ETV Bharat / state

‘নাড্ডা ধিক্কার’ প্ল্যাকার্ড ঘিরে সরগরম মালদা শহর, আটক 2 - westbengal assembly election 2021

গতরাতে ফোয়ারা মোড়ে দুই যুবক, তৃণমূল যুবর নাম সম্বলিত বেশ কিছু প্ল্যাকার্ড লাগানোর চেষ্টা করে ৷ প্ল্যাকার্ডগুলিতে জেপি নাড্ডা বিরোধী প্রচার করা হয় ৷ খবর পেয়ে বিজেপি কর্মীরা এলাকায় এলে এনিয়ে উত্তেজনা ছড়ায় ৷

nadda poster
nadda poster
author img

By

Published : Feb 6, 2021, 10:56 AM IST

মালদা, 6 ফেব্রুয়ারি : নাড্ডার মালদা সফর ঘিরে উত্তেজনা ছড়াল মালদা শহরে ৷ গতকাল রাতে মালদার ফোয়ারা মোড় এলাকায় তৃণমূল যুবর নাম সম্বলিত ‘নাড্ডা ধিক্কার’ প্ল্যাকার্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ ৷ দুজনকে আটক করা হয় ৷

গতকাল রাত 12 টা নাগাদ মালদার ফোয়ারা মোড়ে হঠাৎই দেখা যায়, দুই যুবক তৃণমূল যুবর নাম সম্বলিত বেশ কিছু প্ল্যাকার্ড লাগানোর চেষ্টা করছে ৷ প্ল্যাকার্ডগুলিতে জেপি নাড্ডা বিরোধী প্রচার করা হয়েছে ৷ খবর পেয়ে সেখানে আসে বিজেপি কর্মীরা ৷ এনিয়ে উত্তেজনাও ছড়ায় এলাকায় ৷ বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতারা আসেন ঘটনাস্থলে৷ প্ল্যাকার্ড নিয়ে আসা দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় প্ল্যাকার্ডগুলিও৷ উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ মালদায় আসছেন ।

গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “নাড্ডাজির কর্মসূচি উপলক্ষে আমরা গোটা শহরে দলীয় নেতৃত্বের ছবি সম্বলিত প্ল্যাকার্ড লাগাচ্ছি ৷ ফোয়ারা মোড়ে মঞ্চও করা হয়েছে ৷ হঠাৎ দেখি তৃণমূলের দুটি ছেলে ভ্যানে কিছু প্ল্যাকার্ড চাপিয়ে নিয়ে যাচ্ছে ৷ আমাদের প্ল্যাকার্ড খুলে নিজেদের প্ল্যাকার্ড লাগাচ্ছে ৷ ওই দুই যুবককে হাতেনাতে ধরেছি ৷”

আরও পড়ুন : নাড্ডা-র পরই 10 ফেব্রুয়ারি মালদায় আসছেন মমতা

তৃণমূল যুবর জেলা সভাপতি প্রসেনজিৎ দাস এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা বিজেপির কোন্দলের ফসল ৷ ওদের দলের বিক্ষুব্ধরাই এই কাজ করেছে ৷ নিজেদের ঝামেলা ঢাকতে এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে ৷ মালদার মানুষ এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন ৷ আমাদের এসব করার প্রয়োজন পড়ে না ৷”

মালদা, 6 ফেব্রুয়ারি : নাড্ডার মালদা সফর ঘিরে উত্তেজনা ছড়াল মালদা শহরে ৷ গতকাল রাতে মালদার ফোয়ারা মোড় এলাকায় তৃণমূল যুবর নাম সম্বলিত ‘নাড্ডা ধিক্কার’ প্ল্যাকার্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ ৷ দুজনকে আটক করা হয় ৷

গতকাল রাত 12 টা নাগাদ মালদার ফোয়ারা মোড়ে হঠাৎই দেখা যায়, দুই যুবক তৃণমূল যুবর নাম সম্বলিত বেশ কিছু প্ল্যাকার্ড লাগানোর চেষ্টা করছে ৷ প্ল্যাকার্ডগুলিতে জেপি নাড্ডা বিরোধী প্রচার করা হয়েছে ৷ খবর পেয়ে সেখানে আসে বিজেপি কর্মীরা ৷ এনিয়ে উত্তেজনাও ছড়ায় এলাকায় ৷ বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতারা আসেন ঘটনাস্থলে৷ প্ল্যাকার্ড নিয়ে আসা দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় প্ল্যাকার্ডগুলিও৷ উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ মালদায় আসছেন ।

গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “নাড্ডাজির কর্মসূচি উপলক্ষে আমরা গোটা শহরে দলীয় নেতৃত্বের ছবি সম্বলিত প্ল্যাকার্ড লাগাচ্ছি ৷ ফোয়ারা মোড়ে মঞ্চও করা হয়েছে ৷ হঠাৎ দেখি তৃণমূলের দুটি ছেলে ভ্যানে কিছু প্ল্যাকার্ড চাপিয়ে নিয়ে যাচ্ছে ৷ আমাদের প্ল্যাকার্ড খুলে নিজেদের প্ল্যাকার্ড লাগাচ্ছে ৷ ওই দুই যুবককে হাতেনাতে ধরেছি ৷”

আরও পড়ুন : নাড্ডা-র পরই 10 ফেব্রুয়ারি মালদায় আসছেন মমতা

তৃণমূল যুবর জেলা সভাপতি প্রসেনজিৎ দাস এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা বিজেপির কোন্দলের ফসল ৷ ওদের দলের বিক্ষুব্ধরাই এই কাজ করেছে ৷ নিজেদের ঝামেলা ঢাকতে এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে ৷ মালদার মানুষ এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন ৷ আমাদের এসব করার প্রয়োজন পড়ে না ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.