ETV Bharat / state

TMC Meeting During Exam: পরীক্ষার সময় মালদা কলেজ মাঠে মাইক বাজিয়ে তৃণমূলের সভা ঘিরে শোরগোল - বিএসএফের পরীক্ষা

ক্লাসরুমে চলছে বিএসএফ-এ নিয়োগের পরীক্ষা (TMC Meeting During Exam), আর মালদা কলেজের মাঠে মাইক বাজিয়ে সেই সময়ই চলল তৃণমূলের জনসভা (BSF recruitment exam)। ক্ষুব্ধ অভিভাবকরা ৷ শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির ।

tmc-public-meeting-in-malda-college-field-during-bsf-recruitment-exam
author img

By

Published : Dec 4, 2022, 7:49 PM IST

মালদা, 4 ডিসেম্বর: এক দিকে চলছে বিএসএফের ট্রেডম্যানের নিয়োগের পরীক্ষা (TMC Meeting During Exam)। ঠিক সেই সময়ই কলেজের মাঠে আয়োজিত হচ্ছে জেলা তৃণমূলের জনসভা । পরীক্ষা চলাকালীন কলেজের মাঠে মাইক ব্যবহার করে জনসভা করায় ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা । এই ঘটনায় শাসকদলের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও দায়ী করেছে বিজেপি । যদিও সমস্ত দিক বিচার করেই মাইক ব্যবহার করা হয়েছে বলে সাফাই ঘাসফুল শিবিরের (BSF recruitment exam)।

আজ দুপুরে জেলা তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও রাজ্য সরকারের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগে মিছিল ও জনসভার আয়োজন করা হয় । মালদা কলেজ ময়দানে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, জেলার দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমূল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি-সহ অন্যান্যরা । অন্যদিকে, এ দিন মালদা কলেজে বিএসএফের ট্রেডম্যানের পরীক্ষা ছিল । পরীক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহার করে জনসভা করায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের ।

পরীক্ষার্থীর আত্মীয় সুদীপ দাস, মহম্মদ সাফি বলেন, “আজ বিএসএফের ট্রেডম্যানের পরীক্ষা রয়েছে । সিট পড়েছে মালদা কলেজে । মাইকের আওয়াজে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে । আজ পরীক্ষার দিনে জনসভা না করলেও হত । আগামিকাল এই সভা করা যেত । যদি আজকের দিনেই সভা করতে হয়, তবে অন্ততপক্ষে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া উচিত ছিল ।”

আরও পড়ুন: মালদা মেডিক্যালে হবে হৃদরোগের চিকিৎসা, 5 কোটি বরাদ্দের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এ নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, “এই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষ ও কলেজের অধ্যক্ষ পুরোপুরিভাবে দায়ী । প্রথমত, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সভা করা উচিত নয় । যদি কোনও রাজনৈতিক দল সভা করে, তবে তারা কলেজ কর্তৃপক্ষের থেকে অনুমতি নেয় । তবে কলেজ কর্তৃপক্ষ কীভাবে পরীক্ষার দিনে কলেজের ময়দানে জনসভা করার অনুমতি দেয় ? কলেজ, প্রশাসন, পুলিশ সমস্ত দফতরকে শাসকদল নিজেদের কাজে ব্যবহার করছে । এটাও তারই একটা উদাহরণ । এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা । এর থেকে প্রমাণিত হচ্ছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন ।”

জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি জানান, “আমরা যখন সভা শুরু করি তখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল । আজ আমাদের মিছিলটা প্রধান ছিল । এখানে জনসভা সেই অর্থে ছিল না । আমরা কলেজের প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলেই মাইক বাজিয়েছি । তাছাড়া যে সমস্ত মাইক ব্যবহার করা হয়েছে তা কলেজের বিপরীত অভিমুখে ছিল । আমরা সব সময় পরীক্ষার্থীদের পাশে রয়েছি ।”

মালদা, 4 ডিসেম্বর: এক দিকে চলছে বিএসএফের ট্রেডম্যানের নিয়োগের পরীক্ষা (TMC Meeting During Exam)। ঠিক সেই সময়ই কলেজের মাঠে আয়োজিত হচ্ছে জেলা তৃণমূলের জনসভা । পরীক্ষা চলাকালীন কলেজের মাঠে মাইক ব্যবহার করে জনসভা করায় ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা । এই ঘটনায় শাসকদলের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও দায়ী করেছে বিজেপি । যদিও সমস্ত দিক বিচার করেই মাইক ব্যবহার করা হয়েছে বলে সাফাই ঘাসফুল শিবিরের (BSF recruitment exam)।

আজ দুপুরে জেলা তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও রাজ্য সরকারের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগে মিছিল ও জনসভার আয়োজন করা হয় । মালদা কলেজ ময়দানে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, জেলার দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমূল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি-সহ অন্যান্যরা । অন্যদিকে, এ দিন মালদা কলেজে বিএসএফের ট্রেডম্যানের পরীক্ষা ছিল । পরীক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহার করে জনসভা করায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের ।

পরীক্ষার্থীর আত্মীয় সুদীপ দাস, মহম্মদ সাফি বলেন, “আজ বিএসএফের ট্রেডম্যানের পরীক্ষা রয়েছে । সিট পড়েছে মালদা কলেজে । মাইকের আওয়াজে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে । আজ পরীক্ষার দিনে জনসভা না করলেও হত । আগামিকাল এই সভা করা যেত । যদি আজকের দিনেই সভা করতে হয়, তবে অন্ততপক্ষে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া উচিত ছিল ।”

আরও পড়ুন: মালদা মেডিক্যালে হবে হৃদরোগের চিকিৎসা, 5 কোটি বরাদ্দের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এ নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, “এই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষ ও কলেজের অধ্যক্ষ পুরোপুরিভাবে দায়ী । প্রথমত, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সভা করা উচিত নয় । যদি কোনও রাজনৈতিক দল সভা করে, তবে তারা কলেজ কর্তৃপক্ষের থেকে অনুমতি নেয় । তবে কলেজ কর্তৃপক্ষ কীভাবে পরীক্ষার দিনে কলেজের ময়দানে জনসভা করার অনুমতি দেয় ? কলেজ, প্রশাসন, পুলিশ সমস্ত দফতরকে শাসকদল নিজেদের কাজে ব্যবহার করছে । এটাও তারই একটা উদাহরণ । এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা । এর থেকে প্রমাণিত হচ্ছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন ।”

জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি জানান, “আমরা যখন সভা শুরু করি তখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল । আজ আমাদের মিছিলটা প্রধান ছিল । এখানে জনসভা সেই অর্থে ছিল না । আমরা কলেজের প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলেই মাইক বাজিয়েছি । তাছাড়া যে সমস্ত মাইক ব্যবহার করা হয়েছে তা কলেজের বিপরীত অভিমুখে ছিল । আমরা সব সময় পরীক্ষার্থীদের পাশে রয়েছি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.