ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল গ্রামীণ পুলিশের গাড়ি, মালদায় মৃত দুই - চাঁচল

Village Police Car Killed Two: ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় শনিবার রাতে মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে দুজনের মৃত্য হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ৷

ETV Bharat
ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় মৃত 2
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 11:06 PM IST

মালদা, 25 নভেম্বর: গ্রামীণ পুলিশের গাড়ির ধাক্কায় মালদায় মৃত্যু হল এক মহিলা-সহ দুই ব্যক্তির। ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু । আহত হয়েছেন এক গ্রামীণ পুলিশও । শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে । মৃত দু’জনের নাম শেখ মহম্মদ (60) ও দানেশা বিবি (52)। জানা গিয়েছে মৃত দু'জনেরই বাড়ি শীতলপুরে গ্রামেই ৷

এই ঘটনার পর সকলকে উদ্ধার করে স্থানীয়রাই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন । আহতরা বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত বাসিন্দারা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সন্ধের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শেখ মহম্মদ। সেই সময় স্থানীয় ভিলেজ পুলিশ রফিকুল আলম গাড়ি নিয়ে যাচ্ছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে শেখ মহম্মদকে ধাক্কা মারে । পরে গাড়িটি পাশের বাড়ির বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায় । সেই সময় বাড়িতে ছিলেন দানেশা বিবি । তাকেও ধাক্কা মারে গাড়িটি ৷

স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান আলি বলেন,“আমার বাড়ির পাশে গ্রামী‘ পুলিশ গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে । গাড়ি নিয়ে ওই ভিলেজ পুলিশ বাড়িতে ঢুকে যায় । দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও দুই বাচ্চা। আমরা তাঁদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করি।”

আরেক স্থানীয় বাসিন্দা রহিম শেখ জানান, গ্রামে একটি গণ্ডগোল হয়েছিল। তা নিয়ে গ্রামীণ পুলিশ নোটিশ দিতে গিয়েছিল। ওই ভিলেজ পুলিশ নিজে গাড়ি চালাত না। আজ ড্রাইভারের থেকে জোর করে চাবি নিয়ে গাড়ি নিয়ে নোটিশ দিতে যায় সেখানে। মসজিদ সংলগ্ন এলাকায় গাড়ি থামাতে না পেরে বাড়ির মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয় সে।

আরও পড়ুন:

  1. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন প্রেমিকের, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা নাবালিকার
  2. সোশাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করেছে স্বামী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
  3. ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়

মালদা, 25 নভেম্বর: গ্রামীণ পুলিশের গাড়ির ধাক্কায় মালদায় মৃত্যু হল এক মহিলা-সহ দুই ব্যক্তির। ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু । আহত হয়েছেন এক গ্রামীণ পুলিশও । শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে । মৃত দু’জনের নাম শেখ মহম্মদ (60) ও দানেশা বিবি (52)। জানা গিয়েছে মৃত দু'জনেরই বাড়ি শীতলপুরে গ্রামেই ৷

এই ঘটনার পর সকলকে উদ্ধার করে স্থানীয়রাই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন । আহতরা বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত বাসিন্দারা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সন্ধের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শেখ মহম্মদ। সেই সময় স্থানীয় ভিলেজ পুলিশ রফিকুল আলম গাড়ি নিয়ে যাচ্ছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে শেখ মহম্মদকে ধাক্কা মারে । পরে গাড়িটি পাশের বাড়ির বেড়া ভেঙে ভিতরে ঢুকে যায় । সেই সময় বাড়িতে ছিলেন দানেশা বিবি । তাকেও ধাক্কা মারে গাড়িটি ৷

স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান আলি বলেন,“আমার বাড়ির পাশে গ্রামী‘ পুলিশ গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে । গাড়ি নিয়ে ওই ভিলেজ পুলিশ বাড়িতে ঢুকে যায় । দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও দুই বাচ্চা। আমরা তাঁদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করি।”

আরেক স্থানীয় বাসিন্দা রহিম শেখ জানান, গ্রামে একটি গণ্ডগোল হয়েছিল। তা নিয়ে গ্রামীণ পুলিশ নোটিশ দিতে গিয়েছিল। ওই ভিলেজ পুলিশ নিজে গাড়ি চালাত না। আজ ড্রাইভারের থেকে জোর করে চাবি নিয়ে গাড়ি নিয়ে নোটিশ দিতে যায় সেখানে। মসজিদ সংলগ্ন এলাকায় গাড়ি থামাতে না পেরে বাড়ির মধ্যে গাড়ি ঢুকিয়ে দেয় সে।

আরও পড়ুন:

  1. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন প্রেমিকের, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা নাবালিকার
  2. সোশাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করেছে স্বামী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর
  3. ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.