ETV Bharat / state

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত শ্রমিক, দেহ ফেলে পালাল ঠিকাদার সংস্থা - state labor

ভুবনেশ্বরে কাজ করতে গিয়ে মৃত মালদার শেখ রেজাউলের ৷ অভিযোগ তাঁর মৃতদেহ ফেলে পালায় ঠিকাদার সংস্থার কর্তারা ৷ তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ৷

শেখ রেজাউল
author img

By

Published : Jul 28, 2019, 11:25 PM IST

Updated : Jul 28, 2019, 11:41 PM IST

মালদা, 28 জুলাই: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার শেখ রেজাউলের৷ আজ বিকেলে ওই শ্রমিকের মৃতদেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়৷ ঠিকাদারি সংস্থার গাফিলতিতেই শ্রমিকের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন৷

মৃত শ্রমিকের নাম শেখ রেজাউল, বয়স 28৷ বাড়ি রতুয়া ২ ব্লকের পরাণপুর গ্রামপঞ্চায়েতের বাহারাল গ্রামে ৷ রেজাউল একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন৷ সাতমাস আগে তাঁর নিকাহ হয় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস আগে গ্রামের আরও বেশ কয়েকজনের সঙ্গে ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়েছিলেন রেজাউল৷ গতকালই তাঁর বাড়ি ফেরার ট্রেন ছিল৷ গতকাল বেলা সাড়ে 11টায় রেজাউল বাড়িতে ফোন করে জানায়, তাঁদের কাজ শেষ, তাঁরা বাড়ির পথে রওনা দেবে৷

রেজাউলের পরিবারের অভিযোগ, তাঁর ডিউটি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তাঁকে ওঠানো হয় ইলেকট্রিক পোলে ৷ সেই সময় ডিউটি মাস্টার ভুলবশত বিদ্যুৎ সংযোগ করে দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেজাউলের৷ অভিযোগ ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের লোকজন রেজাউলের গ্রামের সকলকে ঘটনাস্থান থেকে সরিয়ে নিয়ে নিজেরাও পালিয়ে যায় ৷ স্থানীয় প্রশাসন ঘটনাস্থানে এসে রেজাউলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷

রেজাউলের এক আত্মীয় চাঁদ সুলতানা পারভিন বলেন , " কাজ শেষ হওয়ার পরেও রেজাউলকে ইলেকট্রিক পোলে ওঠানো হয় ৷ কেন এমন হল জানি না ৷ "

মালদা, 28 জুলাই: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার শেখ রেজাউলের৷ আজ বিকেলে ওই শ্রমিকের মৃতদেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়৷ ঠিকাদারি সংস্থার গাফিলতিতেই শ্রমিকের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন৷

মৃত শ্রমিকের নাম শেখ রেজাউল, বয়স 28৷ বাড়ি রতুয়া ২ ব্লকের পরাণপুর গ্রামপঞ্চায়েতের বাহারাল গ্রামে ৷ রেজাউল একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন৷ সাতমাস আগে তাঁর নিকাহ হয় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস আগে গ্রামের আরও বেশ কয়েকজনের সঙ্গে ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়েছিলেন রেজাউল৷ গতকালই তাঁর বাড়ি ফেরার ট্রেন ছিল৷ গতকাল বেলা সাড়ে 11টায় রেজাউল বাড়িতে ফোন করে জানায়, তাঁদের কাজ শেষ, তাঁরা বাড়ির পথে রওনা দেবে৷

রেজাউলের পরিবারের অভিযোগ, তাঁর ডিউটি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তাঁকে ওঠানো হয় ইলেকট্রিক পোলে ৷ সেই সময় ডিউটি মাস্টার ভুলবশত বিদ্যুৎ সংযোগ করে দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেজাউলের৷ অভিযোগ ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের লোকজন রেজাউলের গ্রামের সকলকে ঘটনাস্থান থেকে সরিয়ে নিয়ে নিজেরাও পালিয়ে যায় ৷ স্থানীয় প্রশাসন ঘটনাস্থানে এসে রেজাউলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷

রেজাউলের এক আত্মীয় চাঁদ সুলতানা পারভিন বলেন , " কাজ শেষ হওয়ার পরেও রেজাউলকে ইলেকট্রিক পোলে ওঠানো হয় ৷ কেন এমন হল জানি না ৷ "

Intro:মালদা, ২৮ জুলাইঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবারও মৃত্যু হল এক শ্রমিকের৷ আজ বিকেলে ওই শ্রমিকের মৃতদেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়৷ ঠিকাদারি সংস্থার গাফিলতিতেই শ্রমিকের মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন৷Body:মৃত শ্রমিকের নাম শেখ রেজাউল (২৮)৷ বাড়ি রতুয়া ২ ব্লকের পরাণপুর গ্রামপঞ্চায়েতের বাহারালে৷ রেজাউল একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন৷ রেজাউলের আব্বা শেখ বুদ্ধু মারা গিয়েছেন ৯ মাস আগে৷ আব্বার মৃত্যুর ২ মাস পরে নিকাহ করেন রেজাউল৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস আগে ওডিশার ভুবনেশ্বরে কাজে গিয়েছিলেন রেজাউল৷ গতকালই তাঁর বাড়িতে ফেরার ট্রেন ছিল৷ গতকাল দুপুরে রেজাউল বাড়িতে ফোন করে জানায়, তাঁদের কাজ শেষ আজ তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ পরিবারের অভিযোগ, কাজ শেষ হওয়ার পরেও রেজাউলকে কাজের জন্য ইলেকট্রিক পোলে ওঠানো হয়৷ সেই সময় ভুলবশত কেউ বিদ্যুৎ সংযোগ করে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেজাউলের৷ ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষের লোকজন রেজাউলের গ্রামের সকলকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে নিজেরাও ঘটনাস্থল ছেড়ে পালায়৷ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে রেজাউলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷Conclusion:রেজাউলের ফুফা চাঁদ সুলতানা পারভিন জানান, "গতকাল দুপুরে রেজাউল বাড়িতে ফোন করেছিল৷ আম্মা ও বিবিকে রেজাউল ফোনে জানিয়েছিল, তাঁদের কাজ শেষ৷ তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ আমরা জানতে পেরেছি, কাজ শেষ হওয়ার পরেও রেজাউলকে ইলেকট্রিক পোলে কাজে ওঠানো হয়৷ সেই সময় ওই ঠিকাদার সংস্থার কোনও কর্মী বিদ্যুৎ সংযোগ করে দিলে ঘটনাস্থলেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় রেজাউলের৷ ঠিকাদার সংস্থার লোকজন গ্রামের সহকর্মীদের ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়৷ স্থানীয় প্রশাসনের লোকজন মৃতদেহটিকে উদ্ধার করে৷"
Last Updated : Jul 28, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.