ETV Bharat / state

Train Cancelled: বন্যায় গঙ্গার জলস্তর বৃদ্ধি; বাতিল বহু ট্রেন, জানুন পরিবর্তিত রুট - bihar flood

বন্যার জেরে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে ৷ অনেক ট্রেনের আবার রুট ঘুরিয়ে (Train Diverted) দেওয়া হয় ৷ জানালেন মালদা (Malda) ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ।

several Trains Cancelled and diverted at malda
বন্যায় গঙ্গার জলস্তর বৃদ্ধি; বাতিল বহু ট্রেন , জানুন পরিবর্তিত রুট
author img

By

Published : Aug 19, 2021, 7:15 PM IST

মালদা, 19 অগস্ট : জলস্তর বেড়েই চলেছে গঙ্গার । বিভিন্ন এলাকায় রেল লাইনের পাশ দিয়ে বইছে গঙ্গার জল । রেলের কালভার্টের গার্ডার ছুঁয়ে বইছে নদী । এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন । দূরপাল্লার অনেক ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । সে কথা জানিয়েছেন মালদা (Malda) ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার । তিনি জানান, মূলত বিহারের বন্যা পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা ।

ডিআরএম জানান, প্রবল বৃষ্টিতে গত শনিবার মালদা ডিভিশনের সুজানিপাড়া ও জঙ্গিপুরের মধ্যে রেল লাইনে ধস নেমেছিল । সেটা ঠিক করে দেওয়া হয়েছে । সেখান দিয়ে ট্রেন চলাচলও শুরু করা হয়েছে । কিন্তু এখন বিহার সেকশনের সাহেবগঞ্জ থেকে ভাগলপুরের এবং ভাগলপুর থেকে জামালপুরের মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে । গঙ্গার জল লাইন ঘেঁষে বইছে । ব্রিজের গার্ডার ছুঁয়ে নদীর জল বইছে । অনেক জায়গায় লাইনের উপর দিয়ে জল বইছে । ওই জায়গা দিয়ে ট্রেন চালানো বিপজ্জনক । তার জেরে ভাগলপুর হয়ে কিউল, জামালপুর, সাহেবগঞ্জগামী কিছু ট্রেন বাতিল করা হয়েছে । ভাগলপুর থেকে মুঙ্গের হয়ে চলাচলকারী ট্রেনগুলিও বর্তমান পরিস্থিতিতে বাতিল করা হয়েছে । মোট 13টি ট্রেন বাতিল হয়েছে ।

আরও পড়ুন: BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

তিনি বলেছেন, "দিল্লিগামী ট্রেনগুলিকে ভাগলপুর থেকে বাঁকা, জসিডি, পটনা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস এখন কাটিহার হয়ে যাতায়াত করছে । তবে আজ থেকেই নদীর জলস্তর কমতে শুরু করেছে । গঙ্গার জল কমলে আমরা নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারব বলে আশা রাখছি।”

আরও পড়ুন: NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

several Trains Cancelled and diverted at malda
বন্যায় গঙ্গার জলস্তর বৃদ্ধি; বাতিল বহু ট্রেন , জানুন পরিবর্তিত রুট

যতীন্দ্র কুমার আরও জানান, গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য 03410 ও 03409 কিউল-মালদা-কিউল, 05554 ও 05553 জয়নগর-ভাগলপুর-জয়নগর, 03420 ও 03419 মুজফ্‌ফরপুর-ভাগলপুর-মুজফ্‌ফরপুর এবং 03236 ও 03235 নম্বর দানাপুর-সাহেবগঞ্জ-দানাপুর বাতিল করা হয়েছে । গতিপথ পরিবর্তন করা হয়েছে 05955 ও 05956 ডিব্রুগড়-দিল্লি-ডিব্রুগড়, 02968 ও 02967 আনন্দবিহার-ভাগলপুর-আনন্দবিহার, 03454 ও 03453 দিল্লি-মালদা-দিল্লি, 03029 হাওড়া-গয়া, 03072 ও 03071 নম্বর জামালপুর-হাওড়া-জামালপুর, 03404 ও 03403 ভাগলপুর-রাঁচি-ভাগলপুর, 02350 নিউ দিল্লি-গোড্ডা, 03423 ভাগলপুর-আজমের, 05098 ও 05097 জম্মু তাওয়াই-ভাগলপুর-জম্মু তাওয়াই এবং 09148 ভাগলপুর-সুরাট স্পেশালের ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মালদা, 19 অগস্ট : জলস্তর বেড়েই চলেছে গঙ্গার । বিভিন্ন এলাকায় রেল লাইনের পাশ দিয়ে বইছে গঙ্গার জল । রেলের কালভার্টের গার্ডার ছুঁয়ে বইছে নদী । এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন । দূরপাল্লার অনেক ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । সে কথা জানিয়েছেন মালদা (Malda) ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার । তিনি জানান, মূলত বিহারের বন্যা পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা ।

ডিআরএম জানান, প্রবল বৃষ্টিতে গত শনিবার মালদা ডিভিশনের সুজানিপাড়া ও জঙ্গিপুরের মধ্যে রেল লাইনে ধস নেমেছিল । সেটা ঠিক করে দেওয়া হয়েছে । সেখান দিয়ে ট্রেন চলাচলও শুরু করা হয়েছে । কিন্তু এখন বিহার সেকশনের সাহেবগঞ্জ থেকে ভাগলপুরের এবং ভাগলপুর থেকে জামালপুরের মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে । গঙ্গার জল লাইন ঘেঁষে বইছে । ব্রিজের গার্ডার ছুঁয়ে নদীর জল বইছে । অনেক জায়গায় লাইনের উপর দিয়ে জল বইছে । ওই জায়গা দিয়ে ট্রেন চালানো বিপজ্জনক । তার জেরে ভাগলপুর হয়ে কিউল, জামালপুর, সাহেবগঞ্জগামী কিছু ট্রেন বাতিল করা হয়েছে । ভাগলপুর থেকে মুঙ্গের হয়ে চলাচলকারী ট্রেনগুলিও বর্তমান পরিস্থিতিতে বাতিল করা হয়েছে । মোট 13টি ট্রেন বাতিল হয়েছে ।

আরও পড়ুন: BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

তিনি বলেছেন, "দিল্লিগামী ট্রেনগুলিকে ভাগলপুর থেকে বাঁকা, জসিডি, পটনা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস এখন কাটিহার হয়ে যাতায়াত করছে । তবে আজ থেকেই নদীর জলস্তর কমতে শুরু করেছে । গঙ্গার জল কমলে আমরা নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারব বলে আশা রাখছি।”

আরও পড়ুন: NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

several Trains Cancelled and diverted at malda
বন্যায় গঙ্গার জলস্তর বৃদ্ধি; বাতিল বহু ট্রেন , জানুন পরিবর্তিত রুট

যতীন্দ্র কুমার আরও জানান, গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য 03410 ও 03409 কিউল-মালদা-কিউল, 05554 ও 05553 জয়নগর-ভাগলপুর-জয়নগর, 03420 ও 03419 মুজফ্‌ফরপুর-ভাগলপুর-মুজফ্‌ফরপুর এবং 03236 ও 03235 নম্বর দানাপুর-সাহেবগঞ্জ-দানাপুর বাতিল করা হয়েছে । গতিপথ পরিবর্তন করা হয়েছে 05955 ও 05956 ডিব্রুগড়-দিল্লি-ডিব্রুগড়, 02968 ও 02967 আনন্দবিহার-ভাগলপুর-আনন্দবিহার, 03454 ও 03453 দিল্লি-মালদা-দিল্লি, 03029 হাওড়া-গয়া, 03072 ও 03071 নম্বর জামালপুর-হাওড়া-জামালপুর, 03404 ও 03403 ভাগলপুর-রাঁচি-ভাগলপুর, 02350 নিউ দিল্লি-গোড্ডা, 03423 ভাগলপুর-আজমের, 05098 ও 05097 জম্মু তাওয়াই-ভাগলপুর-জম্মু তাওয়াই এবং 09148 ভাগলপুর-সুরাট স্পেশালের ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.