ETV Bharat / state

মানিকচকে ভেসেল ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 2 - বিপর্যয় মোকাবিলা দপ্তর

মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানা যায়, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10 টি লরি নিয়ে এপারে এসেছিল ভেসেলটি ৷ প্রতিটি লরিতে পাথর বোঝাই করা ছিল ৷ মানিকচক ঘাটের জেটিতে লাগার সময় ভেসেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷

মানিকচকে ভেসেল ডুবি
মানিকচকে ভেসেল ডুবি
author img

By

Published : Nov 24, 2020, 11:11 AM IST

মালদা, 24 নভেম্বর : মানিকচকে ভেসেল ডুবির ঘটনায় এখনও নিখোঁজ দুই যুবক ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ নদী থেকে পণ্যবোঝাই লরি তুলতে ব্যবহার করা হচ্ছে ক্রেন ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিখোঁজ দুই ব্যক্তি লরি থেকে বেরোতে পারেননি ৷

মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানা যায়, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10 টি লরি নিয়ে এপারে এসেছিল ভেসেলটি ৷ প্রতিটি লরিতে পাথর বোঝাই করা ছিল ৷ মানিকচক ঘাটের জেটিতে লাগার সময় ভেসেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ সেই সময় লঞ্চের ইঞ্জিনও বিকল হয়ে যায় ৷ তখনই ভেসেল ডুবতে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই ভেসেলটি জলে ডুবে যায় ৷ যাত্রীদের বেশিরভাগই ততক্ষণে নদীতে ঝাঁপ দিয়েছিল ৷ তাদের অনেকে সাঁতরে পাড়ে উঠে যায় ৷ তবে কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি ৷ পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা 9 জনকে উদ্ধার করে ৷ এখনও নিখোঁজ 2 জন ৷ যদিও এপ্রসঙ্গে এখনও পর্যন্ত প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ আসেন জেলা পরিষদের সভাপতি, জেলাশাসক, পুলিশ সুপারও ৷ গভীর রাত পর্যন্ত চলতে থাকে তল্লাশি ৷ আজ ভোর থেকে ফের তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ ঘটনাস্থানে নামানো হয়েছে দুটি ক্রেন ৷ ক্রেনের সাহায্যে তলিয়ে যাওয়া লরি উদ্ধারের চেষ্টা চলছে ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত মইনুর শেখ ও মান্তু শেখ নামে দুই যুবক নিখোঁজ রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷

মালদা, 24 নভেম্বর : মানিকচকে ভেসেল ডুবির ঘটনায় এখনও নিখোঁজ দুই যুবক ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ নদী থেকে পণ্যবোঝাই লরি তুলতে ব্যবহার করা হচ্ছে ক্রেন ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিখোঁজ দুই ব্যক্তি লরি থেকে বেরোতে পারেননি ৷

মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে জানা যায়, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10 টি লরি নিয়ে এপারে এসেছিল ভেসেলটি ৷ প্রতিটি লরিতে পাথর বোঝাই করা ছিল ৷ মানিকচক ঘাটের জেটিতে লাগার সময় ভেসেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ সেই সময় লঞ্চের ইঞ্জিনও বিকল হয়ে যায় ৷ তখনই ভেসেল ডুবতে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই ভেসেলটি জলে ডুবে যায় ৷ যাত্রীদের বেশিরভাগই ততক্ষণে নদীতে ঝাঁপ দিয়েছিল ৷ তাদের অনেকে সাঁতরে পাড়ে উঠে যায় ৷ তবে কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি ৷ পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা 9 জনকে উদ্ধার করে ৷ এখনও নিখোঁজ 2 জন ৷ যদিও এপ্রসঙ্গে এখনও পর্যন্ত প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ আসেন জেলা পরিষদের সভাপতি, জেলাশাসক, পুলিশ সুপারও ৷ গভীর রাত পর্যন্ত চলতে থাকে তল্লাশি ৷ আজ ভোর থেকে ফের তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷ ঘটনাস্থানে নামানো হয়েছে দুটি ক্রেন ৷ ক্রেনের সাহায্যে তলিয়ে যাওয়া লরি উদ্ধারের চেষ্টা চলছে ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত মইনুর শেখ ও মান্তু শেখ নামে দুই যুবক নিখোঁজ রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.