ETV Bharat / state

মানিকচকে পুকুর থেকে উদ্ধার দুই বোনের দেহ, খুনের অভিযোগ - Sisters dead body recoverd malda

মানিকচকে পুকুর থেকে উদ্ধার হল দুই বোনের দেহ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Malda
মালদা
author img

By

Published : Apr 22, 2020, 10:20 PM IST

মালদা, 22 এপ্রিল : পুকুর থেকে উদ্ধার হল দুই বোনের দেহ ৷ নাম কাশ্মীরা বিবি (24) ও সাবানা খাতুন (12) ৷ মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পুরানিগ্রামের গণিটোলার ঘটনা ৷ এই ঘটনায় তাঁদের পরিবারের তরফে প্রথমে খুনের অভিযোগ করা হলেও এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ দুটি দেহই আগামীকাল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠাবে মানিকচক থানার পুলিশ ৷

বছর তিনেক আগে গণিটোলার যুবক সাদেক শেখের সঙ্গে কাশ্মীরার নিকাহ হয় ৷ সাদেক পেশায় শ্রমিক ৷ লকডাউনের আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিল ৷ সেখানেই আটকে পড়েছে ৷ সাবানা তার দিদির বাড়িতেই থাকত ৷ সে স্থানীয় নুরপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ আজ দুপুরে তারা বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে নামে ৷ দীর্ঘক্ষণ পরেও ঘরে ফিরে না আসায় কাশ্মীরার শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করে ৷ জাল ফেলা হয় পুকুরেও ৷ অবশেষে বিকেলে দুই বোনের দেহ পুকুর থেকে উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা । তাঁদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

মৃতদের আব্বা মোতাল্লিব সাঁই বলেন , “তিন বছর হল বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম ৷ নিকাহর পর থেকেই শ্বশুরবাড়িতে ঝামেলা চলছিল ৷ গ্রামবাসীদের মাধ্যমে চার থেকে পাঁচবার মীমাংসা করেছি ৷ কিন্তু তবুও ওর উপর অত্যাচার চলছিল ৷ জামাই ওকে খুন করারও হুমকি দিয়েছিল ৷ মেয়ের কোনও চিকিৎসা করাত না ৷ কিছুদিন আগে কাশ্মীরা অসুস্থ হয়ে পড়ে ৷ ওকে দেখাশোনার জন্য ছোটো মেয়ে সাবানাকে ওদের বাড়িতে পাঠাই ৷ শুক্রবার মেয়ে দু'টোকে বাড়ি নিয়ে চলে যাব ভেবেছিলাম ৷ আজ বিকেলে এলাকার মানুষজন আমাকে ফোন করে জানায়, তোমার দু'টো মেয়েকেই মেরে জলে ফেলে দিয়েছে ৷ আমি এসে দেখি, কোনও মেয়ের পেট ফোলা নেই ৷ অথচ জলে ডুবলে পেট ফুলে থাকবে ৷ আমি নিশ্চিত, দুই মেয়েকে মেরে ফেলা হয়েছে ৷ আমি ইনসাফ চাই ৷”

মানিকচক থানার OC গৌতম চৌধুরি বলেন , “এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ দু'টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ আগামীকাল দুটি দেহই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হবে ৷ তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে ৷”

মালদা, 22 এপ্রিল : পুকুর থেকে উদ্ধার হল দুই বোনের দেহ ৷ নাম কাশ্মীরা বিবি (24) ও সাবানা খাতুন (12) ৷ মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পুরানিগ্রামের গণিটোলার ঘটনা ৷ এই ঘটনায় তাঁদের পরিবারের তরফে প্রথমে খুনের অভিযোগ করা হলেও এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ দুটি দেহই আগামীকাল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠাবে মানিকচক থানার পুলিশ ৷

বছর তিনেক আগে গণিটোলার যুবক সাদেক শেখের সঙ্গে কাশ্মীরার নিকাহ হয় ৷ সাদেক পেশায় শ্রমিক ৷ লকডাউনের আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিল ৷ সেখানেই আটকে পড়েছে ৷ সাবানা তার দিদির বাড়িতেই থাকত ৷ সে স্থানীয় নুরপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ আজ দুপুরে তারা বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে নামে ৷ দীর্ঘক্ষণ পরেও ঘরে ফিরে না আসায় কাশ্মীরার শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করে ৷ জাল ফেলা হয় পুকুরেও ৷ অবশেষে বিকেলে দুই বোনের দেহ পুকুর থেকে উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা । তাঁদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

মৃতদের আব্বা মোতাল্লিব সাঁই বলেন , “তিন বছর হল বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম ৷ নিকাহর পর থেকেই শ্বশুরবাড়িতে ঝামেলা চলছিল ৷ গ্রামবাসীদের মাধ্যমে চার থেকে পাঁচবার মীমাংসা করেছি ৷ কিন্তু তবুও ওর উপর অত্যাচার চলছিল ৷ জামাই ওকে খুন করারও হুমকি দিয়েছিল ৷ মেয়ের কোনও চিকিৎসা করাত না ৷ কিছুদিন আগে কাশ্মীরা অসুস্থ হয়ে পড়ে ৷ ওকে দেখাশোনার জন্য ছোটো মেয়ে সাবানাকে ওদের বাড়িতে পাঠাই ৷ শুক্রবার মেয়ে দু'টোকে বাড়ি নিয়ে চলে যাব ভেবেছিলাম ৷ আজ বিকেলে এলাকার মানুষজন আমাকে ফোন করে জানায়, তোমার দু'টো মেয়েকেই মেরে জলে ফেলে দিয়েছে ৷ আমি এসে দেখি, কোনও মেয়ের পেট ফোলা নেই ৷ অথচ জলে ডুবলে পেট ফুলে থাকবে ৷ আমি নিশ্চিত, দুই মেয়েকে মেরে ফেলা হয়েছে ৷ আমি ইনসাফ চাই ৷”

মানিকচক থানার OC গৌতম চৌধুরি বলেন , “এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ দু'টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ আগামীকাল দুটি দেহই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হবে ৷ তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.