ETV Bharat / state

Rail Blockade in Malda: পাঁচ দফা দাবিতে রেল অবরোধ আদিবাসীদের, ব্যাহত ট্রেন চলাচল

author img

By

Published : Jun 15, 2023, 1:31 PM IST

আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধের প্রভাব মালদাতে ৷ পাঁচ দফা দাবিতে রেল অবরোধ করল আদিবাসীরা ৷ এর জেরে অনেক জায়গায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ৷

tribal strike in Malda
আদিবাসী সেঙ্গেল অভিযান
পাঁচ দফা দাবিতে রেল অবরোধ আদিবাসীদের

মালদা, 15 জুন: একগুচ্ছ দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের সাত রাজ্যে ডাকা বনধের প্রভাব পড়ল মালদায় ৷ সংগঠনের নেতা-কর্মীরা ইতিমধ্যে রেল অবরোধ শুরু করে দিয়েছেন ৷ এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক ট্রেন ৷ অবরোধ কখন উঠবে, এখনও তা বলা যাচ্ছে না ৷ তবে এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুরাতন মালদার আদিনা স্টেশনে উপস্থিত রয়েছেন পুলিশ ও আরপিএফ ৷

আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি এবং ঝাড়খণ্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা বলেন, " আমরা আদিবাসী ৷ প্রকৃতির পূজারি ৷ আমাদের ধর্মের নাম সারনা ধর্ম ৷ আমরা এই দেশের মূল নিবাসী ৷ অথচ এখনও কেন্দ্রীয় সরকার সারনা ধর্মের কোড দেয়নি ৷ ঝাড়খণ্ডের গিরিডি জেলায় পরেশনাথ পাহাড় হল তাঁদের আরাধ্য দেবতা মারাং বুরুর বাসস্থান ৷ অথচ তাঁদের দেবতাকে ঝাড়খণ্ডের সরকার জৈন সম্প্রদায়ের কাছে বিক্রি করে দিয়েছে বলে তিনি দাবি করেন ৷

আরও পড়ুন: 12 ঘণ্টার বাংলা বনধ আদিবাসীদের, রাস্তাঘাট ফাঁকা ও অবরুদ্ধ যান চলাচল

তাঁর আরও দাবি, ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতালি ভাষাকে রাজভাষা হিসাবে মান্যতা প্রদান করতে হবে ৷ কারণ, ওই রাজ্যের সিংহভাগ অধিবাসীই আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার অসম ও আন্দামানে বাস করা আদিবাসীদের তফসিলি উপজাতির মর্যাদা দেয়নি ৷ ঝাড়খণ্ড, তৃণমূল, বিজেডি কিংবা কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক বজায় রাখতে লোভ দেখিয়ে আদিবাসীদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করছে ৷ অথচ যারা প্রকৃত আদিবাসী, তাদের সেই সুবিধে দেওয়া হচ্ছে না ৷

তিনি বলেন, "আমরা এর তীব্র বিরোধিতা করছি ৷ এই পাঁচটি দাবির ভিত্তিতে আজ আমরা দেশের সাতটি রাজ্যে বনধ পালন করছি ৷ একই দাবিতে এর আগেও আমরা আন্দোলন করেছি ৷ রেল ও পথ অবরোধ করেছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ এই পাঁচটি দাবি পূরণ না হলে আগামী অগস্টের মধ্যেই আমরা রেল ও রাস্তা অবরোধ করে গোটা দেশকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেব ৷"

আরও পড়ুন: আদিবাসীদের ডাকা 12 ঘণ্টা বনধে ঝাড়গ্রামে রাস্তাঘাট ফাঁকা, উধাও বেসরকারি বাস

এদিকে পুরাতন মালদার আদিনা স্টেশনে আদিবাসীদের রেল অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ে একাধিক ট্রেন ৷ সূর্যকমল স্টেশনে আটকে পড়েছিল এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৷ এছাড়াও সামসী স্টেশনে কলকাতাগামী কুলিক এক্সপ্রেস, পুরাতন মালদা স্টেশনে কাটিহারগামী প্যাসেঞ্জার এবং ভালুকা স্টেশনে কাটিহার-পুরাতন মালদা প্যাসেঞ্জারও আটকে থাকে বেশ কিছুক্ষণ ৷

পাঁচ দফা দাবিতে রেল অবরোধ আদিবাসীদের

মালদা, 15 জুন: একগুচ্ছ দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের সাত রাজ্যে ডাকা বনধের প্রভাব পড়ল মালদায় ৷ সংগঠনের নেতা-কর্মীরা ইতিমধ্যে রেল অবরোধ শুরু করে দিয়েছেন ৷ এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক ট্রেন ৷ অবরোধ কখন উঠবে, এখনও তা বলা যাচ্ছে না ৷ তবে এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুরাতন মালদার আদিনা স্টেশনে উপস্থিত রয়েছেন পুলিশ ও আরপিএফ ৷

আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি এবং ঝাড়খণ্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা বলেন, " আমরা আদিবাসী ৷ প্রকৃতির পূজারি ৷ আমাদের ধর্মের নাম সারনা ধর্ম ৷ আমরা এই দেশের মূল নিবাসী ৷ অথচ এখনও কেন্দ্রীয় সরকার সারনা ধর্মের কোড দেয়নি ৷ ঝাড়খণ্ডের গিরিডি জেলায় পরেশনাথ পাহাড় হল তাঁদের আরাধ্য দেবতা মারাং বুরুর বাসস্থান ৷ অথচ তাঁদের দেবতাকে ঝাড়খণ্ডের সরকার জৈন সম্প্রদায়ের কাছে বিক্রি করে দিয়েছে বলে তিনি দাবি করেন ৷

আরও পড়ুন: 12 ঘণ্টার বাংলা বনধ আদিবাসীদের, রাস্তাঘাট ফাঁকা ও অবরুদ্ধ যান চলাচল

তাঁর আরও দাবি, ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতালি ভাষাকে রাজভাষা হিসাবে মান্যতা প্রদান করতে হবে ৷ কারণ, ওই রাজ্যের সিংহভাগ অধিবাসীই আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৷ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার অসম ও আন্দামানে বাস করা আদিবাসীদের তফসিলি উপজাতির মর্যাদা দেয়নি ৷ ঝাড়খণ্ড, তৃণমূল, বিজেডি কিংবা কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক বজায় রাখতে লোভ দেখিয়ে আদিবাসীদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করছে ৷ অথচ যারা প্রকৃত আদিবাসী, তাদের সেই সুবিধে দেওয়া হচ্ছে না ৷

তিনি বলেন, "আমরা এর তীব্র বিরোধিতা করছি ৷ এই পাঁচটি দাবির ভিত্তিতে আজ আমরা দেশের সাতটি রাজ্যে বনধ পালন করছি ৷ একই দাবিতে এর আগেও আমরা আন্দোলন করেছি ৷ রেল ও পথ অবরোধ করেছি ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷ এই পাঁচটি দাবি পূরণ না হলে আগামী অগস্টের মধ্যেই আমরা রেল ও রাস্তা অবরোধ করে গোটা দেশকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেব ৷"

আরও পড়ুন: আদিবাসীদের ডাকা 12 ঘণ্টা বনধে ঝাড়গ্রামে রাস্তাঘাট ফাঁকা, উধাও বেসরকারি বাস

এদিকে পুরাতন মালদার আদিনা স্টেশনে আদিবাসীদের রেল অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ে একাধিক ট্রেন ৷ সূর্যকমল স্টেশনে আটকে পড়েছিল এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৷ এছাড়াও সামসী স্টেশনে কলকাতাগামী কুলিক এক্সপ্রেস, পুরাতন মালদা স্টেশনে কাটিহারগামী প্যাসেঞ্জার এবং ভালুকা স্টেশনে কাটিহার-পুরাতন মালদা প্যাসেঞ্জারও আটকে থাকে বেশ কিছুক্ষণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.