মালদা, 9 মার্চ : দিল্লির পর এবার পঞ্জাবে সরকার গড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ বুথ ফেরত সমীক্ষা অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ৷ রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন, এর পর অরবিন্দ কেজরিওয়ালের লক্ষ্য কোন রাজ্য ? সেটা কি পশ্চিমবঙ্গ ? আজ মালদা শহরজুড়ে আম আদমি পার্টির পোস্টার সেই প্রশ্নই তুলে দিয়েছে (Poster for Requesting to Become A Member of AAP in Malda) ৷ কে বা কারা এত পোস্টার লাগিয়েছে ? তা জানতে ময়দানে নেমে পড়েছে জেলা পুলিশ ৷
আজ সকালে মালদা শহরের প্রায় সব জায়গায় আপের পোস্টার নজরে এসেছে শহরবাসীর ৷ পোস্টারে দেওয়া রয়েছে একটি ফোন নম্বর ৷ সেই নম্বরে মিসড কল দিয়ে আম আদমি পার্টির সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে ৷ সঙ্গে লেখা রয়েছে, ‘‘নোংরা রাজনীতিকে সাফ করতে বাংলায় এ বার আসছে আপ ৷’’ কিছু পোস্টার ছিড়ে দেওয়ার ঘটনাও নজরে এসেছে ৷ মালদা শহরের বাসিন্দা সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, “আজ সকাল থেকেই গোটা শহরে আম আদমি পার্টির পোস্টার দেখতে পাচ্ছি ৷ আগে জানতাম, এই পার্টি দিল্লিতে রয়েছে ৷ এবার পঞ্জাব বিধানসভা নির্বাচনে তারা ভাল ফল করবে বলে সবাই জানাচ্ছে ৷ সম্ভবত এর পর তারা পশ্চিমবঙ্গেও নিজেদের বিস্তার করার সিদ্ধান্ত নিয়েছে ৷’’
আরও পড়ুন : TMC Party Meeting : পুরানোদের বাড়তি দায়িত্বভার, মঞ্চে ফেরালেন পিকে’কে; নবীন-প্রবীণ ভারসাম্যের চেষ্টা মমতার
2024’র লোকসভা ভোটে বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে একজোট করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একাধিকবার জানিয়েছেন, এই জোটে অবরিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি উল্লেখযোগ্য ভূমিকা নেবে ৷ তিনি নিজে বেশ কয়েকবার কেজরিওয়ালের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উপর আপের নজর তৃণমূলনেত্রী কীভাবে দেখবেন ? এখন সেটাই দেখার ৷