ETV Bharat / state

Muharram 2021 : মালদায় মহরমের তাজিয়া পরিক্রমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1, আহত 8 - malda medical hospital

মালদার ইংরেজবাজারের রাস্তায় নামল মহরমের তাজিয়া ৷ এলাকা পরিক্রমার সময় হঠাৎ একটি হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সঙ্গে তাজিয়ার সংস্পর্শ হয়। তড়িদাহত হন 9 জন। এদের মধ্যে মারা যান একজন ৷ আহত 8 জন। মৃত ব্যক্তির নাম মহম্মদ হাসিন ৷

Muharram 2021
মালদায় মহরম
author img

By

Published : Aug 20, 2021, 2:36 PM IST

মালদা, 20 অগস্ট : সরকারি বিধিনিষেধের মধ্যেই রাস্তায় নামল মহরমের তাজিয়া। আর তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন একজন ৷ আহত 8 জন। আহতরা বর্তমানে মিলকি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি এলাকায়।

এদিন সকালে ইংরেজবাজারের মিলকির আটাগামা এলাকায় তাজিয়া নিয়ে মহরমের মিছিল বেরোয়। এলাকা পরিক্রমার সময় হঠাৎ একটি হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সঙ্গে তাজিয়ার সংস্পর্শ হয়। তড়িদাহত হন প্রায় 9 জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় 4 জনকে।

মালদা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আহত মহম্মদ হাসিন নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করেন। পরিবারের লোকজন হাসিনকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। পথেই মৃত্যু হয় হাসিনের।

তাজিয়া পরিক্রমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1 আহত 8

মিলকির এক বাসিন্দা আবদুল মান্নান বলেন, "বিষয়টি সঠিকভাবে জানা নেই। এই ঘটনাটি ঘটেছে আটগামা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মুখে শুনলাম, মহরমের তাজিয়া বের হয়েছিল। রাস্তায় তাজিয়ার সঙ্গে ইলেকট্রিক তারের সংস্পর্শ হয়ে তড়িদাহত হন অনেকে। এখন মালদা মেডিকেলে 4 থেকে 5 জনকে আনা হয়েছে।"

আরও পড়ুন : Parrot rcovered: পাচারের আগে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার টিয়াপাখি

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে মহরমের এই মিছিল বের করার পুলিশি অনুমতি ছিল কিনা তা নিয়ে পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

মালদা, 20 অগস্ট : সরকারি বিধিনিষেধের মধ্যেই রাস্তায় নামল মহরমের তাজিয়া। আর তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন একজন ৷ আহত 8 জন। আহতরা বর্তমানে মিলকি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি এলাকায়।

এদিন সকালে ইংরেজবাজারের মিলকির আটাগামা এলাকায় তাজিয়া নিয়ে মহরমের মিছিল বেরোয়। এলাকা পরিক্রমার সময় হঠাৎ একটি হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সঙ্গে তাজিয়ার সংস্পর্শ হয়। তড়িদাহত হন প্রায় 9 জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় 4 জনকে।

মালদা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আহত মহম্মদ হাসিন নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করেন। পরিবারের লোকজন হাসিনকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। পথেই মৃত্যু হয় হাসিনের।

তাজিয়া পরিক্রমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1 আহত 8

মিলকির এক বাসিন্দা আবদুল মান্নান বলেন, "বিষয়টি সঠিকভাবে জানা নেই। এই ঘটনাটি ঘটেছে আটগামা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মুখে শুনলাম, মহরমের তাজিয়া বের হয়েছিল। রাস্তায় তাজিয়ার সঙ্গে ইলেকট্রিক তারের সংস্পর্শ হয়ে তড়িদাহত হন অনেকে। এখন মালদা মেডিকেলে 4 থেকে 5 জনকে আনা হয়েছে।"

আরও পড়ুন : Parrot rcovered: পাচারের আগে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার টিয়াপাখি

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে মহরমের এই মিছিল বের করার পুলিশি অনুমতি ছিল কিনা তা নিয়ে পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.