মালদা, 27 সেপ্টেম্বর: অপরাধ দমনে জেলাজুড়ে বসানো হচ্ছে 500টিরও বেশি সিসিটিভি ক্যামেরা ৷ সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে শুধুমাত্র মালদা শহরেই বসানো হচ্ছে 104টি ক্যামেরা ৷ গাড়ির নম্বর প্লেট ট্র্যাক করতে বসানো হয়েছে এএনপিআর ক্যামেরাও ৷ দ্রুত বার্তা পৌঁছে দিতে থাকছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ৷ সবমিলিয়ে পুজোর আগে জনসাধারণের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ করছে মালদা জেলা পুলিশ ৷
মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার থানায় কমিউনিটি হল, মালখানা ও সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব ৷ উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি সুদীপ সরকার, জেলাশাসক নীতীন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত পুলিশসুপার আবু বক্কর-সহ অন্যরা ৷
আইজি রাজেশকুমার যাদব এদিন বলেন, "মালদা জেলাজুড়ে 550টিরও সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷ শুধুমাত্র মালদা শহরে 104টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷ তার মধ্যে 80টি সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে ৷ প্রতিটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এক মাসের জন্য সংরক্ষণ করা থাকবে ৷ পরে আমরা আরও বেশি সময়ের জন্য এই ফুটেজ সংরক্ষণের চেষ্টা করব ৷"
তিনি আরও জানান, জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দু'টি অটোমেটেড নম্বর প্লেট রিকগনেশন (এএনপিআর) ক্যামেরা বসানো হয়েছে ৷ এতে খুব সহজেই গাড়ি ট্র্যাক করা যাবে ৷ সিস্টেমে যদি কোনও গাড়ির নম্বর লুক-আউটে দেওয়া থাকে, তবে ক্যামেরায় ওই গাড়ির নম্বর প্লেট ডিটেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে অ্যালার্ট পৌঁছে যাবে ৷
মনিটরিং রুম থেকে সাধারণ মানুষকে দ্রুত বার্তা পৌঁছতে ক্যামেরার পাশাপাশি সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও করা হচ্ছে ৷ জনবহুল 10টি জায়গায় এই ব্যবস্থা করা হবে ৷ দু'টি জায়গায় ইতিমধ্যে সেই ব্যবস্থা করা হয়েছে ৷ সারা উত্তরবঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা ফোন নম্বরের বন্দোবস্ত করা হয়েছে । তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসার নিযুক্ত করা হবে ৷ পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের আওতায় প্রবীণদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক ৷
আরও পড়ুন: অযোধ্যার জমিদার বাড়ির 'ব্যাঘ্রবাহিনী'র আরাধনা এবার 199 বছরে