মালদা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার কংগ্রেস ও সিপিআইএমের দুই কর্মী (social media distorting picture of CM)। ধৃতরা হলেন কংগ্রেসের মোজাম্মেল হক ও সিপিএমের শফিকুল আলম ৷ ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, শনিবার চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ দায়ের করা হয়। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, "গত দু'দিন ধরে আমরা দেখছি, দু'জন ব্যক্তি মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। বিষয়টি আমাদের নজরে আসতেই আমরা থানায় অভিযোগ করেছি। মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করে পোস্ট করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারছি না। বিষয়টি আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি। এর বিরুদ্ধে আমরা পথে নামব।"
ছাত্র পরিষদের অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএমের কর্মী শফিকুল আলমকে গ্রেফতার করে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, "সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ জারি করেছে, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের অধিকারে হস্তক্ষেপ করা চলবে না। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে, সেখানে নির্দিষ্ট কারও নাম নেই, নির্দিষ্ট কারও ছবি নেই। আমাদের এরিয়া কমিটির সদস্য প্রাক্তন কর্মাধ্যক্ষ সেই পোস্ট করে। সেই কারণে তাঁকে পুলিশ তুলে এনেছে। আমরা কোন রাজ্যে বাস করছি? এখানে কোনও গণতন্ত্র নেই। আমরা এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব।"চাঁচল 1 নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গাজি আতাউর রহমান বলেন, "সিপিএমের একজন ও আমাদের দলের একজন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছে। পুলিশ বলছে, এটা মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি-আপনারা এটা পোস্ট করলেন কেন? আমাদের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা যাবে না? একটা ছবি পোস্ট করতে গিয়ে যদি কাউকে গ্রেফতার হতে হয় তবে আমরা কোন রাজ্যে বাস করছি?’’