মালদা, 15 জুলাই : মালদা জেলায় কোরোনা সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 94 জন ৷ সব মিলিয়ে জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা 1299 ৷ পরিস্থিতি বিবেচনা করে গতকালই রাজ্য সরকার জেলার দুই পৌর এলাকা-সহ কালিয়াচকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী 19 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে ৷
কিন্তু অদ্ভুতভাবে এখনও প্রশাসনের তরফে কোরোনার গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করা হয়নি ৷ সব মিলিয়ে গোটা জেলাতেই চরম আতঙ্ক ছড়িয়েছে ৷ গত কয়েকদিন ধরেই মালদা জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ গত পরশু জেলায় 75 জনের লালারসের নমুনায় সংক্রমণ ধরা পড়ে ৷ জেলা স্বাস্থ্য বিভাগের একটি অংশের বক্তব্য, এই জেলায় সংক্রমণের রাশ টানা কার্যত অসম্ভব ৷ এখন এমনও অনেকে সংক্রমিত হচ্ছে, লকডাউন জারির পর থেকে যারা বাড়ি থেকে একদিনের জন্যও বেরোয়নি ৷ পরিবারের অন্যদের থেকে তারা সংক্রমিত হচ্ছে ৷ ফলে কোরোনার গোষ্ঠী সংক্রমণ যে জেলায় শুরু হয়ে গিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না ৷
গত 24 ঘণ্টায় যাদের লালারসের নমুনায় সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে রয়েছে পুলিশ অফিসার, ব্যাঙ্ক কর্মী, চিকিৎসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন ৷ রতুয়া 2 ব্লকের বাহারাল এলাকায় একই পরিবারের 16 জন সদস্য সংক্রমিত হয়েছে ৷ রতুয়া 1 ও 2 ব্লকেই সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে ৷ মালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের 6 কর্মী কয়েকদিন আগে নিজেদের লালারসের নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন ৷ তার মধ্যে 5 জনের নমুনাতেই সংক্রমণ মিলেছে ৷ আজ বন্ধ করে দেওয়া হয়েছে ওই শাখা ৷ এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে দুটি বেসরকারি সংস্থার অফিসও ।