ETV Bharat / state

মর্নিং ওয়াক থেকে ফেরা হল না ছাত্রের, বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে ! আহত একাধিক

Road Accident in Malda: মর্নিং ওয়াক সেরে ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের ৷ আহত আরও এক ছাত্র-সহ 2 জন ৷

ফাইল ছবি
Road Accident in Malda
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 11:37 AM IST

Updated : Dec 3, 2023, 12:22 PM IST

বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে

মালদা, 3 ডিসেম্বর: সাতসকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আলুবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের ৷ বেপরোয়া ওই লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সালেপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ৷ ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে নেমে যায় ৷ লরিটি বাজেয়াপ্ত করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ দুর্ঘটনায় লরির চালকও গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকেও মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

দুর্ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেন ৷ একটি বাস উলটে দেওয়ার চেষ্টা করেন ৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ নিহত ছাত্রের বয়স 16 বছর ৷ কালিয়াচকের উত্তর দারিয়াপুর গ্রামের মোমিনপাড়ার বাসিন্দা ৷ সে স্থানীয় উত্তর দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত ৷ আহত হয়েছে বছর 16-র আরও এক পড়ুয়া ৷ সে'ও একই মাদ্রাসায় একই ক্লাসে পড়ে ৷ তবে আহত লরিচালকের নাম এখনও জানা যায়নি ৷

এলাকার মানুষজন জানাচ্ছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও দুর্ঘটনাগ্রস্ত দুই ছাত্র মর্নিং ওয়াকে বেরিয়েছিল ৷ তাদের সঙ্গে ছিলেন আরও অনেকে ৷ মর্নিং ওয়াক শেষে বাড়ি ফেরার সময় দুরন্ত গতিতে মালদা শহরের দিকে যাওয়া একটি আলুবোঝাই লরি তাদের উপর দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মারা যায় এক ছাত্র ৷ বাকি একজন লরির ধাক্কায় ছিটকে পড়ে ৷ স্থানীয়রা দ্রুত তাদের মালদা মেডিক্যালে পাঠান ৷ আশঙ্কাজনক অবস্থায় তারা বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রউফ বলেন, "ঘটনার কিছুক্ষণ আগেই ছেলেগুলোর সঙ্গে গল্প করলাম ৷ তারপরেই দুর্ঘটনা ঘটে ৷ মর্নিং ওয়াকে উত্তর দারিয়াপুরের দুই ছাত্র ছিল ৷ তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছে ৷ আরেকজনকে মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ লরির চালকও আহত হয়েছে ৷ তাকেও মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে ৷ এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ ৷ বারবার পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ কিন্তু পুলিশ সেই ব্যবস্থা এখনও নেয়নি ৷"

আরও পড়ুন:

কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা

দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে চড়-থাপ্পড়, আটক অভিযুক্ত

বেপরোয়া লরির চাকা পিষে দিল নাবালককে

মালদা, 3 ডিসেম্বর: সাতসকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আলুবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের ৷ বেপরোয়া ওই লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সালেপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ৷ ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে নেমে যায় ৷ লরিটি বাজেয়াপ্ত করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ দুর্ঘটনায় লরির চালকও গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকেও মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

দুর্ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেন ৷ একটি বাস উলটে দেওয়ার চেষ্টা করেন ৷ শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ নিহত ছাত্রের বয়স 16 বছর ৷ কালিয়াচকের উত্তর দারিয়াপুর গ্রামের মোমিনপাড়ার বাসিন্দা ৷ সে স্থানীয় উত্তর দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত ৷ আহত হয়েছে বছর 16-র আরও এক পড়ুয়া ৷ সে'ও একই মাদ্রাসায় একই ক্লাসে পড়ে ৷ তবে আহত লরিচালকের নাম এখনও জানা যায়নি ৷

এলাকার মানুষজন জানাচ্ছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও দুর্ঘটনাগ্রস্ত দুই ছাত্র মর্নিং ওয়াকে বেরিয়েছিল ৷ তাদের সঙ্গে ছিলেন আরও অনেকে ৷ মর্নিং ওয়াক শেষে বাড়ি ফেরার সময় দুরন্ত গতিতে মালদা শহরের দিকে যাওয়া একটি আলুবোঝাই লরি তাদের উপর দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মারা যায় এক ছাত্র ৷ বাকি একজন লরির ধাক্কায় ছিটকে পড়ে ৷ স্থানীয়রা দ্রুত তাদের মালদা মেডিক্যালে পাঠান ৷ আশঙ্কাজনক অবস্থায় তারা বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রউফ বলেন, "ঘটনার কিছুক্ষণ আগেই ছেলেগুলোর সঙ্গে গল্প করলাম ৷ তারপরেই দুর্ঘটনা ঘটে ৷ মর্নিং ওয়াকে উত্তর দারিয়াপুরের দুই ছাত্র ছিল ৷ তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছে ৷ আরেকজনকে মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ লরির চালকও আহত হয়েছে ৷ তাকেও মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে ৷ এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ ৷ বারবার পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ কিন্তু পুলিশ সেই ব্যবস্থা এখনও নেয়নি ৷"

আরও পড়ুন:

কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা

দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে চড়-থাপ্পড়, আটক অভিযুক্ত

Last Updated : Dec 3, 2023, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.