ETV Bharat / state

BDO-র বদলি প্রত্যাহারের দাবিতে পথে নামল হবিবপুরের মানুষ - Transfer of Habibpur BDO

সরকার চাইলেও হবিবপুরের মানুষজন শুভজিৎবাবুকে এলাকা ছাড়তে দিতে নারাজ ৷ কারণ, এতদিন যে কোনও সময়, যে কোনও প্রয়োজনে তাঁকে কাছে পেত সবাই ৷ দপ্তর তো বটেই, সবার জন্য সবসময় খোলা থাকত তাঁর বাড়ির দরজাও ৷ তাই তাঁর বদলির নির্দেশিকা বাতিলের দাবিতে আজ স্থানীয় রাইসমিল হাট এলাকায় জড় হয় হাজার খানেক মানুষ ৷

মালদার খবর
ছবি
author img

By

Published : Nov 9, 2020, 11:00 PM IST

মালদা, 9 নভেম্বর : "যেতে নাহি দিব" । রাজ্য জুড়ে যখন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে শাসকদলের জামা গায়ে কাজ করার অভিযোগ তুলে ভোটের বাজার গরম করার চেষ্টা করছে বিরোধীরা, তখন এক অন্য ছবি দেখল হবিবপুর ৷ ওই ব্লকের BDO-র বদলি পরোয়ানা রুখতে পথে নামল হাজার মানুষ ৷ BDO-র নামে জ্বয়ধ্বনি দিতে দিতে এলাকায় বিশাল মিছিলও করে স্থানীয় বাসিন্দারা ৷ অবস্থানে সবাই শামিল হয় ব্লক দপ্তর চত্বরে ৷ যদিও আজই অন্যের হাতে দায়িত্বভার তুলে দেওয়া BDO সবাইকে জানান, তিনি সরকারি কর্মী ৷ সরকারের সিদ্ধান্ত তাঁকে মানতেই হবে ৷ ভবিষ্যতে যদি সরকার ফের তাঁকে সুযোগ দেয়, তবে তিনি ফের হবিবপুরের মানুষের সঙ্গে থাকবেন ৷ মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন ৷ মানুষের আবেগ উপরমহলে জানানোর আশ্বাস দিয়েছেন ওই ব্লকের অস্থায়ী দায়িত্ব নেওয়া IAS আধিকারিক ৷ তাঁর আশ্বাসের পর ব্লক অফিস চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করে স্থানীয়রা ৷

হবিবপুর ব্লকের বিদায়ি BDO শুভজিৎ জানা 2018 সালের 31 মার্চ দায়িত্বভার নিয়েছিলেন ৷ অল্পবয়সি এই আমলা দায়িত্ব নেওয়ার পরেই জেলায় পিছিয়ে থাকা ব্লক হিসাবে হবিবপুরের গায়ে লেগে থাকা তকমা ঘোচাতে নেমে পড়েন ৷ তাঁর উদ্যোগে এলাকার অসংখ্য গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত হয়, রাস্তাঘাটের উন্নতি ঘটে ৷ জোয়ার আসে 100 দিনের কাজ প্রকল্প, সরকারি গৃহ প্রকল্পে ৷ কন্যাশ্রী, রূপশ্রী, জাতিগত শংসাপত্র, বার্ধক্য কিংবা বিধবা ভাতা নিয়ে কেউ এই দু’বছর কোনও প্রশ্ন তোলেনি ৷ সম্প্রতি তাঁকে বদলি করা হয় পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে ৷ আজই তিনি IAS পি প্রমোথকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন ৷

সরকার চাইলেও হবিবপুরের মানুষজন শুভজিৎবাবুকে এলাকা ছাড়তে দিতে নারাজ ৷ কারণ, এতদিন যে কোনও সময়, যে কোনও প্রয়োজনে তাঁকে কাছে পেত সবাই ৷ দপ্তর তো বটেই, সবার জন্য সবসময় খোলা থাকত তাঁর বাড়ির দরজাও ৷ তাই তাঁর বদলির নির্দেশিকা বাতিলের দাবিতে আজ স্থানীয় রাইসমিল হাট এলাকায় জড় হয় হাজার খানেক মানুষ ৷ সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা ব্লক অফিসে মিছিল করে আসে সবাই ৷ অনেকেরই হাতে দেখা গিয়েছে BDO-র গুনগান লেখা প্ল্যাকার্ড ৷ ছিল ফেস্টুন, মুখে স্লোগান ৷ এলাকাবাসী ব্লক অফিস চত্বরে অবস্থান শুরু করে ৷ দপ্তরের বাইরে এসে তা দেখে হতবাক হয়ে যান পি প্রমোথ ৷ তিনি নিজেই শুভজিৎবাবুকে ঘরের বাইরে নিয়ে আসেন ৷ উপস্থিত সবাইকে শুভজিৎবাবু বলেন, “আমি সরকারি কর্মী ৷ সরকারি নির্দেশিকা মানতে আমি সবসময় বাধ্য ৷ আমাকে নতুন জায়গায় কাজে যোগ দিতেই হবে ৷ তবে আজ আপনারা আমাকে যে সম্মান জানালেন, জীবনভর ভুলব না ৷ ভবিষ্যতে যদি কখনও সুযোগ আসে, সরকার যদি আমাকে সেই সুযোগ দেয়, তবে আবার আমি এখানে আসব ৷ আবার সরাসরি এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হব ৷”

BDO-র বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

শুভজিৎবাবুর প্রতি মানুষের আস্থা ও আবেগ দেখে পি প্রমোথ সবাইকে জানান, তিনি এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন৷ কর্তৃপক্ষই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ তাঁর আশ্বাসের পরেই মানুষজন সেখান থেকে অবস্থান প্রত্যাহার করে ৷

মালদা, 9 নভেম্বর : "যেতে নাহি দিব" । রাজ্য জুড়ে যখন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে শাসকদলের জামা গায়ে কাজ করার অভিযোগ তুলে ভোটের বাজার গরম করার চেষ্টা করছে বিরোধীরা, তখন এক অন্য ছবি দেখল হবিবপুর ৷ ওই ব্লকের BDO-র বদলি পরোয়ানা রুখতে পথে নামল হাজার মানুষ ৷ BDO-র নামে জ্বয়ধ্বনি দিতে দিতে এলাকায় বিশাল মিছিলও করে স্থানীয় বাসিন্দারা ৷ অবস্থানে সবাই শামিল হয় ব্লক দপ্তর চত্বরে ৷ যদিও আজই অন্যের হাতে দায়িত্বভার তুলে দেওয়া BDO সবাইকে জানান, তিনি সরকারি কর্মী ৷ সরকারের সিদ্ধান্ত তাঁকে মানতেই হবে ৷ ভবিষ্যতে যদি সরকার ফের তাঁকে সুযোগ দেয়, তবে তিনি ফের হবিবপুরের মানুষের সঙ্গে থাকবেন ৷ মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন ৷ মানুষের আবেগ উপরমহলে জানানোর আশ্বাস দিয়েছেন ওই ব্লকের অস্থায়ী দায়িত্ব নেওয়া IAS আধিকারিক ৷ তাঁর আশ্বাসের পর ব্লক অফিস চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করে স্থানীয়রা ৷

হবিবপুর ব্লকের বিদায়ি BDO শুভজিৎ জানা 2018 সালের 31 মার্চ দায়িত্বভার নিয়েছিলেন ৷ অল্পবয়সি এই আমলা দায়িত্ব নেওয়ার পরেই জেলায় পিছিয়ে থাকা ব্লক হিসাবে হবিবপুরের গায়ে লেগে থাকা তকমা ঘোচাতে নেমে পড়েন ৷ তাঁর উদ্যোগে এলাকার অসংখ্য গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত হয়, রাস্তাঘাটের উন্নতি ঘটে ৷ জোয়ার আসে 100 দিনের কাজ প্রকল্প, সরকারি গৃহ প্রকল্পে ৷ কন্যাশ্রী, রূপশ্রী, জাতিগত শংসাপত্র, বার্ধক্য কিংবা বিধবা ভাতা নিয়ে কেউ এই দু’বছর কোনও প্রশ্ন তোলেনি ৷ সম্প্রতি তাঁকে বদলি করা হয় পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে ৷ আজই তিনি IAS পি প্রমোথকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন ৷

সরকার চাইলেও হবিবপুরের মানুষজন শুভজিৎবাবুকে এলাকা ছাড়তে দিতে নারাজ ৷ কারণ, এতদিন যে কোনও সময়, যে কোনও প্রয়োজনে তাঁকে কাছে পেত সবাই ৷ দপ্তর তো বটেই, সবার জন্য সবসময় খোলা থাকত তাঁর বাড়ির দরজাও ৷ তাই তাঁর বদলির নির্দেশিকা বাতিলের দাবিতে আজ স্থানীয় রাইসমিল হাট এলাকায় জড় হয় হাজার খানেক মানুষ ৷ সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা ব্লক অফিসে মিছিল করে আসে সবাই ৷ অনেকেরই হাতে দেখা গিয়েছে BDO-র গুনগান লেখা প্ল্যাকার্ড ৷ ছিল ফেস্টুন, মুখে স্লোগান ৷ এলাকাবাসী ব্লক অফিস চত্বরে অবস্থান শুরু করে ৷ দপ্তরের বাইরে এসে তা দেখে হতবাক হয়ে যান পি প্রমোথ ৷ তিনি নিজেই শুভজিৎবাবুকে ঘরের বাইরে নিয়ে আসেন ৷ উপস্থিত সবাইকে শুভজিৎবাবু বলেন, “আমি সরকারি কর্মী ৷ সরকারি নির্দেশিকা মানতে আমি সবসময় বাধ্য ৷ আমাকে নতুন জায়গায় কাজে যোগ দিতেই হবে ৷ তবে আজ আপনারা আমাকে যে সম্মান জানালেন, জীবনভর ভুলব না ৷ ভবিষ্যতে যদি কখনও সুযোগ আসে, সরকার যদি আমাকে সেই সুযোগ দেয়, তবে আবার আমি এখানে আসব ৷ আবার সরাসরি এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হব ৷”

BDO-র বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

শুভজিৎবাবুর প্রতি মানুষের আস্থা ও আবেগ দেখে পি প্রমোথ সবাইকে জানান, তিনি এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন৷ কর্তৃপক্ষই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ তাঁর আশ্বাসের পরেই মানুষজন সেখান থেকে অবস্থান প্রত্যাহার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.