ETV Bharat / state

Malda BJP Rally : একশো দিনের প্রকল্পে কারচুপির অভিযোগ, বিজেপি সাংসদের বাইকের চাবি কেড়ে মিছিল আটকাল পুলিশ - Police blocked BJP rally in Malda

একশো দিনের প্রকল্পে অনিয়মের অভিযোগে বাইক মিছিল করে চাঁচল মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি (Police snatched keys of BJP MPs bikes and detained rally)। কিন্তু মিছিল শুরু হতেই এগিয়ে আসেন পুলিশ আধিকারিকরা । সাংসদ খগেন মুর্মুর বাইকের চাবি কেড়ে নেন তাঁরা । এনিয়ে পুলিশকে দোষারোপ করেছেন খগেনবাবু ৷

Malda BJP Rally news
মালদায় বিজেপি সাংসদের বাইকের চাবি কেড়ে মিছিল আটকাল পুলিশ
author img

By

Published : Jun 14, 2022, 9:40 PM IST

মালদা, 14 জুন : একশো দিনের কাজের প্রকল্পে এ রাজ্যে লুঠতরাজ চলছে । বারবার হিসেব চাওয়া হলেও রাজ্য সরকার কেন্দ্রকে সেই হিসেব দিচ্ছে না । এ নিয়ে মঙ্গলবার বাইক মিছিল করে চাঁচল মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চা নেতারা । কথা ছিল, শামসি কলেজ মোড় থেকে বাইক চালিয়ে বিজেপির নেতা-কর্মীরা চাঁচল মহকুমাশাসকের দফতরে যাবেন । সেইমতো এদিন দুপুরে সামসী কলেজ মোড়ে চলে আসেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে । কিন্তু মিছিল শুরু হতেই এগিয়ে আসেন পুলিশ আধিকারিকরা । সাংসদের বাইকের চাবি কেড়ে নেন তাঁরা (Police blocked BJP rally in Malda)। এ নিয়ে পুলিশকে তােপ দাগলেন উত্তর মালদার সাংসদ ৷

সাংসদ বলেন, "100 দিনের কাজ প্রকল্পে সাধারণ মানুষের কাজের টাকা এরাজ্যে লুট হচ্ছে । এই টাকা দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি-গাড়ি হচ্ছে । গরিব মানুষ যে তিমিরে ছিল, সেখানেই পড়ে থাকছে । তিন বছর ধরে গোটা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটে চলেছে । কেন্দ্রীয় সরকার বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার এই প্রকল্পের কোনও হিসাব দিচ্ছে না । এনিয়ে আজ বিজেপি যুব মোর্চার তরফে চাঁচলের মহকুমাশাসককে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ তাতে বাধা দেয় । পুলিশ বলছে, আমাদের কোনও অনুমতি নেই । আমাদের জন্য অনুমতির প্রয়োজন । তৃণমূলের জন্য নয় কেন?"

মালদায় বিজেপির মিছিল আটকাল পুলিশ

আরও পড়ুন : Suvendu Adhikari: ‘আমাকে আটকানো যাবে না’, পুলিশের বাধার মুখে দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দুর

তিনি আরও বলেন, "এখানকার বিধায়ক আবদুর রহিম বক্সি দু’দিন আগেই এখানে মিছিল করলেন, সভা করলেন । বিজেপিকে ঘর থেকে বেরোতে দেবেন না বললেন । মিছিল-সভা করার জন্য তাঁর কোনও অনুমতি ছিল ? বিজেপির বিরুদ্ধে এমন মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না কেন? আইন কি শুধুই আমাদের জন্য? আজ চাঁচল আর রতুয়া থানার আইসি আমার চালু করা বাইকের চাবি কেড়ে নিয়েছেন । আমরা কোনও অশান্তি করতে চাই না । শুধু তৃণমূলের অপশাসন আর লুটের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে চাই । ওরা আসলে ভয় পাচ্ছে । মানুষ সব জানতে পারলে ওরা আর থাকবে না । এখানে পিসি-ভাইপো ছাড়া আর কেউ নেই । আর পিসি-ভাইপোর হয়ে কাজ করে যাচ্ছে এই উর্দিধারীরা ।"

এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই বিজেপির বাইক মিছিলের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু পুলিশি অনুমতির তোয়াক্কা না-করেই বাইক মিছিল সংগঠিত করছিলেন বিজেপি নেতারা । সেকারণেই মিছিল আটকে দেওয়া হয়েছে ।

মালদা, 14 জুন : একশো দিনের কাজের প্রকল্পে এ রাজ্যে লুঠতরাজ চলছে । বারবার হিসেব চাওয়া হলেও রাজ্য সরকার কেন্দ্রকে সেই হিসেব দিচ্ছে না । এ নিয়ে মঙ্গলবার বাইক মিছিল করে চাঁচল মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চা নেতারা । কথা ছিল, শামসি কলেজ মোড় থেকে বাইক চালিয়ে বিজেপির নেতা-কর্মীরা চাঁচল মহকুমাশাসকের দফতরে যাবেন । সেইমতো এদিন দুপুরে সামসী কলেজ মোড়ে চলে আসেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে । কিন্তু মিছিল শুরু হতেই এগিয়ে আসেন পুলিশ আধিকারিকরা । সাংসদের বাইকের চাবি কেড়ে নেন তাঁরা (Police blocked BJP rally in Malda)। এ নিয়ে পুলিশকে তােপ দাগলেন উত্তর মালদার সাংসদ ৷

সাংসদ বলেন, "100 দিনের কাজ প্রকল্পে সাধারণ মানুষের কাজের টাকা এরাজ্যে লুট হচ্ছে । এই টাকা দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি-গাড়ি হচ্ছে । গরিব মানুষ যে তিমিরে ছিল, সেখানেই পড়ে থাকছে । তিন বছর ধরে গোটা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটে চলেছে । কেন্দ্রীয় সরকার বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার এই প্রকল্পের কোনও হিসাব দিচ্ছে না । এনিয়ে আজ বিজেপি যুব মোর্চার তরফে চাঁচলের মহকুমাশাসককে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল । কিন্তু পুলিশ তাতে বাধা দেয় । পুলিশ বলছে, আমাদের কোনও অনুমতি নেই । আমাদের জন্য অনুমতির প্রয়োজন । তৃণমূলের জন্য নয় কেন?"

মালদায় বিজেপির মিছিল আটকাল পুলিশ

আরও পড়ুন : Suvendu Adhikari: ‘আমাকে আটকানো যাবে না’, পুলিশের বাধার মুখে দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দুর

তিনি আরও বলেন, "এখানকার বিধায়ক আবদুর রহিম বক্সি দু’দিন আগেই এখানে মিছিল করলেন, সভা করলেন । বিজেপিকে ঘর থেকে বেরোতে দেবেন না বললেন । মিছিল-সভা করার জন্য তাঁর কোনও অনুমতি ছিল ? বিজেপির বিরুদ্ধে এমন মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না কেন? আইন কি শুধুই আমাদের জন্য? আজ চাঁচল আর রতুয়া থানার আইসি আমার চালু করা বাইকের চাবি কেড়ে নিয়েছেন । আমরা কোনও অশান্তি করতে চাই না । শুধু তৃণমূলের অপশাসন আর লুটের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে চাই । ওরা আসলে ভয় পাচ্ছে । মানুষ সব জানতে পারলে ওরা আর থাকবে না । এখানে পিসি-ভাইপো ছাড়া আর কেউ নেই । আর পিসি-ভাইপোর হয়ে কাজ করে যাচ্ছে এই উর্দিধারীরা ।"

এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই বিজেপির বাইক মিছিলের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু পুলিশি অনুমতির তোয়াক্কা না-করেই বাইক মিছিল সংগঠিত করছিলেন বিজেপি নেতারা । সেকারণেই মিছিল আটকে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.