মালদা, 16 জানুয়ারি: মিড ডে মিলের চালে মিলেছিল মরা ইঁদুর (Dead Rat in Rice Container) । ডাল থেকে উদ্ধার হয়েছিল মরা টিকটিকি । ঘটনায় স্কুলের টিআইসি-সহ সাব ইন্সপেকটর অফ স্কুলসকেও বরখাস্ত করার নির্দেশ দিল শিক্ষা দফতর ৷ শুধু তাই নয়, এই ঘটনায় চাকরি থেকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক এডুকেশন সুপারভাইজারকে ৷ গোটা ঘটনায় তোলপাড় জেলার শিক্ষা মহল (Mid Day Meal Controversy) ৷
মিড ডে মিলে মরা ইঁদুর-টিকটিকি: উল্লেখ্য, গত বুধবার চাঁচল 2 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের সাহুরগাছি বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মজুত থাকা মিড ডে মিলের চাল ও ডালের ড্রাম থেকে মরা ইঁদুর ও টিকটিকি উদ্ধার করেন ওই গ্রামের বাসিন্দারা ৷ এ নিয়ে সেদিন স্কুলে প্রবল উত্তেজনা ছড়ায় ৷ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন স্কুলের টিআইসি-সহ অন্য শিক্ষকরা ৷ সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে । তাতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন ৷
কর্তব্যে গাফিলতির অভিযোগে শাস্তি: জেলাশাসকের নির্দেশে বিডিওর নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি ৷ সেই কমিটি তদন্ত করে প্রশাসনের কাছে দ্রুত রিপোর্ট পেশ করে ৷ গাফিলতির অভিযোগে জেলাশাসকের সুপারিশে ওই স্কুলের টিআইসি উজ্জ্বলকুমার সাহা এবং খরবা 2 নম্বর সার্কেলের সাব ইন্সপেকটর অফ স্কুলস্ আবদুল হানিফকে সাসপেন্ড করে শিক্ষা দফতর ৷ একইসঙ্গে চুক্তিভিত্তিক এডুকেশন সুপাভাইজার স্বপ্না সরকারকে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে ৷
অভিভাবকদের মত অন্যান্য স্কুলগুলিও সতর্ক হবে: প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ওই স্কুলের অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা ৷ তাঁদেরই একজন আকবর আলি বলেন, "এই স্কুলে দীর্ঘদিন ধরেই মিড ডে মিলে ছেলেমেয়েদের নিম্নমানের খাবার দেওয়া হয় ৷ গত বুধবার ডাল-ডালের ড্রাম থেকে মরা ইঁদুর ও টিকটিকি পাওয়া গিয়েছিল ৷ সেই ঘটনায় টিআইসি এবং এসআইকে সাসপেন্ড করা হয়েছে ৷ এতে আমরা খুব খুশি ৷ এবার অন্য স্কুলগুলিও সতর্ক হবে ৷ ছোট ছেলেমেয়েদের জীবন নিয়ে যাতে ছিনিমিনি না খেলা হয় তা দেখার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি ৷ এখানে ভালো কোনও শিক্ষককে নিয়োগ করার দাবিও জানাচ্ছি ৷"
বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও: বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রতন দাসের অভিযোগ, "মিড ডে মিল নিয়ে এখন ব্যাপক কেলেঙ্কারি চলছে ৷ বাচ্চাদের খাবার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে ৷ অনেক রাঘববোয়াল এই দুর্নীতিতে জড়িত ৷ এর তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল মালদায় আসছে ৷ তার আগে এই দুর্নীতিতে জড়িত রাঘববোয়ালদের আড়াল করতেই ওই স্কুলের টিআইসি, এসআই-সহ সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে ৷ তবে মিড ডে মিলে গাফিলতিতে জড়িতদের শাস্তি হওয়াই উচিত ৷"
যদিও জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বক্তব্য, "এখানে রাঘববোয়ালদের ঢুকে থাকার কোনও প্রশ্ন নেই ৷ ঘটনাটি জানার পরেই জেলা প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নিয়েছে ৷ 24 ঘণ্টার মধ্যে তদন্ত হয়েছে ৷ সেই তদন্ত রিপোর্ট জমা পড়ার পর জেলাশাসক সঙ্গে সঙ্গে মিড ডে মিলের সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে বৈঠক করেছেন ৷ তারপর তিনি রাজ্যে রিপোর্ট পাঠিয়েছেন ৷ সেই রিপোর্টের ভিত্তিতে গতকাল ওই স্কুলের টিআইসি, এসআই এবং এডুকেশন সুপারভাইজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ ওই স্কুলে মিড ডে মিলের খাবারে যা পাওয়া গিয়েছে, তা কখনই কাম্য নয় ৷ সেটা বরদাস্তও করা যায় না ৷ এক্ষেত্রে দোষীদের কঠোর শাস্তি হওয়াই প্রয়োজন ৷ বাচ্চাদের কোনও ক্ষতি কখনও বরদাস্ত করা যায় না ৷"
আরও পড়ুন: মিড ডে মিলের চালে মরা ইঁদুর, ডালে টিকটিকি; ধুন্ধুমার চাঁচলে