ETV Bharat / state

জোটে জট ! হরিশ্চন্দ্রপুর আসনে প্রয়োজনে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক - west bengal assembly election

হরিশ্চন্দ্রপুর আসন নিয়ে মালদায় বামফ্রন্টের মধ্যে মতানৈক্য ৷ এই আসন তাদের ছাড়া না হলে এবার হরিশ্চন্দ্রপুরে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক ৷ আজ দলের বর্ধিত কমিটির সভায় জেলা অবজ়ারভারকে স্পষ্ট জানাল দলীয় নেতৃত্ব ।

জোটে জট ! হরিশ্চন্দ্রপুর আসনে প্রয়োজনে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক
জোটে জট ! হরিশ্চন্দ্রপুর আসনে প্রয়োজনে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক
author img

By

Published : Mar 14, 2021, 12:21 PM IST

মালদা, 14 মার্চ : মালদায় বেসুরো বাম জোট ৷ এই জেলায় অন্যতম বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কোনও আসন না ছাড়ায় জোটে খানিকটা অনৈক্যের সুর ৷ আজ দলের জেলা কমিটির বর্ধিত বৈঠকে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হাফিজ় আলি সাইরানির সামনে এনিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতারা ৷ হাফিজ সাহেব বিষয়টি মেনে নিলেও সংবাদ মাধ্যমের সামনে সতর্ক তিনি ৷ তিনি গোটা বিষয়টি দলের রাজ্য নেতৃত্বের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন ৷
একুশের ভোটে মালদা জেলার হবিবপুর, গাজোল ও ইংরেজবাজারে সিপিএমের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন বাম চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি আরও জানিয়েছেন, জেলার বাকি 9 টি বিধানসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস ৷ এরপরেই ফুঁসে ওঠে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ হরিশ্চন্দ্রপুর আসন এবারও কংগ্রেসকে ছেড়ে দেওয়ায় ক্ষোভে নিজের পদত্যাগপত্র দলের রাজ্য নেতৃত্বকে পাঠিয়ে দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র ৷ যদিও তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়নি ৷ এই পরিস্থিতি ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের সমস্যা জানতে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও এই জেলার অবজ়ারভার হাফিজ় আলি সাইরানিকে আজ মালদায় পাঠায় ৷ দুপুরে দলীয় নেতৃত্বদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন হাফিজ় সাহেব ৷ তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি ৷

আরও পড়ুন : গাজোলে তৃণমূল কর্মীকে গুলি

হাফিজ় আলি সাইরানি বলেন, “আজকের বৈঠকে সিদ্ধান্ত কিছু হয়নি ৷ একটা বড় উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সংযুক্ত মোর্চা তৈরি করেছি ৷ সেই উদ্দেশ্য হল, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেন কোনও জায়গা না করতে পারে এবং রাজ্যের ক্ষমতা থেকে স্বৈরাচারী তৃণমূলকে উৎখাত করা ৷ কিন্তু এই জোট প্রত্যেকের আবেগ, অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছাকে মর্যাদা দিয়ে গঠিত হওয়া উচিত ছিল ৷ সেখানে কিছু খামতি থেকে গিয়েছে ৷ জোট নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে ৷ মালদা জেলাতেও কিছু প্রশ্ন উঠেছে ৷ আজ দলের কর্মীরা নিজেদের ক্ষোভ, অভিমানের কথা আমাকে জানিয়েছেন ৷ আমি তার রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে জমা দেব ৷ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বই নেবে ৷"

তিনি আরও বলেন, "2016 সালে হরিশ্চন্দ্রপুর আসনটি আমাদের ছিল ৷ সেখানে অন্যায়ভাবে কংগ্রেস প্রার্থী দেয় ৷ আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই করার কথা বলা হয় ৷ আমরা মনে করি না, কোনও লড়াই বন্ধুত্বপূর্ণ হতে পারে ৷ মুখরক্ষা করার জন্য আমাদের এটা বলতে হয় ৷ এটা কাম্য ছিল না ৷ এবারের ভোটে প্রথম পর্যায়ের মনোনয়ন শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের শেষ হওয়ার মুখে ৷ এবারও এমন ঘটনা ঘটেছে ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ মালদাতেও যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য সংযুক্ত মোর্চার সবাইকে বিষয়টি দেখা উচিত ৷ আমরা সেই চেষ্টা করছি ৷ কিন্তু সিপিএম, কংগ্রেস সহ বাকি শরিকদেরও তা মাথায় রাখতে হবে ৷ সিপিএমের বোঝা উচিত, যারা প্রায় 40 বছর ধরে সুখে, দুঃখে তাদের সঙ্গে রয়েছে, সেই দলের কর্মীদেরও আবেগ, অনুভূতি মাথায় রাখতে হবে ৷ বড় শরিক হিসাবে এনিয়ে তাদের দায়িত্বই সবচেয়ে বেশি ৷ কিন্তু আমাদের কর্মীদের ক্ষোভ থেকে বোঝা যাচ্ছে, এখানে তেমনটা হয়নি ৷”

হাফিজ় সাহেব সরাসরি কিছু বলতে না চাইলেও ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, এবার গোটা রাজ্যে তাদের 18টি আসন এখনও পর্যন্ত ছাড়া হয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে কোচবিহারে ৷ দক্ষিণ 24 পরগণার আরও একটি আসন নিয়ে এখনও আলোচনা চলছে ৷ তবে এবার যদি হরিশ্চন্দ্রপুর আসনটি তাদের ছাড়া না হয়, তবে প্রয়োজনে সেই আসনে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক ৷ আজকের বৈঠকে এই সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে ৷

মালদা, 14 মার্চ : মালদায় বেসুরো বাম জোট ৷ এই জেলায় অন্যতম বাম শরিক ফরওয়ার্ড ব্লককে কোনও আসন না ছাড়ায় জোটে খানিকটা অনৈক্যের সুর ৷ আজ দলের জেলা কমিটির বর্ধিত বৈঠকে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হাফিজ় আলি সাইরানির সামনে এনিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতারা ৷ হাফিজ সাহেব বিষয়টি মেনে নিলেও সংবাদ মাধ্যমের সামনে সতর্ক তিনি ৷ তিনি গোটা বিষয়টি দলের রাজ্য নেতৃত্বের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন ৷
একুশের ভোটে মালদা জেলার হবিবপুর, গাজোল ও ইংরেজবাজারে সিপিএমের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন বাম চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি আরও জানিয়েছেন, জেলার বাকি 9 টি বিধানসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস ৷ এরপরেই ফুঁসে ওঠে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ হরিশ্চন্দ্রপুর আসন এবারও কংগ্রেসকে ছেড়ে দেওয়ায় ক্ষোভে নিজের পদত্যাগপত্র দলের রাজ্য নেতৃত্বকে পাঠিয়ে দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র ৷ যদিও তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়নি ৷ এই পরিস্থিতি ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের সমস্যা জানতে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও এই জেলার অবজ়ারভার হাফিজ় আলি সাইরানিকে আজ মালদায় পাঠায় ৷ দুপুরে দলীয় নেতৃত্বদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন হাফিজ় সাহেব ৷ তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি ৷

আরও পড়ুন : গাজোলে তৃণমূল কর্মীকে গুলি

হাফিজ় আলি সাইরানি বলেন, “আজকের বৈঠকে সিদ্ধান্ত কিছু হয়নি ৷ একটা বড় উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সংযুক্ত মোর্চা তৈরি করেছি ৷ সেই উদ্দেশ্য হল, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেন কোনও জায়গা না করতে পারে এবং রাজ্যের ক্ষমতা থেকে স্বৈরাচারী তৃণমূলকে উৎখাত করা ৷ কিন্তু এই জোট প্রত্যেকের আবেগ, অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছাকে মর্যাদা দিয়ে গঠিত হওয়া উচিত ছিল ৷ সেখানে কিছু খামতি থেকে গিয়েছে ৷ জোট নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে ৷ মালদা জেলাতেও কিছু প্রশ্ন উঠেছে ৷ আজ দলের কর্মীরা নিজেদের ক্ষোভ, অভিমানের কথা আমাকে জানিয়েছেন ৷ আমি তার রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে জমা দেব ৷ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বই নেবে ৷"

তিনি আরও বলেন, "2016 সালে হরিশ্চন্দ্রপুর আসনটি আমাদের ছিল ৷ সেখানে অন্যায়ভাবে কংগ্রেস প্রার্থী দেয় ৷ আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই করার কথা বলা হয় ৷ আমরা মনে করি না, কোনও লড়াই বন্ধুত্বপূর্ণ হতে পারে ৷ মুখরক্ষা করার জন্য আমাদের এটা বলতে হয় ৷ এটা কাম্য ছিল না ৷ এবারের ভোটে প্রথম পর্যায়ের মনোনয়ন শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের শেষ হওয়ার মুখে ৷ এবারও এমন ঘটনা ঘটেছে ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ মালদাতেও যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য সংযুক্ত মোর্চার সবাইকে বিষয়টি দেখা উচিত ৷ আমরা সেই চেষ্টা করছি ৷ কিন্তু সিপিএম, কংগ্রেস সহ বাকি শরিকদেরও তা মাথায় রাখতে হবে ৷ সিপিএমের বোঝা উচিত, যারা প্রায় 40 বছর ধরে সুখে, দুঃখে তাদের সঙ্গে রয়েছে, সেই দলের কর্মীদেরও আবেগ, অনুভূতি মাথায় রাখতে হবে ৷ বড় শরিক হিসাবে এনিয়ে তাদের দায়িত্বই সবচেয়ে বেশি ৷ কিন্তু আমাদের কর্মীদের ক্ষোভ থেকে বোঝা যাচ্ছে, এখানে তেমনটা হয়নি ৷”

হাফিজ় সাহেব সরাসরি কিছু বলতে না চাইলেও ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, এবার গোটা রাজ্যে তাদের 18টি আসন এখনও পর্যন্ত ছাড়া হয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে কোচবিহারে ৷ দক্ষিণ 24 পরগণার আরও একটি আসন নিয়ে এখনও আলোচনা চলছে ৷ তবে এবার যদি হরিশ্চন্দ্রপুর আসনটি তাদের ছাড়া না হয়, তবে প্রয়োজনে সেই আসনে নিজেরাই প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক ৷ আজকের বৈঠকে এই সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.