ETV Bharat / state

তৃণমূলের সভার পর গঙ্গাজল ছিটিয়ে মাঠ শুদ্ধিকরণ বিজেপির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

তৃণমূলের সভা পর ঝাঁটা ও গঙ্গাজল নিয়ে সভাস্থল পরিষ্কার করতে মাঠে বিজেপি ৷ মালদার হরিশচন্দ্রপুর গোলাম রব্বানির সভার পর এমন দৃশ্যই দেখা গেল সেখানে ৷

west bengal assembly election 2021 After the Trinamool meeting the BJP cleaned the ground by sprinkling Ganga jal
তৃণমূলের সভার পর গঙ্গাজল ছিটিয়ে মাঠ শুদ্ধি বিজেপির
author img

By

Published : Feb 25, 2021, 9:41 PM IST

মালদা, 25 ফেব্রুয়ারি : নন্দীগ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর ৷ তৃণমূল থেকে বিজেপি ৷ একুশের ভোটে এবার সামনে এসেছে শুদ্ধিকরণের রাজনীতি ৷ নন্দীগ্রামের শহিদ বেদীতে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা জ্ঞাপনের পর গঙ্গাজল দিয়ে সেই বেদী ধুয়ে শুদ্ধ করেছিল তৃণমূল ৷ ঠিক একইভাবে তৃণমূল নেতার নির্বাচনী সভার পর মাঠে লাগানো নিজেদের কার্যালয়ের সামনের অংশ গঙ্গাজলে পবিত্র করল বিজেপি ৷ একইভাবে শুদ্ধ করা হয়েছে গোটা মাঠ ৷ শাসকদলকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের কর্মীরা ৷

একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি ৷ কিন্তু ইতিমধ্যে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে শাসকদল ৷ 19-র লোকসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের রেকর্ড খুব খারাপ ৷ ফলে এবার মালদা জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক ৷ ইতিমধ্যে জেলায় ঘুরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত দু’দিন ধরে মাটি কামড়ে পড়ে রয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি ৷ আগামীকাল পর্যন্ত জেলায় থাকবেন তিনি ৷ হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি মাঠে তিনি একটি নির্বাচনী সভা করেন ৷ সভা শেষে মাঠ জুড়ে ছড়িয়ে ছিল চায়ের কাপ, প্লাস্টিক সহ নানাবিধ বর্জ্য ৷ সভার পর রাত পোহাতেই সেই মাঠে হাতে ঝাড়ু নিয়ে নেমে পড়েন বিজেপি নেতা-কর্মীরা ৷ যা নিয়েই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷

এলাকার বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেন, “বিধানসভা ভোটকে কেন্দ্র করে মাস চারেক আগে এই মাঠের ধারে আমরা একটি নির্বাচনী কার্যালয় খুলেছি ৷ গতকাল এই মাঠে তৃণমূলের একটি নির্বাচনী সভা ছিল ৷ সেটা থাকতেই পারে ৷ প্রতিটি রাজনৈতিক দলই এখন নির্বাচনী সভা করবে ৷ কিন্তু তারা গোটা মাঠ এবং আমাদের নির্বাচনী কার্যালয়ের সামনের এলাকা নোংরা করে রেখে গিয়েছে ৷ সভার পর তারা কোনও জায়গা পরিষ্কার করেনি ৷ আসলে এদের এটাই শিক্ষা ৷ দলটাই তো অপরিষ্কার, এরা শিক্ষাটা পাবে কোথায় থেকে? তাই আজ আমরা মাঠ পরিষ্কারের সঙ্গে গঙ্গাজল ছিটিয়ে গোটা জায়গাটা শুদ্ধ করেছি ৷ কোনও অপবিত্র জিনিস পবিত্র করতে হলে গঙ্গাজলের প্রয়োজন ৷’’

আরও পড়ুন : বিজেপিকর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ মালদায়

এনিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, “এটা নাটক ৷ গতকাল সভায় অনেক লোক হয়েছিল ৷ তাতেই বিরোধীদের ভয়, এবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলই জিতবে ৷ তাই ওরা এই নাটক করেছে ৷ আজ বিকেলেই ওই মাঠ পরিষ্কারের কর্মসূচি আমরা নিয়েছিলাম ৷ বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ মানুষই এদের উচিত শিক্ষা দেবে ৷ মানুষ সেই খেলা খেলবে ৷”

মালদা, 25 ফেব্রুয়ারি : নন্দীগ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর ৷ তৃণমূল থেকে বিজেপি ৷ একুশের ভোটে এবার সামনে এসেছে শুদ্ধিকরণের রাজনীতি ৷ নন্দীগ্রামের শহিদ বেদীতে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা জ্ঞাপনের পর গঙ্গাজল দিয়ে সেই বেদী ধুয়ে শুদ্ধ করেছিল তৃণমূল ৷ ঠিক একইভাবে তৃণমূল নেতার নির্বাচনী সভার পর মাঠে লাগানো নিজেদের কার্যালয়ের সামনের অংশ গঙ্গাজলে পবিত্র করল বিজেপি ৷ একইভাবে শুদ্ধ করা হয়েছে গোটা মাঠ ৷ শাসকদলকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের কর্মীরা ৷

একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি ৷ কিন্তু ইতিমধ্যে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে শাসকদল ৷ 19-র লোকসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের রেকর্ড খুব খারাপ ৷ ফলে এবার মালদা জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক ৷ ইতিমধ্যে জেলায় ঘুরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত দু’দিন ধরে মাটি কামড়ে পড়ে রয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি ৷ আগামীকাল পর্যন্ত জেলায় থাকবেন তিনি ৷ হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি মাঠে তিনি একটি নির্বাচনী সভা করেন ৷ সভা শেষে মাঠ জুড়ে ছড়িয়ে ছিল চায়ের কাপ, প্লাস্টিক সহ নানাবিধ বর্জ্য ৷ সভার পর রাত পোহাতেই সেই মাঠে হাতে ঝাড়ু নিয়ে নেমে পড়েন বিজেপি নেতা-কর্মীরা ৷ যা নিয়েই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷

এলাকার বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেন, “বিধানসভা ভোটকে কেন্দ্র করে মাস চারেক আগে এই মাঠের ধারে আমরা একটি নির্বাচনী কার্যালয় খুলেছি ৷ গতকাল এই মাঠে তৃণমূলের একটি নির্বাচনী সভা ছিল ৷ সেটা থাকতেই পারে ৷ প্রতিটি রাজনৈতিক দলই এখন নির্বাচনী সভা করবে ৷ কিন্তু তারা গোটা মাঠ এবং আমাদের নির্বাচনী কার্যালয়ের সামনের এলাকা নোংরা করে রেখে গিয়েছে ৷ সভার পর তারা কোনও জায়গা পরিষ্কার করেনি ৷ আসলে এদের এটাই শিক্ষা ৷ দলটাই তো অপরিষ্কার, এরা শিক্ষাটা পাবে কোথায় থেকে? তাই আজ আমরা মাঠ পরিষ্কারের সঙ্গে গঙ্গাজল ছিটিয়ে গোটা জায়গাটা শুদ্ধ করেছি ৷ কোনও অপবিত্র জিনিস পবিত্র করতে হলে গঙ্গাজলের প্রয়োজন ৷’’

আরও পড়ুন : বিজেপিকর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ মালদায়

এনিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, “এটা নাটক ৷ গতকাল সভায় অনেক লোক হয়েছিল ৷ তাতেই বিরোধীদের ভয়, এবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলই জিতবে ৷ তাই ওরা এই নাটক করেছে ৷ আজ বিকেলেই ওই মাঠ পরিষ্কারের কর্মসূচি আমরা নিয়েছিলাম ৷ বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ মানুষই এদের উচিত শিক্ষা দেবে ৷ মানুষ সেই খেলা খেলবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.