ETV Bharat / state

নতুন ব্লক কমিটি গঠনের বিরোধিতা, মৌসমের বাসভবনের সামনে বিক্ষোভ - তৃণমূল কংগ্রেস

কালিয়াচকে নতুন ব্লক কমিটি গঠন নিয়ে মৌসম নুরের বাসভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের ৷

বিক্ষোভের ছবি
author img

By

Published : Aug 10, 2019, 9:36 PM IST

মালদা , 10 অগাস্ট : তৃণমূলের মালদা জেলা সভানেত্রী মৌসম নুরের বাসভবনে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের ৷ ঘটনাটি কালিয়াচক 2 ব্লকের ৷ আজ দুপুরে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তাঁরা ৷

কয়েকদিন আগে কালিয়াচক 2 ব্লকের একটি কমিটি গঠিত হয়েছে ৷ সেই কমিটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক ৷ দলীয় কর্মীদের একাংশের অভিযোগ , সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক সাবিনা ইয়াসমিন নিজের পুরোনো দলের কর্মীদের নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করেছেন । অন্যদিকে, দলের অপর অংশ এই কমিটি মানতে নারাজ, কারণ তাদের অভিযোগ যে প্রচুর টাকা ব্যয়ে গঠিত হয়েছে কমিটি ৷

আরও পড়ুন : এবার শোভনকে ফোন বিধানসভার অধ্যক্ষের

তাই নতুন করে আবারও ব্লক কমিটি গঠন করার আর্জি জানিয়ে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । যদিও সেই সময় বাড়িতে ছিলেন না মৌসম ৷ হবিবপুরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি ৷ তবে বিক্ষোভের খবর পেয়ে অনুষ্ঠান থেকে সোজা বাড়ি ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন ৷ এরপরই অবস্থান বিক্ষোভ তুলে নেন দলীয় নেতা-কর্মীরা ৷ তবে এই বিষয়ে তৃণমূল জেলা সভানেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিক্ষোভরত এক তৃণমূল কর্মী বলেন, 42 বছরের কংগ্রেসের দূর্গ ভেঙে তৃণমূলের সৈনিকরা কালিয়াচক 2 ব্লকে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছে । যারা এই লড়াই করে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ কংগ্রেসের দখল থেকে ছিনিয়ে নিয়ে এসেছে এখন তাদেরই বঞ্চিত করা হচ্ছে ।

মালদা , 10 অগাস্ট : তৃণমূলের মালদা জেলা সভানেত্রী মৌসম নুরের বাসভবনে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের ৷ ঘটনাটি কালিয়াচক 2 ব্লকের ৷ আজ দুপুরে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তাঁরা ৷

কয়েকদিন আগে কালিয়াচক 2 ব্লকের একটি কমিটি গঠিত হয়েছে ৷ সেই কমিটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক ৷ দলীয় কর্মীদের একাংশের অভিযোগ , সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক সাবিনা ইয়াসমিন নিজের পুরোনো দলের কর্মীদের নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করেছেন । অন্যদিকে, দলের অপর অংশ এই কমিটি মানতে নারাজ, কারণ তাদের অভিযোগ যে প্রচুর টাকা ব্যয়ে গঠিত হয়েছে কমিটি ৷

আরও পড়ুন : এবার শোভনকে ফোন বিধানসভার অধ্যক্ষের

তাই নতুন করে আবারও ব্লক কমিটি গঠন করার আর্জি জানিয়ে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । যদিও সেই সময় বাড়িতে ছিলেন না মৌসম ৷ হবিবপুরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি ৷ তবে বিক্ষোভের খবর পেয়ে অনুষ্ঠান থেকে সোজা বাড়ি ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন ৷ এরপরই অবস্থান বিক্ষোভ তুলে নেন দলীয় নেতা-কর্মীরা ৷ তবে এই বিষয়ে তৃণমূল জেলা সভানেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিক্ষোভরত এক তৃণমূল কর্মী বলেন, 42 বছরের কংগ্রেসের দূর্গ ভেঙে তৃণমূলের সৈনিকরা কালিয়াচক 2 ব্লকে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছে । যারা এই লড়াই করে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ কংগ্রেসের দখল থেকে ছিনিয়ে নিয়ে এসেছে এখন তাদেরই বঞ্চিত করা হচ্ছে ।

Intro:মালদা, ১০ অগাস্ট: দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ ফেটে পড়ল তৃণমূলের জেলা সভানেত্রীর বাসভবনে। শনিবার দুপুরে কালিয়াচক ২ ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে জেলা সভানেন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। সরকারি অনুষ্ঠান থেকে ফিরে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার পর অবস্থান বিক্ষোভ তুলে নেন দলীয় কর্মীরা। গোটা বিষয়ে তৃণমূল জেলা সভানেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। Body:উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচক ২ ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি নিয়ে দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক সাবিনা ইয়াসমিন নিজের পুরোনো দলের কর্মীদের নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করেছে। দলের অন্য এক অংশের দাবি, প্রচুর টাকা লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা এই কমিটি মানতে নারাজ। নতুন করে ব্লক কমিটি গড়ার আর্জি নিয়ে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও সেই সময় হবিবপুরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মৌসম। বিক্ষোভের খবর পেয়ে অনুষ্ঠান থেকে সোজা বাড়ি ফিরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন মৌসম। তবে এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি।Conclusion:বিক্ষোভরত এক তৃণমূল কর্মী জানান, ৪২ বছরের কংগ্রেসের দুর্গকে ভেঙে তৃণমূলের সৈনিকরা অক্লান্ত পরিশ্রম করে কালিয়াচক ২ ব্লকে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছে। যাঁরা লড়াই করে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ কংগ্রেসের দখল থেকে ছিনিয়ে নিয়ে এসেছে তাদের বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি কালিয়াচক ২ ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছে তারা এখনও কংগ্রেসের মেম্বার। আমাদের দাবি অবিলম্বে এই কমিটিকে ভেঙে দেওয়া হোক। সেই দাবিতে আজ আমরা জেলা সভানেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছি। কমিটি পরিবর্তন না হলে আমাদের বিক্ষোভ চলবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.