মালদা, 26 জুলাই : ফের ব্রাউন সুগার উদ্ধার মোথাবাড়িতে । গতরাতে 300 গ্রাম ব্রাউন সুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদ শেখ ও সাহেবুল শেখ ।
গতরাতে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ রামনাথপুর বাঁধ এলাকায় অভিযান চালায় । সেখানেই ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ । এরপর তাদের কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 300 গ্রাম ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃত ওয়াহিদ ও সাহেবুল কালিয়াচক থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা ।
মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, 300 গ্রাম ব্রাউন সুগারসহ যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ব্রাউন সুগার কারবারি । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(C)/29 of NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে । গত বুধবার থেকে মোথাবাড়ি থানা এলাকায় 1 কেজি 150 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে চার কারবারিকে ।