মালদা, 6 ডিসেম্বর: চাতরা ও মুরারই স্টেশনের মধ্যে তৃতীয় রেল লাইনের কাজ শুরু হতে চলেছে ৷ এর জন্য আগামী 10 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল, রুট বদল, যাত্রাপথ সংকোচন ও সময়সূচি পরিবর্তন করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পূর্ব রেলের তরফে এই দিনের জন্য বাতিল করা হয়েছে ৷
বাতিল ট্রেনের তালিকা:
13011-13012 হাওড়া-মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
13031-13032 হাওড়া-জয়নগর-হাওড়া এক্সপ্রেস
13027-13028 হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
12023-12024 হাওড়া-গয়া-হাওড়া এক্সপ্রেস
13149-13150 শিয়ালদা-আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস
এই কাজের জন্য যে ট্রেনগুলির রুট ও সময়সূচি পরিবর্তিত হয়েছে সেগুলি হল :
13053-13054 হাওড়া-রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস
12345-12346 হাওড়া-গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
13175-13176 শিয়ালদা-শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
13173-13174 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
13153-13154 শিয়ালদা-মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস
13147-13148 শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
12343-12344 শিয়ালদা-হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল
12363-12364 কলকাতা-হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস
13161-13162 কলকাতা-বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
13159-13160 কলকাতা-যোগবাণী-কলকাতা এক্সপ্রেস
12377-12378 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস
13181-13182 কলকাতা-শিলঘাট-কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস
12509-12510 বেঙ্গালুরু-গুয়াহাটি-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
15227-15228 বেঙ্গালুরু-মুজফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস
12507-12508 ত্রিবান্দ্রম-শিলচর-ত্রিবান্দ্রম এক্সপ্রেস
22503-22504 বিবেক এক্সপ্রেস
12513-12514 সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
12515-12516 কোয়েম্বাটুর-শিলচর-কোয়েম্বাটুর এক্সপ্রেস
22501-22502 বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস
22511-22512 লোকমান্য তিলক-কামাখ্যা-লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস
এছাড়াও বেশ কিছু স্পেশাল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনও বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ কিছু ট্রেন 22 ডিসেম্বরও বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত রেলের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি ৷ একটানা এত দিন একাধিক ট্রেন বাতিল এবং রুট পরিবর্তিত হওয়ায় অসংখ্য মানুষ সমস্যায় পড়তে চলেছেন বলে মনে করছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ৷ তাঁর মতে, "রেলের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন চিকিৎসার জন্য আগে থেকে টিকিট করে রাখা রোগীরা ৷ নিত্যযাত্রীরাও সমস্যায় পড়বেন ৷ বণিকসভার তরফে আমরা প্রত্যেক যাত্রীকে আগে থেকেই তাঁর নির্দিষ্ট ট্রেনের পরিবর্তন জেনে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি ৷"
আরও পড়ুন: