ETV Bharat / state

Malda Shooting Case: পঞ্চায়েত অফিসের সামনেই চলল গুলি, মালদায় আহত 1

মালদার কালিয়াচকে পঞ্চায়েত অফিসের সামনেই গুলি চালনার ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে ৷ গুলিতে আহত হয়েছেন নাজিমুল হক নামে এক লিচু ব্যবসায়ী (one injured in shooting in Malda Kaliachak) ৷

ETV Bharat
Malda Shooting incident
author img

By

Published : Nov 18, 2022, 9:50 PM IST

মালদা, 18 নভেম্বর: জমি বিবাদ জেরে পঞ্চায়েত অফিসের সামনেই চলল গুলি ৷ গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি ৷ আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । নাজিমুল হক নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ (Malda Shooting Case) ৷

আক্রান্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ এলাকায় । তিনি পেশায় লিচু ব্যবসায়ী । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন মোটরবাইক চড়ে নাজিমুল বাড়ি ফিরছিলেন সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ 8 থেকে 10 রাউন্ড গুলি চলে ৷ একটি গুলি লাগে নাজিমুলের পায়ে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় (one injured in shooting in Malda Kaliachak) ।

আরও পড়ুন: মুর্শিদাবাদের 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে তলব সিবিআই-এর

নাজিমুলের অভিযোগ, "প্রতিবেশীদের জমি নিয়ে বিবাদের জেরে আমাকে টার্গেট করা হয়েছে । রাতে বাড়ি ফেরার সময় কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েতের সামনে জাতীয় সড়কে স্থানীয় কাল্লু ও তার দলবল আমাকে লক্ষ্য করে 8-10 রাউন্ড গুলি চালায় । গুলি পায়ে লেগেছে । কেন আমার ওপর হামলা চালানো হল তা ওরাই বলতে পারবে ।"

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । তবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

মালদা, 18 নভেম্বর: জমি বিবাদ জেরে পঞ্চায়েত অফিসের সামনেই চলল গুলি ৷ গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি ৷ আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । নাজিমুল হক নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ (Malda Shooting Case) ৷

আক্রান্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ এলাকায় । তিনি পেশায় লিচু ব্যবসায়ী । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন মোটরবাইক চড়ে নাজিমুল বাড়ি ফিরছিলেন সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ 8 থেকে 10 রাউন্ড গুলি চলে ৷ একটি গুলি লাগে নাজিমুলের পায়ে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে মালদা মেডিক্যালে ভরতি করা হয় (one injured in shooting in Malda Kaliachak) ।

আরও পড়ুন: মুর্শিদাবাদের 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে তলব সিবিআই-এর

নাজিমুলের অভিযোগ, "প্রতিবেশীদের জমি নিয়ে বিবাদের জেরে আমাকে টার্গেট করা হয়েছে । রাতে বাড়ি ফেরার সময় কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েতের সামনে জাতীয় সড়কে স্থানীয় কাল্লু ও তার দলবল আমাকে লক্ষ্য করে 8-10 রাউন্ড গুলি চালায় । গুলি পায়ে লেগেছে । কেন আমার ওপর হামলা চালানো হল তা ওরাই বলতে পারবে ।"

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । তবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.