ETV Bharat / state

Civic Volunteer Death: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

মালদার মালতিপুরের কাশিমপুর এলাকায় একটি সোনার দোকানে সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটল ৷ দুষ্কৃতীরা এসে দোকানে লুঠ করে ৷ পাশাপাশি দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায়, কর্মীকে আঘাত করে ৷ তাদের বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের ৷

ETV Bharat
সোনার দোকানে ডাকাতি
author img

By

Published : Jun 28, 2023, 8:26 AM IST

মালদায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

মালদা, 27 জুন: ভর সন্ধ্যায় মালতিপুরে দুঃসাহসিক ডাকাতি ৷ দোকানের মালিক ও কর্মীকে গুলি করে, ধারালো অস্ত্রের আঘাত করে চলল ডাকাতি ৷ দুষ্কৃতীরা পালানোর সময় এলাকায় বোমাবাজি করে ৷ দুষ্কৃতীদের আটকাতে গিয়ে বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালতিপুরের কাশিমপুর এলাকায় ৷

কাশিমপুর এলাকায় গৌতম সেনের সোনার দোকান আছে ৷ এদিন সন্ধ্যায় মুখে কাপড় বেঁধে কয়েকজন দুষ্কৃতী দোকানে আসে ৷ তারা গৌতম সেনকে লক্ষ্য করে গুলি চালায় ৷ দোকানের কর্মচারী তনয় মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দোকানে লুঠপাট করতে থাকে ৷ গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে দুষ্কৃতীদের ধাওয়া করে ৷ সেই সময় দু'টি বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী ? গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করে মণিরুল নামের এক সিভিক ভলান্টিয়ার ৷ সেই সময় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে সিভিক ভলান্টিয়ার মাটিতে লুটিয়ে পড়েন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক, চাঁচল থানার আইসি, ট্যাফিক আইসি-সহ বিশাল পুলিশবাহিনী ৷ আহতদের উদ্ধার করে প্রথমে মালতিপুরে নিয়ে যাওয়া হয় ৷ পরে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এখন সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷

গৌতমবাবুর শাশুড়ি লক্ষ্মী দাস বলেন, "আমি দুটো আওয়াজ পেয়ে ছেলেকে ফোন করি ৷ আমার ছেলের ফার্নিচারের দোকান রয়েছে ৷ সামনেই জামাইয়ের সোনার দোকান ৷ প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে জামাই বাড়ি চলে যায় ৷ আজ একটু দেরি হয়েছিল ৷ সন্ধে সাড়ে 7টা নাগাদ মুখে কাপড় বেঁধে সাত-আটজন ঢুকে গুলি করে সব সোনা নিয়ে নেয় ৷"

আরও পড়ুন: অগ্নিদগ্ধ হয়ে দুই বোন-সহ সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?

এলাকাবাসী লিপেশ দাস জানান, 6-7 জন দুষ্কৃতী ছিল ৷ তাদের মধ্যে তিনজন বাইরে অপেক্ষা করছিল ৷ কয়েকজন ভিতরে গিয়ে সোনার দোকানের মালিককে গুলি করে ৷ দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লুঠপাট চালায় ৷ গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসে ৷ প্রায় 40 জন বাসিন্দা দুষ্কৃতীদের ধাওয়া করে ৷ সেই সময় দুষ্কৃতীরা বোমা ছুড়তে থাকে ৷ তিনি আরও জানিয়েছেন, দুষ্কৃতীদের মধ্যে একজন হিন্দিতে, অন্যজন বাংলায় কথা বলছিল ৷

মালদায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

মালদা, 27 জুন: ভর সন্ধ্যায় মালতিপুরে দুঃসাহসিক ডাকাতি ৷ দোকানের মালিক ও কর্মীকে গুলি করে, ধারালো অস্ত্রের আঘাত করে চলল ডাকাতি ৷ দুষ্কৃতীরা পালানোর সময় এলাকায় বোমাবাজি করে ৷ দুষ্কৃতীদের আটকাতে গিয়ে বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালতিপুরের কাশিমপুর এলাকায় ৷

কাশিমপুর এলাকায় গৌতম সেনের সোনার দোকান আছে ৷ এদিন সন্ধ্যায় মুখে কাপড় বেঁধে কয়েকজন দুষ্কৃতী দোকানে আসে ৷ তারা গৌতম সেনকে লক্ষ্য করে গুলি চালায় ৷ দোকানের কর্মচারী তনয় মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দোকানে লুঠপাট করতে থাকে ৷ গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে দুষ্কৃতীদের ধাওয়া করে ৷ সেই সময় দু'টি বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী ? গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করে মণিরুল নামের এক সিভিক ভলান্টিয়ার ৷ সেই সময় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে সিভিক ভলান্টিয়ার মাটিতে লুটিয়ে পড়েন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক, চাঁচল থানার আইসি, ট্যাফিক আইসি-সহ বিশাল পুলিশবাহিনী ৷ আহতদের উদ্ধার করে প্রথমে মালতিপুরে নিয়ে যাওয়া হয় ৷ পরে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ এখন সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷

গৌতমবাবুর শাশুড়ি লক্ষ্মী দাস বলেন, "আমি দুটো আওয়াজ পেয়ে ছেলেকে ফোন করি ৷ আমার ছেলের ফার্নিচারের দোকান রয়েছে ৷ সামনেই জামাইয়ের সোনার দোকান ৷ প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে জামাই বাড়ি চলে যায় ৷ আজ একটু দেরি হয়েছিল ৷ সন্ধে সাড়ে 7টা নাগাদ মুখে কাপড় বেঁধে সাত-আটজন ঢুকে গুলি করে সব সোনা নিয়ে নেয় ৷"

আরও পড়ুন: অগ্নিদগ্ধ হয়ে দুই বোন-সহ সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?

এলাকাবাসী লিপেশ দাস জানান, 6-7 জন দুষ্কৃতী ছিল ৷ তাদের মধ্যে তিনজন বাইরে অপেক্ষা করছিল ৷ কয়েকজন ভিতরে গিয়ে সোনার দোকানের মালিককে গুলি করে ৷ দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লুঠপাট চালায় ৷ গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসে ৷ প্রায় 40 জন বাসিন্দা দুষ্কৃতীদের ধাওয়া করে ৷ সেই সময় দুষ্কৃতীরা বোমা ছুড়তে থাকে ৷ তিনি আরও জানিয়েছেন, দুষ্কৃতীদের মধ্যে একজন হিন্দিতে, অন্যজন বাংলায় কথা বলছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.