ETV Bharat / state

Vegetable Price Hike: সবজির দাম আগুন! প্রভাব পড়ছে পড়ুয়াদের পুষ্টিতে; মিড-ডে মিলের রান্নায় বাড়ন্ত তরকারি - বাচ্চাদের পুষ্টি

Midday Meal Affected due to Vegetable Price Hike: সবজির দাম আকাশছোঁয়া ৷ বাজারের এই পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা সঠিকভাবে পালন করতে পারছে না স্কুলগুলি ৷ প্রভাব পড়েছে বাচ্চাদের পুষ্টিতে ৷ কোনও কোনও স্কুলে সপ্তাহে দুই থেকে একদিন মিড-ডে মিল রান্নাই হচ্ছে না ৷ শিক্ষকরাই নিজেদের টাকা দিয়ে সন্তানসম পড়ুয়াদের পুষ্টির জোগান দিয়ে চলেছেন ৷ এভাবে কতদিন? তাই সরকার এ বিষয়ে নজর দিক চাইছেন স্কুল শিক্ষকরা ৷

Vegetable Price Hike
মিড ডে মিলের রান্নায় বাড়ন্ত তরকারি
author img

By

Published : Aug 3, 2023, 11:29 AM IST

সবজির আগুন দামে প্রভাব পড়ছে পড়ুয়াদের পুষ্টিতে

মালদা, 3 অগস্ট: বাজারে সবজির আগুন দাম ৷ তার প্রভাব পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ প্রভাব পড়েছে খুদে পড়ুয়াদের পুষ্টিতেও ৷ সপ্তাহে 6 দিনই পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারে সবজি থাকার কথা ৷ কিন্তু বাজারের এই পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা সঠিকভাবে পালন করতে পারছে না স্কুলগুলি ৷ কোথাও পড়ুয়াদের রান্নায় সবজির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার সপ্তাহে 2-1 দিন মিড-ডে মিলের রান্নাই হচ্ছে না ৷ অনেক শিক্ষক নিজেদের পকেটের টাকা খরচ করে এখনও সন্তানসম পড়ুয়াদের পুষ্টির জোগান দিয়ে চলেছেন ৷ কিন্তু এভাবে কতদিন চলবে তা জানা নেই তাঁদের ৷ এই পরিস্থিতিতে সরকার কোনও সিদ্ধান্ত নিক । এমনটাই চাইছেন তাঁরা ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও ৷

কয়েক সপ্তাহ ধরেই মালদা জেলার প্রতিটি বাজারে সবজির আগুন দাম ৷ অপর্যাপ্ত বৃষ্টির জন্য সবজির ফলন ঠিকমতো না-হওয়াতেই এই বিপত্তি ৷ প্রায় প্রতিটি সবজির দাম কিলো প্রতি 50 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ কোনও কোনও সবজির দাম তারচেয়েও বেশি ৷ আদার দাম 250 টাকা কিলো ছুঁতে বসেছে ৷ খুচরো সবজি বিক্রেতা মেহেরবান সবজি জানাচ্ছেন, এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই ৷ বৃষ্টি হলে সবজির দাম কমত ৷ আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে ৷ কম দামে বিক্রি করব কীভাবে?

আরও পড়ুন: বর্ষায় জলমগ্ন স্কুল, জিটি রোডের ধারে ক্লাস নিলেন শিক্ষকরা

জাননগর সিএস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক চন্দন সিংয়ের কথায়, "সবজির যা দাম তাতে হাত দেওয়া যাচ্ছে না ৷ এতে আমরা শিক্ষকরা নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছি ৷ আমরা চাইছি, এ নিয়ে সরকার কিছু চিন্তাভাবনা করুক ৷" শাক-সবজির আগুন দাম যে মিড-ডে মিলের রান্নায় প্রভাব ফেলেছে তা মেনে নিচ্ছেন রতুয়া 1 নম্বর ব্লকের আইলপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আবদুল খালেকও ৷ তিনি বলেন, "এখন সবরকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে না ৷ যা পাওয়া যাচ্ছে, তারও দাম অনেক বেশি ৷ তার মধ্যেই পড়ুয়াদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে ৷"

আগুন বাজারের জেরে জেলার অনেক স্কুলে এখন নিয়মিত মিড-ডে মিলের রান্না হচ্ছে না ৷ কোথাও সপ্তাহে পাঁচদিন, কোথাও বা তারও কমদিন রান্না হচ্ছে ৷ সেসব স্কুলের শিক্ষকরা সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাননি ৷ মুখ বন্ধ রেখেছেন মিড-ডে মিলের দায়িত্বে থাকা বিডিওরাও ৷ বিষয়টি জেলাশাসক নীতিন সিংহানিয়াকে জানানো হলে তিনি বলেন, "বাজারে সবজির দামের জেরে মিড-ডে মিল বন্ধ হওয়া কিংবা পড়ুয়াদের অল্প খাবার দেওয়ার বিষয়টি জানা নেই ৷ আমি খোঁজ নিচ্ছি ৷ এমন ঘটনা ঘটলে আমরা যথাযথ পদক্ষেপ করব ৷"

আরও পড়ুন: জলপাইগুড়ির স্কুলে গিজগিজ করছে গোখরো সাপের বাচ্চা, আতঙ্কিত পড়ুয়ারা

সবজির আগুন দামে প্রভাব পড়ছে পড়ুয়াদের পুষ্টিতে

মালদা, 3 অগস্ট: বাজারে সবজির আগুন দাম ৷ তার প্রভাব পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ প্রভাব পড়েছে খুদে পড়ুয়াদের পুষ্টিতেও ৷ সপ্তাহে 6 দিনই পড়ুয়াদের মিড-ডে মিলের খাবারে সবজি থাকার কথা ৷ কিন্তু বাজারের এই পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা সঠিকভাবে পালন করতে পারছে না স্কুলগুলি ৷ কোথাও পড়ুয়াদের রান্নায় সবজির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার সপ্তাহে 2-1 দিন মিড-ডে মিলের রান্নাই হচ্ছে না ৷ অনেক শিক্ষক নিজেদের পকেটের টাকা খরচ করে এখনও সন্তানসম পড়ুয়াদের পুষ্টির জোগান দিয়ে চলেছেন ৷ কিন্তু এভাবে কতদিন চলবে তা জানা নেই তাঁদের ৷ এই পরিস্থিতিতে সরকার কোনও সিদ্ধান্ত নিক । এমনটাই চাইছেন তাঁরা ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও ৷

কয়েক সপ্তাহ ধরেই মালদা জেলার প্রতিটি বাজারে সবজির আগুন দাম ৷ অপর্যাপ্ত বৃষ্টির জন্য সবজির ফলন ঠিকমতো না-হওয়াতেই এই বিপত্তি ৷ প্রায় প্রতিটি সবজির দাম কিলো প্রতি 50 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ কোনও কোনও সবজির দাম তারচেয়েও বেশি ৷ আদার দাম 250 টাকা কিলো ছুঁতে বসেছে ৷ খুচরো সবজি বিক্রেতা মেহেরবান সবজি জানাচ্ছেন, এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই ৷ বৃষ্টি হলে সবজির দাম কমত ৷ আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে ৷ কম দামে বিক্রি করব কীভাবে?

আরও পড়ুন: বর্ষায় জলমগ্ন স্কুল, জিটি রোডের ধারে ক্লাস নিলেন শিক্ষকরা

জাননগর সিএস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক চন্দন সিংয়ের কথায়, "সবজির যা দাম তাতে হাত দেওয়া যাচ্ছে না ৷ এতে আমরা শিক্ষকরা নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছি ৷ আমরা চাইছি, এ নিয়ে সরকার কিছু চিন্তাভাবনা করুক ৷" শাক-সবজির আগুন দাম যে মিড-ডে মিলের রান্নায় প্রভাব ফেলেছে তা মেনে নিচ্ছেন রতুয়া 1 নম্বর ব্লকের আইলপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আবদুল খালেকও ৷ তিনি বলেন, "এখন সবরকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে না ৷ যা পাওয়া যাচ্ছে, তারও দাম অনেক বেশি ৷ তার মধ্যেই পড়ুয়াদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে ৷"

আগুন বাজারের জেরে জেলার অনেক স্কুলে এখন নিয়মিত মিড-ডে মিলের রান্না হচ্ছে না ৷ কোথাও সপ্তাহে পাঁচদিন, কোথাও বা তারও কমদিন রান্না হচ্ছে ৷ সেসব স্কুলের শিক্ষকরা সংবাদমাধ্যমকে কিছু জানাতে চাননি ৷ মুখ বন্ধ রেখেছেন মিড-ডে মিলের দায়িত্বে থাকা বিডিওরাও ৷ বিষয়টি জেলাশাসক নীতিন সিংহানিয়াকে জানানো হলে তিনি বলেন, "বাজারে সবজির দামের জেরে মিড-ডে মিল বন্ধ হওয়া কিংবা পড়ুয়াদের অল্প খাবার দেওয়ার বিষয়টি জানা নেই ৷ আমি খোঁজ নিচ্ছি ৷ এমন ঘটনা ঘটলে আমরা যথাযথ পদক্ষেপ করব ৷"

আরও পড়ুন: জলপাইগুড়ির স্কুলে গিজগিজ করছে গোখরো সাপের বাচ্চা, আতঙ্কিত পড়ুয়ারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.