনা ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম উঠে আসে মোফিত সাহেবের বাড়িতে৷ মোফিত সাহেবের বিবি রোকিনাকে ঘেরাও করে চলতে থাকে গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মিলকি ফাঁড়ির পুলিশও৷ গ্রামবাসীদের দাবি, রোকিনা বিবি পরকীয়ায় জড়িত। এনিয়ে তাঁদের মধ্যে প্রায়শই বচসা লেগে থাকত। গতকাল রাতে বচসার জেরেই রোকিনা বিবি শওহরের শ্বাস রোধ করে খুন করেছে বলে অনুমান স্থানীয়দের। পুলিশের পক্ষ থেকে দোষীদের শাস্তির আশ্বাস দেওয়া হলে অভিযুক্ত বিবিকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত গ্রামবাসী।
মোফিত সাহেবের বোন জানান, “রোকিনা এক ছেলের সঙ্গে হাতে নাতে ধরা পড়েছিল। এই ঘটনা নিয়ে সমাজে বিচার বসেছিল। বিচারে রোকিনাকে চার মাসের জন্য আব্বার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এক মাস আগে রোকিনা বাড়ি ফিরে আসে। আজ সকালে দেখি দাদাকে নিয়ে রোকিনা বসে আছে। সে জানায় আমার দাদা মারা গিয়েছে। আমার অনুমান, ওড়না দিয়ে গলা চেপে দাদাকে মেরে ফেলেছে।” তবে সমস্ত ঘটনা অস্বীকার করেছে রোকিনা বিবি।
Conclusion:পুলিশ মোফিত সাহেবের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ রোকিনা বিবি বর্তমানে পুলিশি প্রহরায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.