ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটের স্লোগানে থাকুক সবুজায়নের বার্তা, পরিবেশকর্মীদের প্রস্তাবে সায় রাজনৈতিক দলগুলির - পরিবেশকর্মী

8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ পরিবেশকর্মীদের দাবি অন্য বিষয়গুলির মতো পরিবেশ রক্ষার বিষয়টিকেও এবারের প্রচারে গুরুত্ব দিক রাজনৈতিক দলগুলি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 28, 2023, 9:30 PM IST

ভোটের স্লোগানে থাকুক সবুজায়নের বার্তা উঠছে দাবি

মালদা, ২৮ জুন: রাস্তা ঠিক হবে, পানীয় জলের সমস্যা থাকবে না, নিকাশি নিয়ে আর কাউকে ভাবতে হবে না, এমনকী সব গরিব মানুষকে দায়িত্ব নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটপ্রার্থীরা ৷ ঠিক সেই মুহূর্তে পরিবেশকর্মীরা দাবি তুলেছেন, গ্রাম বাংলাকে আরও সবুজ করার প্রতিশ্রুতিও দিক রাজনৈতিক দলগুলি ৷ নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় থাকুক জলাভূমি সংরক্ষণ, নদী-সহ অন্যান্য দূষণ রোধ, ভূগর্ভস্থ জলস্তর সুরক্ষিত রাখা, কৃষিজমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ কমানোর বিষয়গুলিও ৷ কারণ, এতেই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে ৷ কাকতালীয়ভাবে গোটা দেশের 10 লক্ষ বুথ সভাপতির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সম্প্রতি একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ফলে এবার পরিবেশকর্মীদের দাবি কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

পরিবেশকর্মী হিসাবে দক্ষিণ দিনাজপুরের তুহিনশুভ্র মণ্ডল রাজ্য তথা দেশে পরিচিত নাম ৷ বিদেশেরও একাধিক সেমিনারে গৌড়বঙ্গ তথা রাজ্যের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেছেন তিনি ৷ কীভাবে এসব সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, তা নিয়ে চিন্তায় থাকেন সারাক্ষণ ৷ ইটিভি ভারতকে তিনি জানালেন, পরিবেশ রক্ষার ইস্যু গ্রামীণ ভোটের স্লোগান হওয়া উচিত ৷ এখন গ্রামীণ পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে ৷ রাজস্থানের মরুপ্রান্তর থেকেও বাংলার গ্রাম ও শহরের উষ্ণতা অনেক বেশি৷ তাপপ্রবাহ মারাত্মক আকার নিয়েছে ৷ নদী-নালা, খাল-বিল শুকিয়ে যাচ্ছে ৷ ভূগর্ভস্থ জলস্তর অনেক নীচে নেমে গিয়েছে ৷ গ্রামেও এখন আগের মতো গাছপালা দেখা যায় না ৷ গাছ কাটা হচ্ছে৷ পরিবেশ নষ্ট হলে গ্রাম বা শহর বলে আলাদা কিছু থাকে না ৷ তাই এখন থেকে পরিবেশও ভোটের ইস্যু হোক৷ সবুজ ভবিষ্যতই ভোটের পার্থক্য গড়ে দিক ৷

এই পরিবেশকর্মীর কথায়,"এটা ঠিক যে গাছ লাগানোর জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে৷ বনমহোৎসব রয়েছে ৷ গাছ লাগানো হয় প্রচুর ৷ কিন্তু তার পরিচর্যা আর হয় না ৷ ফলে অধিকাংশ গাছই মারা যায় ৷ আমাদের কথা আর কাজে মিল থাকতে হবে ৷ এর যত পার্থক্য হবে, ভবিষ্যৎ প্রজন্ম ততই বিপন্ন হবে ৷ এই সময় পরিবেশ রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন ৷ গাছ কমে যাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণও কমে গিয়েছে ৷ ফলে ব্যাপকভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে ৷ এতে ভূগর্ভস্থ জলে আর্সেনিক, ফ্লুরোসিসের দেখা মিলছে ৷ এটা বিপজ্জনক ৷”

আরও পড়ুন: 'টিকিট পাব জানতাম', বিজেপির গড়ে জিততে বদ্ধপরিকর মমতার বৌদি

তুহিনবাবুর দাবি মেনে নিচ্ছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ৷ তিনি জানান, বিষয়টি খুব প্রাসঙ্গিক ৷ প্রধানমন্ত্রীও বিজেপির বুথ সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক পরিবেশ রক্ষার বিষয়টি উত্থাপন করেছেন ৷ পার্থসারথি ঘোষের কথায়, "বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এই দলের নেতা-কর্মীরা সমাজ তথা দেশের কাজ করবেন ৷ পরিবেশ রক্ষাও তার একটা অঙ্গ ৷ প্রধানমন্ত্রীও পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন ৷"

আরও পড়ুন: শাসকদলের নেতার বিরুদ্ধে পদ্মের সাদামাটা রমা, জোর লড়াই রায়গঞ্জে

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও পরিবেশকর্মীদের দাবির সঙ্গে একমত ৷ তাঁর বক্তব্য,“আমি দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান হিসাবে রয়েছি৷ ফলে পরিবেশ রক্ষার গুরুত্ব যে কতটা, সেটা ভালোই জানি ৷ আমরা রক্তদান, দেহদান কিংবা তেমন অনেক কথা বলি ৷ কিন্তু আমাদের সবার আগে পরিবেশ ঠিক রাখার কথা ভাবতে হবে ৷ পরিবেশ নষ্ট হওয়ার জন্যই উষ্ণায়ন বাড়ছে ৷ এবার আমরা সেটা ভালোভাবেই উপলব্ধি করেছি ৷ জলের স্তর নেমে যাচ্ছে ৷ তাই আমরা জল সুরক্ষা অভিযানে নেমেছি ৷ একইসঙ্গে প্রতি বাড়িতে গাছ লাগানোর দিকে নজর দিয়েছি ৷ এখন গ্রামেও জমি মাফিয়াদের নজর পড়েছে ৷ তারা গাছ কেটে নিলেও সেখানে গাছ লাগানো হচ্ছে না ৷ সবুজায়নে জোর দেওয়া উচিত ৷"

ভোটের স্লোগানে থাকুক সবুজায়নের বার্তা উঠছে দাবি

মালদা, ২৮ জুন: রাস্তা ঠিক হবে, পানীয় জলের সমস্যা থাকবে না, নিকাশি নিয়ে আর কাউকে ভাবতে হবে না, এমনকী সব গরিব মানুষকে দায়িত্ব নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটপ্রার্থীরা ৷ ঠিক সেই মুহূর্তে পরিবেশকর্মীরা দাবি তুলেছেন, গ্রাম বাংলাকে আরও সবুজ করার প্রতিশ্রুতিও দিক রাজনৈতিক দলগুলি ৷ নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় থাকুক জলাভূমি সংরক্ষণ, নদী-সহ অন্যান্য দূষণ রোধ, ভূগর্ভস্থ জলস্তর সুরক্ষিত রাখা, কৃষিজমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ কমানোর বিষয়গুলিও ৷ কারণ, এতেই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে ৷ কাকতালীয়ভাবে গোটা দেশের 10 লক্ষ বুথ সভাপতির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সম্প্রতি একই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ফলে এবার পরিবেশকর্মীদের দাবি কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

পরিবেশকর্মী হিসাবে দক্ষিণ দিনাজপুরের তুহিনশুভ্র মণ্ডল রাজ্য তথা দেশে পরিচিত নাম ৷ বিদেশেরও একাধিক সেমিনারে গৌড়বঙ্গ তথা রাজ্যের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেছেন তিনি ৷ কীভাবে এসব সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, তা নিয়ে চিন্তায় থাকেন সারাক্ষণ ৷ ইটিভি ভারতকে তিনি জানালেন, পরিবেশ রক্ষার ইস্যু গ্রামীণ ভোটের স্লোগান হওয়া উচিত ৷ এখন গ্রামীণ পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে ৷ রাজস্থানের মরুপ্রান্তর থেকেও বাংলার গ্রাম ও শহরের উষ্ণতা অনেক বেশি৷ তাপপ্রবাহ মারাত্মক আকার নিয়েছে ৷ নদী-নালা, খাল-বিল শুকিয়ে যাচ্ছে ৷ ভূগর্ভস্থ জলস্তর অনেক নীচে নেমে গিয়েছে ৷ গ্রামেও এখন আগের মতো গাছপালা দেখা যায় না ৷ গাছ কাটা হচ্ছে৷ পরিবেশ নষ্ট হলে গ্রাম বা শহর বলে আলাদা কিছু থাকে না ৷ তাই এখন থেকে পরিবেশও ভোটের ইস্যু হোক৷ সবুজ ভবিষ্যতই ভোটের পার্থক্য গড়ে দিক ৷

এই পরিবেশকর্মীর কথায়,"এটা ঠিক যে গাছ লাগানোর জন্য বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে৷ বনমহোৎসব রয়েছে ৷ গাছ লাগানো হয় প্রচুর ৷ কিন্তু তার পরিচর্যা আর হয় না ৷ ফলে অধিকাংশ গাছই মারা যায় ৷ আমাদের কথা আর কাজে মিল থাকতে হবে ৷ এর যত পার্থক্য হবে, ভবিষ্যৎ প্রজন্ম ততই বিপন্ন হবে ৷ এই সময় পরিবেশ রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন ৷ গাছ কমে যাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণও কমে গিয়েছে ৷ ফলে ব্যাপকভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে ৷ এতে ভূগর্ভস্থ জলে আর্সেনিক, ফ্লুরোসিসের দেখা মিলছে ৷ এটা বিপজ্জনক ৷”

আরও পড়ুন: 'টিকিট পাব জানতাম', বিজেপির গড়ে জিততে বদ্ধপরিকর মমতার বৌদি

তুহিনবাবুর দাবি মেনে নিচ্ছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ৷ তিনি জানান, বিষয়টি খুব প্রাসঙ্গিক ৷ প্রধানমন্ত্রীও বিজেপির বুথ সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক পরিবেশ রক্ষার বিষয়টি উত্থাপন করেছেন ৷ পার্থসারথি ঘোষের কথায়, "বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এই দলের নেতা-কর্মীরা সমাজ তথা দেশের কাজ করবেন ৷ পরিবেশ রক্ষাও তার একটা অঙ্গ ৷ প্রধানমন্ত্রীও পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন ৷"

আরও পড়ুন: শাসকদলের নেতার বিরুদ্ধে পদ্মের সাদামাটা রমা, জোর লড়াই রায়গঞ্জে

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও পরিবেশকর্মীদের দাবির সঙ্গে একমত ৷ তাঁর বক্তব্য,“আমি দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান হিসাবে রয়েছি৷ ফলে পরিবেশ রক্ষার গুরুত্ব যে কতটা, সেটা ভালোই জানি ৷ আমরা রক্তদান, দেহদান কিংবা তেমন অনেক কথা বলি ৷ কিন্তু আমাদের সবার আগে পরিবেশ ঠিক রাখার কথা ভাবতে হবে ৷ পরিবেশ নষ্ট হওয়ার জন্যই উষ্ণায়ন বাড়ছে ৷ এবার আমরা সেটা ভালোভাবেই উপলব্ধি করেছি ৷ জলের স্তর নেমে যাচ্ছে ৷ তাই আমরা জল সুরক্ষা অভিযানে নেমেছি ৷ একইসঙ্গে প্রতি বাড়িতে গাছ লাগানোর দিকে নজর দিয়েছি ৷ এখন গ্রামেও জমি মাফিয়াদের নজর পড়েছে ৷ তারা গাছ কেটে নিলেও সেখানে গাছ লাগানো হচ্ছে না ৷ সবুজায়নে জোর দেওয়া উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.