ETV Bharat / state

স্বাগত জানাতে তৃণমূল নেতা-কর্মীদের জমায়েত, অস্বস্তিতে মৌসম - কোরোনাভাইরাস খবর

কোরোনা সতর্কতার বার্তা এক লহমায় উড়িয়ে দিয়েছে তৃণমূল দলীয় কর্মী-সমর্থক ৷ আজ সকালে তৃণমূলনেত্রী মৌসম নুরকে স্বাগত জানাতে মালদা স্টেশনে দলীয় নেতা-কর্মীদের ভিড় ৷

Trinamool leaders gather to welcome Mausam Noor
হবু সাংসদ মৌসম নূরকে স্বাগত জানাতে তৃণমূল নেতা-কর্মীদের জমায়েত
author img

By

Published : Mar 20, 2020, 2:39 PM IST

মালদা, ২০ মার্চ : কোরোনা মোকাবিলায় রাজ্যের কোথাও বড় জমায়েত যাতে না হয়, তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নেত্রী হিসাবে সেই বার্তা দিয়েছেন দলীয় নেতা-কর্মীদেরও৷ কিন্তু আজ সকালে মালদা স্টেশনে তৃণমূলনেত্রীর সেই বার্তার বিপরীত ছবিই ধরা পড়ল ৷ রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়নের পর আজ মালদা পৌঁছন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর ৷ তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে দলীয় নেতা-কর্মীদের ভিড়, কোরোনা সতর্কতার বার্তা এক লহমায় উড়িয়ে দিয়েছে ৷ এ নিয়ে অস্বস্তিতে খোদ মৌসমও ৷

এর আগে দু’বার লোকসভার সাংসদ ছিলেন মৌসম নুর ৷ কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে পা রাখতেই নির্বাচনে তাঁকে হারতে হয়েছে ৷ এহেন মৌসমকে দলে আসার পুরস্কার হিসাবে এবার রাজ্যসভায় দলীয় টিকিট দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী মৌসমের দিল্লি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ মনোনয়ন পর্ব শেষ করে আজ সকালেই মালদায় ফেরেন মৌসম ৷ তাঁকে স্বাগত জানাতে সকালে মালদা স্টেশনে হাজির ছিলেন অনেক দলীয় কর্মী-সমর্থক ৷ কোরোনা আতঙ্কের মধ্যে তাদের কয়েকজনের মুখে মাস্ক দেখা গিয়েছে ৷ স্টেশনের বাইরে পা রাখতেই মৌসমকে নিয়ে শুরু হয় হুড়োহুড়ি ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে মৌসম বলেন, “আমার মালদা ফেরা নিয়ে যাতে কোথাও কোনও জমায়েত না হয় তার জন্য অনেক নিষেধ করেছি ৷ গতকাল রাতে ভিডিয়ো রেকর্ডিং করেও সেই আবেদন জানিয়েছি ৷ তাও আজ সকালে সবাই এসেছেন ৷ আসলে এই ঘটনা আমাদের দলের জন্য বিশাল গর্বের বিষয় ৷ তাই দলের নেতা-কর্মীরা কোরোনার আতঙ্কের মধ্যেও নিজেদেরকে আটকাতে পারেননি ৷ এই ভোরেও তাঁরা প্রায় সবাই স্টেশনে হাজির রয়েছেন ৷ আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ৷ এর জন্য আমি নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ তিনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন ৷ মালদা জেলা থেকে এই প্রথম কেউ রাজ্যসভার সাংসদ হচ্ছেন ৷ এটা আমাদের সবারই গর্বের বিষয় ৷ তবে এই মুহূর্তে কোরোনার একটা আতঙ্ক কাজ করছে ৷ কিছুদিন আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে ৷ নেত্রী যে বার্তা বারবার করে দিচ্ছেন, তা সবাইকে মেনে চলতে হবে ৷ কোনও জমায়েত করা যাবে না ৷ যতটা সম্ভব, সবাইকে নিজের নিজের বাড়িতে থাকতে হবে ৷ এভাবেই নিজেকে ও পরিবারের সবাইকে ভালো রাখা যাবে ৷ কয়েকটি দিনেরই বিষয় ৷ তারপর সব ঠিক হয়ে যাবে বলে আশা করছি ৷”

হবু সাংসদ মৌসম নূরকে স্বাগত জানাতে তৃণমূল নেতা-কর্মীদের জমায়েত

মালদা, ২০ মার্চ : কোরোনা মোকাবিলায় রাজ্যের কোথাও বড় জমায়েত যাতে না হয়, তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নেত্রী হিসাবে সেই বার্তা দিয়েছেন দলীয় নেতা-কর্মীদেরও৷ কিন্তু আজ সকালে মালদা স্টেশনে তৃণমূলনেত্রীর সেই বার্তার বিপরীত ছবিই ধরা পড়ল ৷ রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়নের পর আজ মালদা পৌঁছন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর ৷ তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে দলীয় নেতা-কর্মীদের ভিড়, কোরোনা সতর্কতার বার্তা এক লহমায় উড়িয়ে দিয়েছে ৷ এ নিয়ে অস্বস্তিতে খোদ মৌসমও ৷

এর আগে দু’বার লোকসভার সাংসদ ছিলেন মৌসম নুর ৷ কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে পা রাখতেই নির্বাচনে তাঁকে হারতে হয়েছে ৷ এহেন মৌসমকে দলে আসার পুরস্কার হিসাবে এবার রাজ্যসভায় দলীয় টিকিট দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী মৌসমের দিল্লি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ মনোনয়ন পর্ব শেষ করে আজ সকালেই মালদায় ফেরেন মৌসম ৷ তাঁকে স্বাগত জানাতে সকালে মালদা স্টেশনে হাজির ছিলেন অনেক দলীয় কর্মী-সমর্থক ৷ কোরোনা আতঙ্কের মধ্যে তাদের কয়েকজনের মুখে মাস্ক দেখা গিয়েছে ৷ স্টেশনের বাইরে পা রাখতেই মৌসমকে নিয়ে শুরু হয় হুড়োহুড়ি ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে মৌসম বলেন, “আমার মালদা ফেরা নিয়ে যাতে কোথাও কোনও জমায়েত না হয় তার জন্য অনেক নিষেধ করেছি ৷ গতকাল রাতে ভিডিয়ো রেকর্ডিং করেও সেই আবেদন জানিয়েছি ৷ তাও আজ সকালে সবাই এসেছেন ৷ আসলে এই ঘটনা আমাদের দলের জন্য বিশাল গর্বের বিষয় ৷ তাই দলের নেতা-কর্মীরা কোরোনার আতঙ্কের মধ্যেও নিজেদেরকে আটকাতে পারেননি ৷ এই ভোরেও তাঁরা প্রায় সবাই স্টেশনে হাজির রয়েছেন ৷ আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ৷ এর জন্য আমি নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ তিনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন ৷ মালদা জেলা থেকে এই প্রথম কেউ রাজ্যসভার সাংসদ হচ্ছেন ৷ এটা আমাদের সবারই গর্বের বিষয় ৷ তবে এই মুহূর্তে কোরোনার একটা আতঙ্ক কাজ করছে ৷ কিছুদিন আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে ৷ নেত্রী যে বার্তা বারবার করে দিচ্ছেন, তা সবাইকে মেনে চলতে হবে ৷ কোনও জমায়েত করা যাবে না ৷ যতটা সম্ভব, সবাইকে নিজের নিজের বাড়িতে থাকতে হবে ৷ এভাবেই নিজেকে ও পরিবারের সবাইকে ভালো রাখা যাবে ৷ কয়েকটি দিনেরই বিষয় ৷ তারপর সব ঠিক হয়ে যাবে বলে আশা করছি ৷”

হবু সাংসদ মৌসম নূরকে স্বাগত জানাতে তৃণমূল নেতা-কর্মীদের জমায়েত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.