ETV Bharat / state

Malda Rape : ধর্ষণে অভিযুক্তকে গণধোলাই, উদ্ধারে গিয়ে মাথা ফাটল পুলিশের - মালদায় নাবালিকা ধর্ষণ

বাড়ি ফেরার কিছুক্ষণ পর মেয়ের পা বেয়ে রক্ত গড়াতে দেখেন নাবালিকার মা ৷ জিজ্ঞাসা করলে মেয়েটি সব খুলে বলে ৷ সঙ্গে সঙ্গে নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার হয় ৷ অবস্থা বুঝে মেয়েটিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।

Malda Rape
Malda Rape
author img

By

Published : Aug 14, 2021, 1:47 PM IST

মালদা, 14 অগস্ট : নাবালিকা ধর্ষণের খবর পেয়ে গ্রামে গিয়ে আক্রান্ত পুলিশ । গ্রামবাসীদের ইটের ঘায়ে মাথা ফাটল এক পুলিশ অফিসারের । আহত হন এক সিভিক ভলান্টিয়ারও । মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে বছর পঞ্চান্নর এক ব্যক্তির বিরুদ্ধে ৷ খবর চাউর হতেই গ্রামবাসীরা জড়ো হয়ে ওই ব্যক্তিকে উত্তম মধ্যম দেয় ৷ জনতার রোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, 55 বছরের নজরুল ইসলাম ওরফে ভোলার চালের ব্যবসা রয়েছে । গ্রামের গরিব পরিবারগুলি অনেক সময় রেশন দোকান থেকে চাল তুলে ভোলাকে বিক্রি করে দেয় ৷ গতকাল সন্ধেয় গ্রামের এক শ্রমিক পরিবার তাকে চাল ও আটা বিক্রি করার প্রস্তাব দেয় । এরপর নিজের গুদামে চাল ওজন করার বাহানায় ওই শ্রমিকের 10 বছরের মেয়ে ও 6 বছরের ভাগ্নিকে নিয়ে যায় ৷ অভিযোগ, ভাগ্নিকে বাইরে পাঠিয়ে গুদামের দরজা বন্ধ করে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ এরপর বাচ্চা দুটিকে তাদের বাড়িতে ফিরিয়ে পরিবারটির হাতে 350 টাকা দিয়ে পালিয়ে যায় ৷

বাড়ি ফেরার কিছুক্ষণ পর মেয়ের পা বেয়ে রক্ত গড়াতে দেখেন নাবালিকার মা ৷ জিজ্ঞাসা করলে মেয়েটি সব খুলে বলে ৷ সঙ্গে সঙ্গে নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার হয় ৷ অবস্থা বুঝে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয় । এদিকে গ্রামে খবর চাউর হতেই উত্তেজনা বাড়তে শুরু করে । ভোলাকে খুঁজে নিয়ে এসে গণধোলাই দেয় গ্রামবাসীরা । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করে ৷ কিন্তু উত্তেজিত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । ইটের আঘাতে মাথা ফাটে এএসআই অজিত মণ্ডলের । এক সিভিক ভলান্টিয়ারও ইটের আঘাতে আহত হন ।

আরও পড়ুন : Car accident : ভিনরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত 2

পরিস্থিতি দেখে তখন সেখান থেকে চলে যায় পুলিশ । পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে আরও পুলিশ বাহিনী গ্রামে এসে পৌঁছায় । কমব্যাট ফোর্স নিয়ে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল । দীর্ঘ প্রচেষ্টার পর তাঁরা অভিযুক্ত নজরুলকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ রাতভর গ্রামে টহল দিতে হয়েছে কমব্যাট ফোর্সকে । উত্তেজনা থাকায় সকালেও গ্রামে রয়েছে পুলিশ ।

মালদা, 14 অগস্ট : নাবালিকা ধর্ষণের খবর পেয়ে গ্রামে গিয়ে আক্রান্ত পুলিশ । গ্রামবাসীদের ইটের ঘায়ে মাথা ফাটল এক পুলিশ অফিসারের । আহত হন এক সিভিক ভলান্টিয়ারও । মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে বছর পঞ্চান্নর এক ব্যক্তির বিরুদ্ধে ৷ খবর চাউর হতেই গ্রামবাসীরা জড়ো হয়ে ওই ব্যক্তিকে উত্তম মধ্যম দেয় ৷ জনতার রোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, 55 বছরের নজরুল ইসলাম ওরফে ভোলার চালের ব্যবসা রয়েছে । গ্রামের গরিব পরিবারগুলি অনেক সময় রেশন দোকান থেকে চাল তুলে ভোলাকে বিক্রি করে দেয় ৷ গতকাল সন্ধেয় গ্রামের এক শ্রমিক পরিবার তাকে চাল ও আটা বিক্রি করার প্রস্তাব দেয় । এরপর নিজের গুদামে চাল ওজন করার বাহানায় ওই শ্রমিকের 10 বছরের মেয়ে ও 6 বছরের ভাগ্নিকে নিয়ে যায় ৷ অভিযোগ, ভাগ্নিকে বাইরে পাঠিয়ে গুদামের দরজা বন্ধ করে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ এরপর বাচ্চা দুটিকে তাদের বাড়িতে ফিরিয়ে পরিবারটির হাতে 350 টাকা দিয়ে পালিয়ে যায় ৷

বাড়ি ফেরার কিছুক্ষণ পর মেয়ের পা বেয়ে রক্ত গড়াতে দেখেন নাবালিকার মা ৷ জিজ্ঞাসা করলে মেয়েটি সব খুলে বলে ৷ সঙ্গে সঙ্গে নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার হয় ৷ অবস্থা বুঝে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয় । এদিকে গ্রামে খবর চাউর হতেই উত্তেজনা বাড়তে শুরু করে । ভোলাকে খুঁজে নিয়ে এসে গণধোলাই দেয় গ্রামবাসীরা । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করে ৷ কিন্তু উত্তেজিত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । ইটের আঘাতে মাথা ফাটে এএসআই অজিত মণ্ডলের । এক সিভিক ভলান্টিয়ারও ইটের আঘাতে আহত হন ।

আরও পড়ুন : Car accident : ভিনরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত 2

পরিস্থিতি দেখে তখন সেখান থেকে চলে যায় পুলিশ । পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে আরও পুলিশ বাহিনী গ্রামে এসে পৌঁছায় । কমব্যাট ফোর্স নিয়ে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল । দীর্ঘ প্রচেষ্টার পর তাঁরা অভিযুক্ত নজরুলকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ রাতভর গ্রামে টহল দিতে হয়েছে কমব্যাট ফোর্সকে । উত্তেজনা থাকায় সকালেও গ্রামে রয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.