ETV Bharat / state

মালদায় ফের মধুচক্রের হদিস, গ্রেপ্তার 5 মহিলা - মালদায় মধুচক্র

গত সোমবারই মিলেছিল এক মধুচক্রের আসর। এরপর বুধবার আবার। ঘটনাস্থলে সেই মালদার ইংরেজবাজার। গতকাল রাতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে 5জন মহিলাকে।

sex racket at malda, five women arrested
মালদায় ফের মধুচক্রের হদিস
author img

By

Published : Jan 28, 2021, 6:03 PM IST

মালদা, 28 জানুয়ারি: ফের মধুচক্রের হদিস মিলল মালদায়। গতকাল রাতে হানা দিয়ে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ।

দীর্ঘদিন ধরে মালদা শহরে মধুচক্রের আসরের অভিযোগ উঠছিল। গত সোমবার রাতে মালদা শহরের একটি লজে হানা দিয়ে মধুচক্রে জড়িত থাকা তিন মহিলা ও তিন পুরুষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার পরে গতকাল রাতে ফের হদিস মিলল মধুচক্রের আসরের। গতকাল রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী, একটি বাড়ি থেকে পাঁচ মহিলাকে আটক করা হয়। ধৃতরা সকলেই ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন বাড়ির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই বাড়ির মালিক চার মহিলাকে দিয়ে দেহব্যবসা চালাত।

আরও পড়ুন: মালদার হোটেলে মিলল মধুচক্রের আসর, গ্রেপ্তার 6

আজ ওই চার মহিলার শারীরিক পরীক্ষা করানোর পাশাপাশি ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

মালদা, 28 জানুয়ারি: ফের মধুচক্রের হদিস মিলল মালদায়। গতকাল রাতে হানা দিয়ে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ।

দীর্ঘদিন ধরে মালদা শহরে মধুচক্রের আসরের অভিযোগ উঠছিল। গত সোমবার রাতে মালদা শহরের একটি লজে হানা দিয়ে মধুচক্রে জড়িত থাকা তিন মহিলা ও তিন পুরুষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার পরে গতকাল রাতে ফের হদিস মিলল মধুচক্রের আসরের। গতকাল রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী, একটি বাড়ি থেকে পাঁচ মহিলাকে আটক করা হয়। ধৃতরা সকলেই ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন বাড়ির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই বাড়ির মালিক চার মহিলাকে দিয়ে দেহব্যবসা চালাত।

আরও পড়ুন: মালদার হোটেলে মিলল মধুচক্রের আসর, গ্রেপ্তার 6

আজ ওই চার মহিলার শারীরিক পরীক্ষা করানোর পাশাপাশি ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.