ETV Bharat / state

মালদায় ফের বেআইনি গাঁজা চাষ রুখে দিল পুলিশ

author img

By

Published : Dec 26, 2020, 3:16 PM IST

গোপন সূত্রে খবর পেয়ে আজ কালিনগর এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । গাঁজার গাছগুলি পুড়িয়ে দেন পুলিশকর্মীরা ।

marijuana
marijuana

মালদা, 26 ডিসেম্বর : ফের গাঁজা চাষের সন্ধান মালদায় । গোপন সূত্রে খবর পেয়ে, ওই বেআইনি গাঁজার চাষ নষ্ট করল বৈষ্ণবনগর থানার পুলিশ । ঘটনায় জমির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ কালিনগর এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । ওই এলাকার 5 কাঠা জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ করা হচ্ছিল । গাঁজার গাছগুলি পুড়িয়ে দেন পুলিশকর্মীরা ।

পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে এনিয়ে দুবার বেআইনি গাঁজা চাষ নষ্ট করা হল । এর আগে কৃষ্ণপুর গ্রাম-পঞ্চায়েতের মণ্ডায় গ্রামে বেআইনি গাঁজা চাষের সন্ধান পাওয়া যায় । এবার শাহবানচক গ্রাম-পঞ্চায়েতের আলিনগরে গাঁজার চাষের খোঁজ মিলেছে । 5 কাঠা জমির উপরে বেআইনিভাবে চলতে থাকা এই চাষ নষ্ট করা হয়েছে । একইসঙ্গে ভগবানপুর গ্রাম-পঞ্চায়েত এলাকায় এ ধরণের বেআইনি চাষ হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

মালদা, 26 ডিসেম্বর : ফের গাঁজা চাষের সন্ধান মালদায় । গোপন সূত্রে খবর পেয়ে, ওই বেআইনি গাঁজার চাষ নষ্ট করল বৈষ্ণবনগর থানার পুলিশ । ঘটনায় জমির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ কালিনগর এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল । ওই এলাকার 5 কাঠা জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ করা হচ্ছিল । গাঁজার গাছগুলি পুড়িয়ে দেন পুলিশকর্মীরা ।

পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে এনিয়ে দুবার বেআইনি গাঁজা চাষ নষ্ট করা হল । এর আগে কৃষ্ণপুর গ্রাম-পঞ্চায়েতের মণ্ডায় গ্রামে বেআইনি গাঁজা চাষের সন্ধান পাওয়া যায় । এবার শাহবানচক গ্রাম-পঞ্চায়েতের আলিনগরে গাঁজার চাষের খোঁজ মিলেছে । 5 কাঠা জমির উপরে বেআইনিভাবে চলতে থাকা এই চাষ নষ্ট করা হয়েছে । একইসঙ্গে ভগবানপুর গ্রাম-পঞ্চায়েত এলাকায় এ ধরণের বেআইনি চাষ হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.