ETV Bharat / state

কোরোনা আতঙ্কে তিন দিন বন্ধ মালদার যৌনপল্লি - কোয়ারেন্টাইনে

সতর্ক প্রশাসন । সতর্ক মালদার যৌনকর্মীরাও । এবার তিনদিনের জন্য যৌনপল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তারা ।

corona safety closed redlight area
কোরোনা সর্তকতায় বন্ধ মালদার যৌনপল্লী
author img

By

Published : Mar 20, 2020, 7:06 PM IST

Updated : Mar 20, 2020, 7:45 PM IST

মালদা,20 মার্চ : কোরোনা ভাইরাস যাতে কিছুতেই ছড়াতে না পারে তার জন্য সতর্ক মালদার যৌনকর্মীরাও ৷ আজ থেকে তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শহরের যৌনপল্লি ৷ আজ থেকে কাউকে যৌনপল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ যৌনকর্মীদের বক্তব্য, দেশের স্বার্থে সবাইকেই এগিয়ে আসতে হবে ৷

কোরোনা সতর্কতায় একাধিক ব্যবস্থা নিয়েছে মালদা জেলা প্রশাসন ৷ তাদের নজরে রয়েছে এলাকার যৌন পল্লিও ৷ প্রতিদিন এখানে অনেকেই আসে ৷ সেই ভিড় এড়াতে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন ৷ বৈঠকে কয়েকজন যৌনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে আর্জি জানানো হয় যে, কোরোনা মোকাবিলায় আগামী কয়েকদিন যৌনপল্লিতে যাতে বহিরাগতরা ভিড় না করতে পারে তার জন্য যৌনকর্মীদেরই কোনও উপায় বের করতে হবে ৷

কোরোনা সর্তকতায় বন্ধ মালদার যৌনপল্লি

স্বাস্থ্যকর্তাদের সেই আবেদনে সাড়া দিয়ে আজ থেকে আগামী তিনদিনের জন্য যৌনপল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাঁদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে প্রশাসন ৷ এ প্রসঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে আনোয়ারি খাতুন বলেন, “কোরোনা ভাইরাস নিয়ে মানুষ এখন ভয়ে কাঁপছে ৷ গতকাল জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফোন করে আমাদের ডেকে পাঠান ৷ আমাদের সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ সেখান থেকে আমরা কোরোনা সম্পর্কিত কিছু লিফলেট, পোস্টার ইত্যাদি নিয়ে আসি ৷ এখানেও কোরোনা সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটি সভা করি ৷ সেই সভায় সিদ্ধান্ত হয়, আজ থেকে আগামী তিনদিন যৌনপল্লি বন্ধ রাখা হবে ৷ আজ থেকে আমরা কোনও মেয়েকে ব্যবসা করতে দিচ্ছি না ৷ কোনও খদ্দেরকেও এখানে ঢুকতে দিচ্ছি না ৷ কারণ কার শরীরে কী ভাইরাস রয়েছে আমরা জানি না ৷ যদি কোনও খদ্দের সেই ভাইরাস নিয়ে এখানে প্রবেশ করে, তবে তার থেকে সবাই কোরোনায় আক্রান্ত হতে পারে ৷ এখানে সব দোকানও বন্ধ রাখা হয়েছে ৷ আগামী তিনদিন এভাবেই আমরা চলব ৷ এখানে কারও জ্বর কিংবা সর্দি-কাশি হলে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷”

এক যৌনকর্মী বলেন, “আমরা সমস্ত সংবাদমাধ্যমে কোরোনা ভাইরাস সম্পর্কে জানতে পারছি ৷ স্বাস্থ্য দপ্তর থেকেও আমাদের বোঝানো হয়েছে, কোরোনা ভাইরাস নিয়ে আমাদের সাবধান হওয়া প্রয়োজন ৷ সেই কারণে আমাদের ব্যবসা তিনদিনের জন্য বন্ধ রয়েছে ৷ ভাইরাস যাতে কোনওভাবেই না ছড়াতে পারে তার জন্য আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে ৷ কিন্তু নিজে বাঁচতে এবং মানুষকে বাঁচাতে আমাদের এই কষ্ট করতেই হবে ৷ তিনদিন বড় কথা নয় ৷ বেঁচে থাকলে সবকিছুই করা যাবে ৷ কিন্তু বেঁচেই যদি না থাকি, তাহলে আর কী হবে৷”

মালদা,20 মার্চ : কোরোনা ভাইরাস যাতে কিছুতেই ছড়াতে না পারে তার জন্য সতর্ক মালদার যৌনকর্মীরাও ৷ আজ থেকে তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শহরের যৌনপল্লি ৷ আজ থেকে কাউকে যৌনপল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ যৌনকর্মীদের বক্তব্য, দেশের স্বার্থে সবাইকেই এগিয়ে আসতে হবে ৷

কোরোনা সতর্কতায় একাধিক ব্যবস্থা নিয়েছে মালদা জেলা প্রশাসন ৷ তাদের নজরে রয়েছে এলাকার যৌন পল্লিও ৷ প্রতিদিন এখানে অনেকেই আসে ৷ সেই ভিড় এড়াতে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন ৷ বৈঠকে কয়েকজন যৌনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে আর্জি জানানো হয় যে, কোরোনা মোকাবিলায় আগামী কয়েকদিন যৌনপল্লিতে যাতে বহিরাগতরা ভিড় না করতে পারে তার জন্য যৌনকর্মীদেরই কোনও উপায় বের করতে হবে ৷

কোরোনা সর্তকতায় বন্ধ মালদার যৌনপল্লি

স্বাস্থ্যকর্তাদের সেই আবেদনে সাড়া দিয়ে আজ থেকে আগামী তিনদিনের জন্য যৌনপল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাঁদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে প্রশাসন ৷ এ প্রসঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির তরফে আনোয়ারি খাতুন বলেন, “কোরোনা ভাইরাস নিয়ে মানুষ এখন ভয়ে কাঁপছে ৷ গতকাল জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফোন করে আমাদের ডেকে পাঠান ৷ আমাদের সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ সেখান থেকে আমরা কোরোনা সম্পর্কিত কিছু লিফলেট, পোস্টার ইত্যাদি নিয়ে আসি ৷ এখানেও কোরোনা সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটি সভা করি ৷ সেই সভায় সিদ্ধান্ত হয়, আজ থেকে আগামী তিনদিন যৌনপল্লি বন্ধ রাখা হবে ৷ আজ থেকে আমরা কোনও মেয়েকে ব্যবসা করতে দিচ্ছি না ৷ কোনও খদ্দেরকেও এখানে ঢুকতে দিচ্ছি না ৷ কারণ কার শরীরে কী ভাইরাস রয়েছে আমরা জানি না ৷ যদি কোনও খদ্দের সেই ভাইরাস নিয়ে এখানে প্রবেশ করে, তবে তার থেকে সবাই কোরোনায় আক্রান্ত হতে পারে ৷ এখানে সব দোকানও বন্ধ রাখা হয়েছে ৷ আগামী তিনদিন এভাবেই আমরা চলব ৷ এখানে কারও জ্বর কিংবা সর্দি-কাশি হলে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷”

এক যৌনকর্মী বলেন, “আমরা সমস্ত সংবাদমাধ্যমে কোরোনা ভাইরাস সম্পর্কে জানতে পারছি ৷ স্বাস্থ্য দপ্তর থেকেও আমাদের বোঝানো হয়েছে, কোরোনা ভাইরাস নিয়ে আমাদের সাবধান হওয়া প্রয়োজন ৷ সেই কারণে আমাদের ব্যবসা তিনদিনের জন্য বন্ধ রয়েছে ৷ ভাইরাস যাতে কোনওভাবেই না ছড়াতে পারে তার জন্য আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি ৷ এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে ৷ কিন্তু নিজে বাঁচতে এবং মানুষকে বাঁচাতে আমাদের এই কষ্ট করতেই হবে ৷ তিনদিন বড় কথা নয় ৷ বেঁচে থাকলে সবকিছুই করা যাবে ৷ কিন্তু বেঁচেই যদি না থাকি, তাহলে আর কী হবে৷”

Last Updated : Mar 20, 2020, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.