ETV Bharat / state

River Erosion: ভয়াল চেহারা গঙ্গার! ভাঙনে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প - River Erosion in Malda

Ganges River Erosion: গঙ্গার আগ্রাসনে প্রতিদিন তলিয়ে যাচ্ছে গড়ে 50 বিঘা জমি ৷ প্রতিদিন জনবসতির দিকে এগিয়ে যাচ্ছে ভাঙন ৷ গতকাল নদীর ধারে যে পুলিশ ক্যাম্প ছিল, সোমবার তা আর নেই ৷ 70 কিলোমিটার এলাকার মানুষ বিপন্ন ৷

River Erosion
ভাঙনে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প
author img

By

Published : Aug 7, 2023, 9:18 PM IST

ভাঙনে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প

মালদা, 7 অগস্ট: বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে আতঙ্কের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের ৷ মানিকচকের গোপালপুরে চলতি মরশুমে প্রথম ছোবল দিয়েছিল নদী ৷ মানিকচকের পর এবার তার নজর রতুয়া 1 নম্বর ব্লকে ৷ রবিবার বিকেলেও নদীর ধারে যে পুলিশ ক্যাম্প ছিল, সোমবার তা আর নেই ৷ ক্যাম্পের যেটুকু বেঁচে রয়েছে, তা দ্রুত ভেঙে দেওয়া হচ্ছে ৷ শুধু রতুয়া নয়, গঙ্গার এই ভয়াল ভাঙনের মুখে বিহারের একাংশও ৷ পুরো ঘটনায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন রতুয়ার বিধায়ক ৷

ভাঙনে নদীগর্ভে পুলিশ ক্যাম্প চলে যাওয়ায় পুলিশকর্মীরা এখন আশ্রয় নিয়েছেন কাছাকাছি ফ্লাড সেন্টারে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, জল বাড়ার সময় যেভাবে নদী পাড় কাটছে তা আগে দেখা যায়নি ৷ যখন জল কমতে শুরু করবে তখন কী হবে ঈশ্বরই জানেন! ভাঙনে ক্ষতিগ্রস্থ শৈলেশ চন্দ্র মণ্ডল বলছেন, "গঙ্গার জল প্রতিদিনই বাড়ছে ৷ একদিনে 45-50 বিঘা জমি নদীগর্ভে চলে যাচ্ছে ৷ নদীর ধারে পুলিশ ক্যাম্প ছিল ৷ গতকাল বিকেল পর্যন্ত ওই ক্যাম্প আস্ত ছিল ৷ রাত সাড়ে ন'টা নাগাদ সেই বাড়িটিও নদীতে ধসে গিয়েছে ৷"

River Erosion
গঙ্গা ভাঙন

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে তোপ মহম্মদ সেলিমের

আরও এক বাসিন্দা অলোক কুমার মণ্ডল বলেন, "এখানকার পুলিশ ক্যাম্পটিও গতকাল রাতে নদীতে চলে গিয়েছে ৷ গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে আমরা চার বছর ধরে আন্দোলন করে আসছি ৷ কোনও লাভ হয়নি ৷ পশ্চিমবঙ্গে এমন কোনও নেতা তৈরি হয়নি, যিনি গঙ্গা নিয়ে লড়াই করবেন ৷ আসলে দুই হাতি অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকার লড়াই করছে ৷ মাঝখানে আমরা পেষাই হচ্ছি ৷ ক'দিন আগে বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের ইঞ্জিনিয়ররা এই এলাকার ভাঙন সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন ৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷"

তবে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে দুষেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "মণিহারী থেকে ধুলিয়ান পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকাজুড়ে গঙ্গার বাঁ-তীরে ভাঙন চলছে ৷ অথচ কেন্দ্রীয় সরকার চাইছে, বাংলা, বিহার, ঝাড়খণ্ডের মতো অবিজেপি রাজ্য মুছে যাক ৷ ফরাক্কা ব্যারেজের জন্য আমাদের এই দুর্দশা ৷ নিজেদের অস্তিত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, গঙ্গা ভাঙন রোধে অবিলম্বে তিন রাজ্যকে টাকা দিক ৷ তাতে গঙ্গাপাড়ের অন্তত 10 লাখ মানুষ বেঁচে যাবে ৷"

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে সরব অধীর, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পদযাত্রা

ভাঙনে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প

মালদা, 7 অগস্ট: বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে আতঙ্কের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের ৷ মানিকচকের গোপালপুরে চলতি মরশুমে প্রথম ছোবল দিয়েছিল নদী ৷ মানিকচকের পর এবার তার নজর রতুয়া 1 নম্বর ব্লকে ৷ রবিবার বিকেলেও নদীর ধারে যে পুলিশ ক্যাম্প ছিল, সোমবার তা আর নেই ৷ ক্যাম্পের যেটুকু বেঁচে রয়েছে, তা দ্রুত ভেঙে দেওয়া হচ্ছে ৷ শুধু রতুয়া নয়, গঙ্গার এই ভয়াল ভাঙনের মুখে বিহারের একাংশও ৷ পুরো ঘটনায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন রতুয়ার বিধায়ক ৷

ভাঙনে নদীগর্ভে পুলিশ ক্যাম্প চলে যাওয়ায় পুলিশকর্মীরা এখন আশ্রয় নিয়েছেন কাছাকাছি ফ্লাড সেন্টারে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, জল বাড়ার সময় যেভাবে নদী পাড় কাটছে তা আগে দেখা যায়নি ৷ যখন জল কমতে শুরু করবে তখন কী হবে ঈশ্বরই জানেন! ভাঙনে ক্ষতিগ্রস্থ শৈলেশ চন্দ্র মণ্ডল বলছেন, "গঙ্গার জল প্রতিদিনই বাড়ছে ৷ একদিনে 45-50 বিঘা জমি নদীগর্ভে চলে যাচ্ছে ৷ নদীর ধারে পুলিশ ক্যাম্প ছিল ৷ গতকাল বিকেল পর্যন্ত ওই ক্যাম্প আস্ত ছিল ৷ রাত সাড়ে ন'টা নাগাদ সেই বাড়িটিও নদীতে ধসে গিয়েছে ৷"

River Erosion
গঙ্গা ভাঙন

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে তোপ মহম্মদ সেলিমের

আরও এক বাসিন্দা অলোক কুমার মণ্ডল বলেন, "এখানকার পুলিশ ক্যাম্পটিও গতকাল রাতে নদীতে চলে গিয়েছে ৷ গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে আমরা চার বছর ধরে আন্দোলন করে আসছি ৷ কোনও লাভ হয়নি ৷ পশ্চিমবঙ্গে এমন কোনও নেতা তৈরি হয়নি, যিনি গঙ্গা নিয়ে লড়াই করবেন ৷ আসলে দুই হাতি অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকার লড়াই করছে ৷ মাঝখানে আমরা পেষাই হচ্ছি ৷ ক'দিন আগে বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের ইঞ্জিনিয়ররা এই এলাকার ভাঙন সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন ৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷"

তবে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে দুষেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "মণিহারী থেকে ধুলিয়ান পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকাজুড়ে গঙ্গার বাঁ-তীরে ভাঙন চলছে ৷ অথচ কেন্দ্রীয় সরকার চাইছে, বাংলা, বিহার, ঝাড়খণ্ডের মতো অবিজেপি রাজ্য মুছে যাক ৷ ফরাক্কা ব্যারেজের জন্য আমাদের এই দুর্দশা ৷ নিজেদের অস্তিত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, গঙ্গা ভাঙন রোধে অবিলম্বে তিন রাজ্যকে টাকা দিক ৷ তাতে গঙ্গাপাড়ের অন্তত 10 লাখ মানুষ বেঁচে যাবে ৷"

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে সরব অধীর, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পদযাত্রা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.