ETV Bharat / state

পড়ুয়াদের বিক্ষোভের জেরে অসুস্থ গৌড়বঙ্গের উপাচার্য-রেজিস্ট্রার - Student Aggitation

পড়ুয়াদের টানা অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার । গতকাল রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজের ICU-তে ভরতি করা হয় ।

উপাচার্যের ঘরে পড়ুয়াদের অবস্থান
author img

By

Published : May 15, 2019, 3:19 PM IST

Updated : May 15, 2019, 3:34 PM IST

মালদা, 15 মে : পড়ুয়াদের টানা অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার । গতকাল রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজের ICU-তে ভরতি করা হয় । 20 ঘণ্টার বেশি সময় ধরে ভরতি বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের একাংশ পড়ুয়া । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোটা ঘটনাকে কেন্দ্র করে অধ্যাপকরা মৌন প্রতিবাদ দেখাচ্ছেন ।

জানা গেছে, পড়ুয়াদের বিক্ষোভের জেরে গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ও রেজিস্ট্রার । তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পরে বিক্ষোভে সামিল হওয়া এক পড়ুয়াও অসুস্থ হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে ভরতি করা হয় । প্রসেনজিৎ ঘোষ নামের এক পড়ুয়া জানায়, টানা 20 ঘণ্টা ধরে আমাদের অবস্থান চলছে । আমাদের প্রশ্ন, অন্যায়ভাবে কেন ওই পড়ুয়াকে ভরতি নেওয়া হল ? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, একজন পড়ুয়ার জন্য কেন EC বৈঠক ডাকা হল- এই নিয়ে বিক্ষুব্ধ পড়ুয়ারা গতকাল রাতে উপাচার্যের সঙ্গে কথা বলতে তাঁর ঘরে যান । তখনই বিক্ষোভে সামিল পড়ুয়াদের বিরুদ্ধে সরব একাংশ উপাচার্যের ঘরে আসে । দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এরপর বিক্ষোভরত পড়ুয়ারা উপাচার্যের ঘরেই অবস্থান দেখাতে শুরু করে । দুপক্ষের ঝামেলা ও অবস্থান বিক্ষোভের জেরেই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ।

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তরে ভরতি হন মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক পড়ুয়া । তাঁর ভরতি নিয়ে প্রশ্ন ওঠে । বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ওই বিভাগ-সহ আরও কয়েকটি বিভাগে ভরতি হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত অ্যালায়েড সাবজেক্টে অনার্স থাকতে হবে । পরে সেই বিষয়ে আরেকটি কোর্স করার পরই ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হতে পারে পড়ুয়ারা । এই নিয়মে ভেরিফিকেশনের সময় আটকে যান ফরিদ । তাঁর অ্যালায়েড সাবজেক্ট ছিল জুলজি । বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড বিষয় হিসেবে জুলজি ছিল না । কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভুলবশত তালিকায় জুলজি বিষয়টি ছিল না । কিন্তু জুলজিতে অনার্স থাকলে ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হওয়া যেতে পারে বলে জানান ফরিদ । এরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফরিদের দাবি সঠিক । এরপরই তাঁকে ফুড অ্যান্ড নিউট্রিশন স্নাতকোত্তর বিভাগে ভরতি নেওয়া ।

মালদা, 15 মে : পড়ুয়াদের টানা অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার । গতকাল রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজের ICU-তে ভরতি করা হয় । 20 ঘণ্টার বেশি সময় ধরে ভরতি বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের একাংশ পড়ুয়া । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোটা ঘটনাকে কেন্দ্র করে অধ্যাপকরা মৌন প্রতিবাদ দেখাচ্ছেন ।

জানা গেছে, পড়ুয়াদের বিক্ষোভের জেরে গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ও রেজিস্ট্রার । তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পরে বিক্ষোভে সামিল হওয়া এক পড়ুয়াও অসুস্থ হয়ে পড়লে তাঁকেও হাসপাতালে ভরতি করা হয় । প্রসেনজিৎ ঘোষ নামের এক পড়ুয়া জানায়, টানা 20 ঘণ্টা ধরে আমাদের অবস্থান চলছে । আমাদের প্রশ্ন, অন্যায়ভাবে কেন ওই পড়ুয়াকে ভরতি নেওয়া হল ? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, একজন পড়ুয়ার জন্য কেন EC বৈঠক ডাকা হল- এই নিয়ে বিক্ষুব্ধ পড়ুয়ারা গতকাল রাতে উপাচার্যের সঙ্গে কথা বলতে তাঁর ঘরে যান । তখনই বিক্ষোভে সামিল পড়ুয়াদের বিরুদ্ধে সরব একাংশ উপাচার্যের ঘরে আসে । দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এরপর বিক্ষোভরত পড়ুয়ারা উপাচার্যের ঘরেই অবস্থান দেখাতে শুরু করে । দুপক্ষের ঝামেলা ও অবস্থান বিক্ষোভের জেরেই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য স্বাগত সেন ।

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তরে ভরতি হন মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক পড়ুয়া । তাঁর ভরতি নিয়ে প্রশ্ন ওঠে । বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ওই বিভাগ-সহ আরও কয়েকটি বিভাগে ভরতি হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত অ্যালায়েড সাবজেক্টে অনার্স থাকতে হবে । পরে সেই বিষয়ে আরেকটি কোর্স করার পরই ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হতে পারে পড়ুয়ারা । এই নিয়মে ভেরিফিকেশনের সময় আটকে যান ফরিদ । তাঁর অ্যালায়েড সাবজেক্ট ছিল জুলজি । বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড বিষয় হিসেবে জুলজি ছিল না । কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভুলবশত তালিকায় জুলজি বিষয়টি ছিল না । কিন্তু জুলজিতে অনার্স থাকলে ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হওয়া যেতে পারে বলে জানান ফরিদ । এরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফরিদের দাবি সঠিক । এরপরই তাঁকে ফুড অ্যান্ড নিউট্রিশন স্নাতকোত্তর বিভাগে ভরতি নেওয়া ।

Intro:মালদা, ১৫ মেঃ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিজেদের দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা৷ গতরাতে অসুস্থ হয়ে মালদা মেডিকেলে ভরতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার৷ রাতেই তাঁদের সিসিইউতে ট্রান্সফার করা হয়৷ বেশি রাতে অসুস্থ হয়ে পড়ায় এক ছাত্রীকেও মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজ কর্মবিরতিতে নামতে চলেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে৷Body:উল্লেখ্য, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তর শ্রেণিতে ভরতি নেওয়া হয় মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক ছাত্রকে৷ এই ভরতি নিয়ে প্রশ্ন ওঠে৷ নিয়ম অনুযায়ী এই বিভাগ সহ আরও কয়েকটি বিভাগে ভরতি হতে গেলে বিশ্ববিদ্যালয়ের তালিকাভূক্ত অ্যালায়েড সাবজেক্টে অনার্স থাকতে হবে৷ পরে সেই বিষয়ে আরেকটি কোর্স করার পর এই সব বিভাগে ভরতি নেওয়া যেতে পারে৷ সেই নিয়মে ভেরিফিকেশনের সময় আটকে যান ফরিদ৷ তাঁর অ্যালায়েড সাবজেক্ট ছিল জুলজি৷ বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড সাবজেক্ট লিস্টে জুলজি বিষয়টি ছিল না৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভুলবশত লিস্টে জুলজি বিষয়টি ছিল না৷ কিন্তু ওই বিষয়ে অনার্স থাকলে ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভরতি হওয়া যেতে পারে বলে আইন রয়েছে৷ ফরিদ সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে নিয়ে আসেন৷ এরপরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ফরিদের দাবি সঠিক৷ এরপর তাঁকে এই বিভাগে ভরতি নেওয়া হয়৷
এরপরেই ফরিদের ভরতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ৷ একজন ছাত্রের জন্য কেন ইসি বৈঠক ডাকা হল, তা নিয়েও তাঁরা জবাব চান৷ গতকাল সেই দাবি নিয়েই পড়ুয়াদের একাংশ উপাচার্যের সঙ্গে কথা বলতে আসেন৷ এদিকে, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে সেই সময় উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন উঁচু ক্লাসের কিছু পড়ুয়াও৷ উপাচার্যের সঙ্গে দেখা করতে এসে দুই গোষ্ঠী হাতাহাতিও জড়িয়ে পড়ে বলে অভিযোগ৷ নিজেদের উত্তর না মেলায় উপাচার্যের ঘরেই অবস্থান শুরু করেন আন্দোলনরত পড়ুয়ারা৷
গতকাল রাতে অসুস্থ হয়ে উপাচার্য ও রেজিস্ট্রার মালদা মেডিকেলে ভরতি হন৷ রাত ১টা নাগাদ মৌমিতা সরকার নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁকেও মালদা মেডিকেলে ভরতি করা হয়৷ প্রসেনজিৎ ঘোষ নামে এক ছাত্র জানান, "২০ ঘণ্টা ধরে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এভাবেই ছেড়ে দিয়েছে৷ আমাদের একটাই প্রশ্ন, অন্যায়ভাবে কেন ভরতি নেওয়া হল? রাতে মৌমিতা সরকার নামে আমাদের এক সহপাঠী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে৷ রাতে ধস্তাধস্তিতে কোনোভাবে তাঁর পেটে চোট লাগে৷ রাতে সেই চোট থেকে ব্যথা বাড়তে শুরু করলে আমরা তাঁকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই৷ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল কিন্তু সেই অ্যাম্বুলেন্স আসেনি৷ বাধ্য হয়ে আমরা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে মালদা মেডিকেলে ভরতি করি৷ আমরা যতক্ষণ নিজেদের প্রশ্নের সঠিক উত্তর না পাচ্ছি, ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব৷"
মালদা মেডিকেলে চিকিৎসাধীন মৌমিতা সরকার জানান, "রাতে স্যারেরা অসুস্থ বোধ করেন৷ সেই সময় বিরোধী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে আমার পেটে চোট লাগে৷ পরে রাতে ব্যথা বেড়ে যাওয়ার মালদা মেডিকেলে ভরতি হই৷ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও সেই অ্যাম্বুলেন্সও আমাদের দেওয়া হয়নি৷"
Conclusion:গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে আজ থেকে তাঁরাও কর্মবিবরতিতে নামতে চলেছেন৷
Last Updated : May 15, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.