ইংরেজবাজার, 15 সেপ্টেম্বর : পরকীয়ার প্রতিবাদ করায় শ্বাসরোধ করে শওহরকে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে । মৃতের নাম মোফিত খান (35) । ওই যুবতিকে আটক করে মারধর করে প্রতিবেশীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে যুবতিকে উদ্ধার করে হেপাজতে নেয় । ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামের ঘটনা ।
মোফিতের সঙ্গে নিকাহ হয়েছিল রোকিনার । স্থানীয়দের অভিযোগ, নিকাহর পরেও রোকিনার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল । তার জেরে প্রায়ই মোফিতের সঙ্গে অশান্তি হতো রোকিনার । গতকালও তাদের মধ্যে অশান্তি হয় । তখন শ্বাসরোধ করে মোফিতকে খুন করা হয় ।
মোফিতের বোন বলেন, "রোকিনা পরকীয়া করত । এক ছেলের সঙ্গে একবার হাতেনাতে ধরাও পড়েছিল । এ নিয়ে সালিশি সভা বসেছিল । সভার সিদ্ধান্ত মেনে রোকিনাকে চার মাসের জন্য তার আব্বার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । গত মাসে রোকিনা শ্বশুরবাড়ি ফেরে । আজ সকালে গিয়ে দেখি দাদার দেহ নিয়ে রোকিনা বসে আছে । আমি জিজ্ঞাসা করতে রোকিনা জানায়, দাদা মারা গেছে ।"
আজ বিষয়টি জানাজানি হতে গ্রামবাসীরা মোফিতের বাড়ি যায় । রোকিনাকে আটকে মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মিলকি ফাঁড়ির পুলিশ । তারা রোকিনাকে নিজেদের হেপাজতে নেয় । বর্তমানে মারধরে জখম রোকিনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । মোফিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।