রতুয়া, ৮ সেপ্টেম্বর : কোরোনা, লকডাউন, কাজ চলে যাওয়ায় নতুন কাজ খোঁজা, এসব নিয়ে আপাতত কিছু ভাবতে পারছে না রতুয়া ১ ব্লকের বাসিন্দারা৷ এখন তাঁদের মাথায় শুধুই রাস্তা ৷ বর্ষা মরশুমে গোটা ব্লকেই রাস্তাঘাট পরিণত হয়েছে মরণফাঁদে ৷ ছোটখাটো দুর্ঘটনা নিত্যদিন ঘটছে ৷ আহতও হচ্ছে অনেকে ৷ যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা ৷ রাস্তার পরিস্থিতি যে সত্যিই চিন্তার, তা মেনে নিচ্ছে শাসকদলও ৷ যদিও গোটা বিষয়টিকে উপরমহলের দিকে ঠেলে দিয়েছেন BDO ৷
উত্তর ও দক্ষিণ মালদা মহকুমার সংযোগস্থল রতুয়া ১ ব্লক ৷ এই ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা রতুয়া-মালদা রাজ্য সড়কের ব্লক মোড় ৷ এখান থেকেই মালদা, হরিশ্চন্দ্রপুর ও দেবীপুরগামী রাস্তা বেরিয়েছে ৷ মোড় সংলগ্ন এলাকায় রয়েছে বাসস্ট্যান্ড, থানা, BDO অফিস প্রভৃতি ৷ প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ৷ চলাচল করে অসংখ্য যানবাহন ৷ কিন্তু বেহাল রাস্তার জন্য এই মুহূর্তে প্রত্যেকেরই অসুবিধে হচ্ছে ৷ বিশেষত গাড়িচালকদের সমস্যা সবচেয়ে বেশি ৷ তাঁদের বক্তব্য, বেহাল রাস্তার জন্য প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ৷ অথচ প্রশাসনের কোনও হুঁশ নেই ৷ এরপর যদি বড় কোনও দুর্ঘটনায় কারোর প্রাণ যায়, সেক্ষেত্রে তার দায় গাড়িচালকদের উপর চাপানো চলবে না ৷ সেই দায়ও প্রশাসনকে নিতে হবে ৷
এক বাসচালক অভিজিৎ পাল বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ৷ আমরা রাস্তায় গাড়ি চালানোর জন্য সরকারকে নিয়মিত কর দিই ৷ কিন্তু বেহাল রাস্তা মেরামতে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ রাস্তায় এত বড় বড় গর্ত যে আমরা বাস থেকে যাত্রীদের নামিয়ে সেই জায়গা পার করতে বাধ্য হচ্ছি ৷ তাতেও দুর্ঘটনার শঙ্কা থেকে যায় ৷ সোজাসুজি বাস গর্তে নামালে গাড়ির সামনের ও পিছনের অংশ রাস্তায় ধাক্কা খাচ্ছে ৷ আর বাঁকা করে নামালে গাড়ি নিশ্চিতভাবে উলটে যাবে ৷”
স্থানীয় বাসিন্দা অনিলচন্দ্র মিশ্র বলেন, “এই মোড়টি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এখান থেকে তিনদিকে যাওয়ার রাস্তা বেরিয়েছে ৷ এই রাস্তার উপর দিয়ে প্রশাসনিক আধিকারিক কিংবা জনপ্রতিনিধিরা নিয়মিত যাতায়াত করছেন ৷ অথচ রাস্তা সংস্কারের উদ্যোগ কেউ নেননি ৷ একডালি মাটিও রাস্তায় পড়েনি ৷”
বিধানসভা নির্বাচনের আগে এমন বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও৷ CPI(M)-র রতুয়া ১ ব্লক কমিটির সম্পাদক জহুর আলম বলেন, “এই ব্লকের একাধিক জায়গায় রাস্তা বেহাল হয়ে রয়েছে ৷ লকডাউনের মধ্যে বেশ কয়েকবার আমরা BDO-কে এনিয়ে ডেপুটেশন দিয়েছি ৷ কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি ৷ একসময় ক্ষমতায় থাকাকালীন আমরা গোটা দেশে মাছচাষে প্রথম হয়েছিলাম ৷ সম্ভবত সেটা মনে রেখেই বর্তমান রাজ্য সরকার রাস্তাতেও এখন মাছ চাষ করার ব্যবস্থা করে রেখেছে ৷ যে কোনও রাস্তায় এখন মাছ চাষ করা যাবে ৷ রাস্তায় ধানের বীজ ফেলে চাষও করা যাবে ৷ রাস্তা নিয়ে তাদের কোনও হেলদোল নেই ৷ অথচ কথাবার্তা শুনলে মনে হয়, গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে ৷ সেই জোয়ার কতটা, এই রাস্তা দেখলেই তা বোঝা যায় ৷”
বেহাল রাস্তা যে সমস্যার কারণ, তা স্বীকার করে নিয়েছেন এলাকার তৃণমূলের জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির ৷ তিনি বলেন, “বিষয়টি আমি ইতিমধ্যেই জেলাশাসক ও BDOকে জানিয়েছি ৷ BDO দ্রুত এই রাস্তা সংস্কার করে দেবেন বলেছেন ৷ খুব দ্রুত কাজ শুরু হবে ৷ আপাতত রাস্তার বেহাল অংশ মেরামত করা হবে ৷ পরে গোটা রাস্তা সংস্কারের কথা ভাবা হবে ৷”
রতুয়া ১-এর BDO সারওয়ার আলি বলেন, “আমি ইতিমধ্যেই বিষয়টি জেলায় জানিয়েছি৷ পূর্ত দপ্তরকেও জানানো হয়েছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে ৷ পরবর্তীতে গোটা রাস্তাটাই সংস্কার করা হবে ৷”