ETV Bharat / state

Malda Incident: ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত আরও এক - পরিযায়ী শ্রমিক

হায়দরাবাদে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ৷ নির্মীয়মাণ বাড়ির 14 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ৷ অপর দিকে শিলিগুড়ি থেকে মালদা ফেরার পথে ট্রেন থেকে পড়ে আহত হন আরও এক শ্রমিক ৷

Malda Incident
মালদায় শ্রমিক মৃ্ত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 2:57 PM IST

ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের

মালদা, 14অক্টোবর: গুজরাতের পর এবার হায়দরবাদে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের ৷ শুক্রবার নির্মীয়মাণ বাড়ির 14তলা থেকে পড়ে হায়দরাবাদে প্রাণ হারিয়েছেন রতুয়া 1 নম্বর ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামের বাসিন্দা ৷ নাম মতিবুর রহমান (37) ৷ এদিকে শুক্রবার রাতেই শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক পরিযায়ী শ্রমিক ৷ তাঁর নাম মোবারক আলি ৷ বয়স মাত্র 20 বছর ৷ বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডী মহেশপুর গ্রামে ৷ বর্তমানে মালদা মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ৷

দিন কুড়ি আগে হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন রাঙামাটি গ্রামের মতিবুর ৷ সেখানেই সেফটি বেল্ট ছিড়ে নির্মীয়মাণ একটি বহুতলের 14 তলা থেকে মাটিতে পড়ে যান ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের পর গতকালই তাঁর দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা গিয়েছেন তাঁর সহকর্মীরা ৷ আজ রাতে তাঁর দেহ গ্রামে ফিরে আসার কথা ৷

ঘটনা প্রসঙ্গেই রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো বলেন, "হায়দরাবাদে নির্মাণ কাজে গিয়ে দুর্ঘটনাবশত মালদার এক শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ তাঁর দেহ আজ রাতেই গ্রামে ফিরে আসার কথা রয়েছে ৷ প্রশাসনের তরফে মৃত শ্রমিকের পরিবারকে সবরকম সহায়তা করা হবে ৷"
মতিবুরের স্ত্রী সবিরণ বিবি বলেন, "গতকাল কাজে যাওয়ার আগেও স্বামীর সঙ্গে ফোনে কথা হয় ৷ জানিয়েছিলেন, কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগবে ৷ আমাদের তিন মেয়ে, দুই ছেলে ৷ তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ ওদের বিয়ে দিতে আমাদের কিছু ঋণ হয়ে গিয়েছে ৷ কিন্তু আল্লাহ অন্যরকম ভেবেছিলেন ৷ বিশ্বাসই করতে পারছি না, ও আর নেই ৷"

আরও পড়ুন: আর্থিক সাহায্য়ের দাবিতে দেহ নিয়ে বিক্ষোভ মৃত শ্রমিকের পরিবারের

এদিকে ট্রেন থেকে পড়ে আহত মোবারকের মা আরমানি বিবির অভিযোগ, "28 দিন আগে ছেলে টাওয়ারের কাজে শিলিগুড়ি গিয়েছিল ৷ এদিকে মাঠের ধান পেকে গিয়েছে ৷ ধান কাটতে ও বাড়ি ফিরছিল ৷ ছেলে শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত টিকিট কেটে কামরূপ এক্সপ্রেসে চেপেছিল ৷ ট্রেন যখন সামসী স্টেশন পেরোচ্ছিল, ছেলে তখন দরজায় দাঁড়িয়ে ছিল ৷ তখনই পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় ৷ "

তবে, সামসী জিআরপি থানার পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন মোবারক ৷ তিনি কামরূপ এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন ৷ সামসী স্টেশনে এই ট্রেনটি না দাঁড়ালেও গতি খানিকটা কমে যায় ৷ সেই সময় মোবারক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ৷

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মৃত 3 শ্রমিক

ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের

মালদা, 14অক্টোবর: গুজরাতের পর এবার হায়দরবাদে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের ৷ শুক্রবার নির্মীয়মাণ বাড়ির 14তলা থেকে পড়ে হায়দরাবাদে প্রাণ হারিয়েছেন রতুয়া 1 নম্বর ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামের বাসিন্দা ৷ নাম মতিবুর রহমান (37) ৷ এদিকে শুক্রবার রাতেই শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক পরিযায়ী শ্রমিক ৷ তাঁর নাম মোবারক আলি ৷ বয়স মাত্র 20 বছর ৷ বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডী মহেশপুর গ্রামে ৷ বর্তমানে মালদা মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ৷

দিন কুড়ি আগে হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন রাঙামাটি গ্রামের মতিবুর ৷ সেখানেই সেফটি বেল্ট ছিড়ে নির্মীয়মাণ একটি বহুতলের 14 তলা থেকে মাটিতে পড়ে যান ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের পর গতকালই তাঁর দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা গিয়েছেন তাঁর সহকর্মীরা ৷ আজ রাতে তাঁর দেহ গ্রামে ফিরে আসার কথা ৷

ঘটনা প্রসঙ্গেই রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো বলেন, "হায়দরাবাদে নির্মাণ কাজে গিয়ে দুর্ঘটনাবশত মালদার এক শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ তাঁর দেহ আজ রাতেই গ্রামে ফিরে আসার কথা রয়েছে ৷ প্রশাসনের তরফে মৃত শ্রমিকের পরিবারকে সবরকম সহায়তা করা হবে ৷"
মতিবুরের স্ত্রী সবিরণ বিবি বলেন, "গতকাল কাজে যাওয়ার আগেও স্বামীর সঙ্গে ফোনে কথা হয় ৷ জানিয়েছিলেন, কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগবে ৷ আমাদের তিন মেয়ে, দুই ছেলে ৷ তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ ওদের বিয়ে দিতে আমাদের কিছু ঋণ হয়ে গিয়েছে ৷ কিন্তু আল্লাহ অন্যরকম ভেবেছিলেন ৷ বিশ্বাসই করতে পারছি না, ও আর নেই ৷"

আরও পড়ুন: আর্থিক সাহায্য়ের দাবিতে দেহ নিয়ে বিক্ষোভ মৃত শ্রমিকের পরিবারের

এদিকে ট্রেন থেকে পড়ে আহত মোবারকের মা আরমানি বিবির অভিযোগ, "28 দিন আগে ছেলে টাওয়ারের কাজে শিলিগুড়ি গিয়েছিল ৷ এদিকে মাঠের ধান পেকে গিয়েছে ৷ ধান কাটতে ও বাড়ি ফিরছিল ৷ ছেলে শিলিগুড়ি থেকে মালদা পর্যন্ত টিকিট কেটে কামরূপ এক্সপ্রেসে চেপেছিল ৷ ট্রেন যখন সামসী স্টেশন পেরোচ্ছিল, ছেলে তখন দরজায় দাঁড়িয়ে ছিল ৷ তখনই পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় ৷ "

তবে, সামসী জিআরপি থানার পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন মোবারক ৷ তিনি কামরূপ এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন ৷ সামসী স্টেশনে এই ট্রেনটি না দাঁড়ালেও গতি খানিকটা কমে যায় ৷ সেই সময় মোবারক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ৷

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মৃত 3 শ্রমিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.