ETV Bharat / state

Road Accident in Malda: মালদায় পণ্যবাহী লরির ধাক্কায় মৃত্যু মোটরবাইক চালক ও আরোহীর - মালদা থানার পুলিশ

রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় মালদায় প্রাণ গেল দুই যুবকের ৷ পণ্যবাহী লরির সামনে চলে আসে মোটরবাইক ৷

Road Accident killed two in Malda
লরির ধাক্কায় মৃত্যু মোটরবাইক চালক ও আরোহীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 1:03 PM IST

মালদা, 2 অক্টোবর: মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ পণ্যবাহী লরির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক চালক ও আরোহীর । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকা সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ । নিয়ন্ত্রণের বাইরে মোটরবাইক চালানোর জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দাদের । মৃত দুই যুবকের নাম দেবকুমার মণ্ডল, বয়স 23 ও রুপাই গোস্বামী, 26। মৃতরা ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনি এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এই দুই যুবক মোটরবাইকে 12 নম্বর জাতীয় সড়ক পার করছিলেন । দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরবাইক । সেই সময় জাতীয় সড়ক দিয়ে একটি পণ্যবাহী লরি মালদা শহরের দিকে যাচ্ছিল । নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইক লরির সামনে চলে আসে । লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনেরই । ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত লরি ও মোটরবাইক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ।

আরও পড়ুন: লাটাগুড়ির জঙ্গলে দু'টি গাড়ির সংঘর্ষে মৃত 1 পর্যটক, আহত 7

এক প্রত্যক্ষদর্শী গৌতম দাস বলেন, "আনুমানিক 10টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি যাচ্ছিল । সেই সময় একটি মোটরবাইক দ্রুত গতিতে 12 নম্বর জাতীয় সড়ক পারপার করতে গিয়ে ওই লরির সামনে চলে আসে । লরির ধাক্কায় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় । মালদা পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে । মোটরবাইকের গতি নিয়ন্ত্রণের বাইরে ছিল । পুরো ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে ।" ওই এলাকার বাসিন্দারা দাবি করেছেন, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে । বেপরোয়া গাড়ি চালানোর ওপর লাগাম কষতে ট্র্যাফিক পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ ।

মালদা, 2 অক্টোবর: মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ পণ্যবাহী লরির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক চালক ও আরোহীর । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকা সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ । নিয়ন্ত্রণের বাইরে মোটরবাইক চালানোর জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দাদের । মৃত দুই যুবকের নাম দেবকুমার মণ্ডল, বয়স 23 ও রুপাই গোস্বামী, 26। মৃতরা ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনি এলাকার বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এই দুই যুবক মোটরবাইকে 12 নম্বর জাতীয় সড়ক পার করছিলেন । দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরবাইক । সেই সময় জাতীয় সড়ক দিয়ে একটি পণ্যবাহী লরি মালদা শহরের দিকে যাচ্ছিল । নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইক লরির সামনে চলে আসে । লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনেরই । ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত লরি ও মোটরবাইক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ।

আরও পড়ুন: লাটাগুড়ির জঙ্গলে দু'টি গাড়ির সংঘর্ষে মৃত 1 পর্যটক, আহত 7

এক প্রত্যক্ষদর্শী গৌতম দাস বলেন, "আনুমানিক 10টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি যাচ্ছিল । সেই সময় একটি মোটরবাইক দ্রুত গতিতে 12 নম্বর জাতীয় সড়ক পারপার করতে গিয়ে ওই লরির সামনে চলে আসে । লরির ধাক্কায় ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় । মালদা পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে । মোটরবাইকের গতি নিয়ন্ত্রণের বাইরে ছিল । পুরো ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে ।" ওই এলাকার বাসিন্দারা দাবি করেছেন, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে । বেপরোয়া গাড়ি চালানোর ওপর লাগাম কষতে ট্র্যাফিক পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.