কালিয়াচক, ৬ অগস্ট: মাত্র এক হাত জমির দখল নিয়ে দুই জ্ঞাতির বিবাদ দীর্ঘদিনের। তারই জেরে দুই তুতো ভাইকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে জ্ঞাতি পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার বিকেলে কালিয়াচক ৩ নং ব্লকের বীরনগর ২ নং গ্রাম পঞ্চায়েতের কানাইনগর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই গ্রামটি কালিয়াচক থানার মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
মৃত দুই ভাইয়ের নাম বিধান ঘোষ (৩২) ও সুদাম ঘোষ (২৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকাতো ভাই নিখিল ঘোষের সঙ্গে এক হাত আলের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ঘোষ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও দুই পরিবারের মধ্যে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ, আজ বিকেলে বিধান-সুদামের বাবা গয়ানাথ ঘোষ ওই বিতর্কিত জায়গায় মোষ বাঁধতে যান। তাঁকে বাধা দেয় তাঁরই ভাইপো নিখিল ঘোষ আর তার ছেলে বিক্রম ঘোষ। এনিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় চলে আসে গয়ানাথবাবুর আরেক ভাইপো সুবল ঘোষও। সে’ও ঝামেলায় জড়িয়ে পড়ে। বাবাকে মোষ বাঁধতে দেওয়া হয়নি শুনে সেখানে চলে আসেন বিধান-সুদাম। তারা বিপক্ষের তিনজনকে তাড়া করে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। সেখানে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ ৷
স্থানীয়রা জানাচ্ছেন, তখনই নিখিল, সুবল আর বিক্রিম ধারালো হাঁসুয়া দিয়ে বিধান ও সুবলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে দুই ভাই নিজেদের বাড়ির দিকে দৌড়োতে শুরু করে। কিন্তু রাস্তাতেও তাঁদের কোপানো হয়। রাস্তাতেই দুই ভাইয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়।
বিধান ও সুদামবাবুর ভাগ্নে অমিত ঘোষ বলেন, “জায়গা নিয়ে ঝামেলা। মামা নিজের জায়গায় গোয়াল ঘর নির্মাণ করতে চাইছে। কিন্তু ওরা নির্মাণ করতে দেবে না। এর আগেও এনিয়ে ঝামেলা হয়েছিল। সেই সময়ও মামাদের মারধর করা হয়েছিল। আজও সেই নিয়ে আবার ঝামেলা শুরু হয়। সেই সময় ধারালো হাঁসুয়া দিয়ে কোপ মেরে খুন করে নিখিল, সুবল ও বিক্রম। ঘটনাস্থলেই দুই মামার মৃত্যু হয়।”
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “রাজনগর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে সামান্য জায়গা নিয়ে ঝামেলা ছিল। আজ দুপুরে সেই ঝামেলা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে ঝামেলা হয়। পরে সেই ঝামেলা হাতাহাতিতে গড়ায়। সেই সময় তিনজন মিলে অন্য পক্ষের দু‘জনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”