ETV Bharat / state

TMC Leader With Firearms: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুলি চালানোর ভিডিয়ো, হরিশচন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা

author img

By

Published : Nov 27, 2021, 11:29 AM IST

হরিশচন্দ্রপুরে তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল (TMC Leader With Firearms) ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে ৷ জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা হরিশচন্দ্রপুরের মালিওর 2নং গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর (TMC Leader Arrests for Open Firing) ৷

TMC Leader Arrests for Open Firing
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুলি চালানোর ভিডিয়ো, হরিশচন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল নেতা

মালদা, 27 নভেম্বর : দীর্ঘদিনের অভিযোগ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বিহার সামীনা সংলগ্ন মালদার হরিশ্চন্দ্রপুর ৷ এ বার তেমনি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে একচি বাঁশবাগানে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন হরিশচন্দ্রপুর 2নং ব্লকের মালিওর 2নং গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর ৷ তাঁর নাম আরজাউল হক ৷ তিনিও স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত (TMC Leader With Firearms) ৷ যদিও ইটিভি ভারত সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ পুলিশ অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে (TMC Leader Arrests for Open Firing) ৷

অভিযোগ দীর্ঘদিন ধরে হরিশচন্দ্রপুর এবং তার আশেপাশের এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে সমাজবিরোধীদের কাছে (Malda Latest News) ৷ এই পরিস্থিতিতে এবার শাসকদলের নেতার আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ওই এলাকায় ৷ জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা আরজাউল হক হরিশ্চন্দ্রপুর 2নং ব্লকের মালিওর 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তোরিনা খাতুনের দেওর ৷ তাঁর বাড়ি কাতলামারি গ্রামে ৷ যেখানে দিন কয়েক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3

জানা গিয়েছে, বাম-কংগ্রেস জোটের দখলে থাকা মালিওর 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তোরিনা খাতুন ৷ কিন্তু, তিনি পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন ৷ তখন থেকেই ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷ কিন্তু, সেখানে দিনদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ ৷ আর সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে মালিওর 2নং গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ এবার সেই পঞ্চায়েতের প্রধানের দেওরকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে দেখা গিয়েছে ৷ যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷

সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ প্রশাসন ৷ হরিশচন্দ্রপুর থানার পুলিশ আরজাউল হককে গ্রেফতার করেছে ৷ এ নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, আরজাউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কোথা থেকে তিনি সেটি পেয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

মালদা, 27 নভেম্বর : দীর্ঘদিনের অভিযোগ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বিহার সামীনা সংলগ্ন মালদার হরিশ্চন্দ্রপুর ৷ এ বার তেমনি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে একচি বাঁশবাগানে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন হরিশচন্দ্রপুর 2নং ব্লকের মালিওর 2নং গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর ৷ তাঁর নাম আরজাউল হক ৷ তিনিও স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত (TMC Leader With Firearms) ৷ যদিও ইটিভি ভারত সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ পুলিশ অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে (TMC Leader Arrests for Open Firing) ৷

অভিযোগ দীর্ঘদিন ধরে হরিশচন্দ্রপুর এবং তার আশেপাশের এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে সমাজবিরোধীদের কাছে (Malda Latest News) ৷ এই পরিস্থিতিতে এবার শাসকদলের নেতার আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ওই এলাকায় ৷ জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা আরজাউল হক হরিশ্চন্দ্রপুর 2নং ব্লকের মালিওর 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তোরিনা খাতুনের দেওর ৷ তাঁর বাড়ি কাতলামারি গ্রামে ৷ যেখানে দিন কয়েক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Canning Shootout and Murder Case: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত 3

জানা গিয়েছে, বাম-কংগ্রেস জোটের দখলে থাকা মালিওর 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তোরিনা খাতুন ৷ কিন্তু, তিনি পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন ৷ তখন থেকেই ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷ কিন্তু, সেখানে দিনদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ ৷ আর সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে মালিওর 2নং গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ এবার সেই পঞ্চায়েতের প্রধানের দেওরকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালাতে দেখা গিয়েছে ৷ যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷

সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ প্রশাসন ৷ হরিশচন্দ্রপুর থানার পুলিশ আরজাউল হককে গ্রেফতার করেছে ৷ এ নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, আরজাউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কোথা থেকে তিনি সেটি পেয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.