চাঁচল, 29 এপ্রিল : পুরোনো মামলার আসামীকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ । ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও । ঘটনাটি চাঁচল থানার কনুয়া গ্রামের । আহত পুলিশকর্মীদের স্থানীয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে, প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হয় । ঘটনায় আপাতত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, কনুয়া গ্রামে একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল । মাঝেমধ্যেই তাদের মধ্যে চোরাগোপ্তা সংঘর্ষ হয় । এনিয়ে মামলাও হয়েছে । এই বিরোধকে কেন্দ্র করে গতরাতে এলাকায় বোমাবাজি হয় বলে খবর । তারপরই আজ ভোরেই এই মামলায় যুক্ত কয়েকজন আসামীর খোঁজে গ্রামে অভিযান চালায় পুলিশ ।
গ্রামে পুলিশ রয়েছে বুঝতে পেরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা হামলা চালায় । ঘটনায় আহত হন পাঁচ পুলিশকর্মী । পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরিস্থিতি বুঝে তখনের মতো এলাকা থেকে ফিরে আসেন পুলিশকর্মীরা । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । তবে, গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ শূন্যে গুলি চালানোর পরই পরিস্থিতি খারাপ হয় । যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ।
এরপরই আজ দুপুরে ফের ওই গ্রামে অভিযান চালায় পুলিশ ৷ পুলিশের উপর হামলা করায় গ্রেপ্তার করা হয় চারজনকে ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "গ্রামবাসীদের হামলায় পাঁচ পুলিশকর্মী আহত হয়েছেন ৷ পুলিশের একটি জিপ ভাঙচুর করা হয়েছে ৷ ঘটনায় জড়িত চারজনকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷"