ETV Bharat / state

খাদ্যে বিষক্রিয়া, কালিয়াচক 2 ব্লকে আক্রান্ত শতাধিক - Malda food poison

কালিয়াচকের 2নং ব্লকে মেলায় খাবার খেয়ে আক্রান্ত প্রায় শতাধিক ৷ অসুস্থদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ৷

p
ছবি
author img

By

Published : Feb 25, 2020, 10:30 PM IST

মালদা, 25 ফেব্রুয়ারি : মেলার খাবার খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী । প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন প্রায় 50 জন । ঘটনার জেরে আতঙ্কিত কালিয়াচকের 2নং ব্লকের শ্রীপুর এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে । পানীয় জলের থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, কালিয়াচক 2 ব্লকের BMOH-র ।

কালিয়াচক 2 নং ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে গত সাতদিন ধরে কীর্তনের আসর বসেছে । কীর্তনের পাশাপাশি চলছে মেলাও । শ্রীপুরের পাশাপাশি জামাইপাড়া, আদর্শ পাড়া সহ অন্যান্য এলাকা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন সেখানে । রবিবার মেলা থেকে অনেকেই অনেকরকম খাবার কিনে খান । সোমবার সকাল থেকে অনেকেই পেটের অসুখ নিয়ে ভুগতে শুরু করে । বমির পাশাপাশি জ্বরেও আক্রান্ত হন অনেকে । বিষয়টি জানতে পেরে গ্রামে আসেন বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রের BMOH কৌশিক মিস্ত্রি । কয়েকজনের চিকিৎসা করার পর তিনি এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নেন । সেই ক্যাম্পে চলতে থাকে চিকিৎসা । ওই ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসার পর প্রায় 50 জনকে বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় বলে খবর।

দেখুন ভিডিয়ো

অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করতে আসা এক মহিলা রুমি মণ্ডল জানান, "সকাল থেকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে । সঙ্গে পেটে ব্যথা । গতকাল রাতে কিংবা আজ সকালে কিছু খাইনি ৷" বাঙিটোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, BMOH কৌশিক মিস্ত্রি বলেন, "শতাধিক রোগী পেটে ব্যথা, বমি, পায়খানার রোগ নিয়ে এসেছে । কী কারণে এতজনের একসঙ্গে এই রোগ দেখা দিয়েছে, তা পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লোকজন এসে নির্ধারণ করবে । আপাতত আমরা অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছি । দু'জন চিকিৎসক এখানে রয়েছেন । এখনও পর্যন্ত চারজনকে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পানীয় জল থেকে এই ইনফেকশন হতে পারে । এর আগেও একবার এই ধরণের ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। "

অসুস্থদের দেখতে ওই গ্রামে যান এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন । তিনি বলেন, " হামিদপুরের শ্রীপুর সহ তিন-চারটি গ্রামের মানুষের মধ্যে পেটের রোগ দেখা দিয়েছে । ওই গ্রামের প্রতিটি বাড়ির কেউ না কেউ অসুস্থ । প্রায় সকলেরই বমি, পায়খানা হচ্ছে। বিষয়টি জানতে পেরেই প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছি। স্থানীয় একটি স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হয়েছে । এই পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি চলছে ।"

মালদা, 25 ফেব্রুয়ারি : মেলার খাবার খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী । প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন প্রায় 50 জন । ঘটনার জেরে আতঙ্কিত কালিয়াচকের 2নং ব্লকের শ্রীপুর এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে । পানীয় জলের থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, কালিয়াচক 2 ব্লকের BMOH-র ।

কালিয়াচক 2 নং ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে গত সাতদিন ধরে কীর্তনের আসর বসেছে । কীর্তনের পাশাপাশি চলছে মেলাও । শ্রীপুরের পাশাপাশি জামাইপাড়া, আদর্শ পাড়া সহ অন্যান্য এলাকা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন সেখানে । রবিবার মেলা থেকে অনেকেই অনেকরকম খাবার কিনে খান । সোমবার সকাল থেকে অনেকেই পেটের অসুখ নিয়ে ভুগতে শুরু করে । বমির পাশাপাশি জ্বরেও আক্রান্ত হন অনেকে । বিষয়টি জানতে পেরে গ্রামে আসেন বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রের BMOH কৌশিক মিস্ত্রি । কয়েকজনের চিকিৎসা করার পর তিনি এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নেন । সেই ক্যাম্পে চলতে থাকে চিকিৎসা । ওই ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসার পর প্রায় 50 জনকে বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় বলে খবর।

দেখুন ভিডিয়ো

অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করতে আসা এক মহিলা রুমি মণ্ডল জানান, "সকাল থেকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে । সঙ্গে পেটে ব্যথা । গতকাল রাতে কিংবা আজ সকালে কিছু খাইনি ৷" বাঙিটোলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, BMOH কৌশিক মিস্ত্রি বলেন, "শতাধিক রোগী পেটে ব্যথা, বমি, পায়খানার রোগ নিয়ে এসেছে । কী কারণে এতজনের একসঙ্গে এই রোগ দেখা দিয়েছে, তা পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লোকজন এসে নির্ধারণ করবে । আপাতত আমরা অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছি । দু'জন চিকিৎসক এখানে রয়েছেন । এখনও পর্যন্ত চারজনকে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পানীয় জল থেকে এই ইনফেকশন হতে পারে । এর আগেও একবার এই ধরণের ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। "

অসুস্থদের দেখতে ওই গ্রামে যান এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন । তিনি বলেন, " হামিদপুরের শ্রীপুর সহ তিন-চারটি গ্রামের মানুষের মধ্যে পেটের রোগ দেখা দিয়েছে । ওই গ্রামের প্রতিটি বাড়ির কেউ না কেউ অসুস্থ । প্রায় সকলেরই বমি, পায়খানা হচ্ছে। বিষয়টি জানতে পেরেই প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছি। স্থানীয় একটি স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হয়েছে । এই পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.