মালদা, 6 মে: সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মালদা শহরে খোলা শপিং মল । বাজার করতে উপচে পড়়েছে ভিড় । ইটিভি ভারতকে সেই ছবি করতে দেখে ক্রেতাদের ভেতরে রেখেই তড়িঘড়ি বন্ধ করা হল মল । এদিকে, শহরের মাঝামাঝি এলাকায় প্রকাশ্যে শপিং মল খোলা থাকার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ।
দিনের পর দিন রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমিতের সংখ্যা । রাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় 18 হাজার মানুষ। মালদা জেলায় প্রতিদিন সংক্রমিত হচ্ছেন 400 থেকে 500 জন ৷ ক্রমাগত বাড়ছে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যাও । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে শপিং মল পুরোপুরি বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে । বাজার-হাট সহ অন্যান্য দোকানের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । তবে সরকারি নির্দেশ অমান্য করেই শপিং মল খোলা থাকার ছবি ধরা পড়ল মালদা শহরে । শুধু তাই নয়, সামাজিক দূরত্ব না মেনেই একসঙ্গে বাজার করতে দেখা গেল হাজার খানেক মানুষকেও । সংবাদমাধ্যমকে ছবি করতে দেখে ক্রেতাদের ভেতরে রেখেই তড়িঘড়ি বন্ধ করা হল শপিং মল । প্রায় আধ ঘণ্টা পরে পেছন গেট দিয়ে 10-12 জন করে বের করতে দেখা গেল মল কর্তৃপক্ষকে ।
আরও পড়ুন : শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকাল 11টা থেকে মল খোলা রয়েছে । ঘণ্টা তিনেক ধরে ক্রমাগত 10-15 জন করে বাজার করতে মলে ঢুকেছেন । কিছুক্ষণ আগে হঠাৎ করে ক্রেতাদের ভেতরে রেখেই মল বন্ধ করে দেওয়া হয় । এখন পেছন গেট দিয়ে কয়েকজন করে বাইরে বেড়িয়ে আসছেন । শপিং মলের ভেতরে এখনও কমপক্ষে 300 থেকে 400 লোক আছেন ।”
ঘটনাপ্রসঙ্গে জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, সংবাদমাধ্যমের থেকে তিনি বিষয়টি জানতে পারলেন । খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।