ETV Bharat / state

Malda Gecko Recovered : পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক, ধৃত তিন - one gecko recovered before poaching to China border in malda

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটির বাজারমূল্য কোটি টাকারও বেশি । চিনে পাচারের পরিকল্পনা ছিল তক্ষকটিকে (Malda Gecko Recovered )

Malda Gecko Recovered before poaching
পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক
author img

By

Published : May 13, 2022, 10:26 PM IST

মালদা, 13 মে : ডুয়ার্স নয়, এবার মালদাতেই উদ্ধার হল বহুমূল্যবান তক্ষক । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে অভিযান চালিয়ে পাচারের আগে একটি টোকে প্রজাতির তক্ষক উদ্ধার করে পুলিশ (one Gecko recovered before poaching to China border in Malda) । গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকেও । বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটির বাজারমূল্য কোটি টাকারও বেশি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার এএসআই জাকির হোসেনের কাছে খবর আসে, ওই থানা এলাকা দিয়ে চারটি তক্ষক পাচার করা হচ্ছে । সেগুলিকে বিহার হয়ে চিন সীমান্তে নিয়ে যাওয়া হবে । এই খবর পেয়েই পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কুমেদপুর বাইপাসে নজরদারি শুরু করে পুলিশ । সেখানকার একটি পেট্রল পাম্পে তিন সন্দেহভাজন তাঁদের নজরে পড়ে । তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই খোঁজ মেলে 12 ইঞ্চির একটি তক্ষক । তবে আরও তিন তক্ষকের সন্ধান পাওয়া যায়নি । এরপরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল জয়নাল আবেদিন (40), আবু তালেব (38) ও রুদাল চৌধুরি (40) । এরা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাসিন্দা ।

পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক

আরও পড়ুন : ব্যাগ খুলতেই পিলে চমকে ওঠার জোগাড়, ফণা তুলেছে বিষধর

শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার হওয়া তক্ষকটিকে বন দফতরের চাঁচল রেঞ্জের হাতে তুলে দেয় । ওই রেঞ্জের আধিকারিক মণীন্দ্রনাথ থোকদার বলেন, “হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে । এটি বিলুপ্তপ্রায় শ্রেণির অন্তর্ভূক্ত । আজ সেটিকে পুলিশের তরফে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা তক্ষকটিকে বসিরহাটের কোনও পাচারকারীর কাছ থেকে নিয়ে এসেছিল । জেরায় তারা জানিয়েছে, হরিশ্চন্দ্রপুর থেকে তারা বিহার হয়ে তক্ষকটিকে চিন সীমান্তে নিয়ে যেত । চিনে তক্ষক দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় । সম্ভবত সেকারণেই ধৃতরা চিন সীমান্তে তক্ষকটি নিয়ে যাচ্ছিল । তক্ষক পাচারকারীরা হরিশ্চন্দ্রপুরকে করিডর হিসাবে ব্যবহার করা শুরু করেছে এই বিষয়টি জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে ।

মালদা, 13 মে : ডুয়ার্স নয়, এবার মালদাতেই উদ্ধার হল বহুমূল্যবান তক্ষক । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে অভিযান চালিয়ে পাচারের আগে একটি টোকে প্রজাতির তক্ষক উদ্ধার করে পুলিশ (one Gecko recovered before poaching to China border in Malda) । গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকেও । বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটির বাজারমূল্য কোটি টাকারও বেশি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার এএসআই জাকির হোসেনের কাছে খবর আসে, ওই থানা এলাকা দিয়ে চারটি তক্ষক পাচার করা হচ্ছে । সেগুলিকে বিহার হয়ে চিন সীমান্তে নিয়ে যাওয়া হবে । এই খবর পেয়েই পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কুমেদপুর বাইপাসে নজরদারি শুরু করে পুলিশ । সেখানকার একটি পেট্রল পাম্পে তিন সন্দেহভাজন তাঁদের নজরে পড়ে । তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই খোঁজ মেলে 12 ইঞ্চির একটি তক্ষক । তবে আরও তিন তক্ষকের সন্ধান পাওয়া যায়নি । এরপরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল জয়নাল আবেদিন (40), আবু তালেব (38) ও রুদাল চৌধুরি (40) । এরা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বাসিন্দা ।

পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক

আরও পড়ুন : ব্যাগ খুলতেই পিলে চমকে ওঠার জোগাড়, ফণা তুলেছে বিষধর

শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ উদ্ধার হওয়া তক্ষকটিকে বন দফতরের চাঁচল রেঞ্জের হাতে তুলে দেয় । ওই রেঞ্জের আধিকারিক মণীন্দ্রনাথ থোকদার বলেন, “হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে । এটি বিলুপ্তপ্রায় শ্রেণির অন্তর্ভূক্ত । আজ সেটিকে পুলিশের তরফে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা তক্ষকটিকে বসিরহাটের কোনও পাচারকারীর কাছ থেকে নিয়ে এসেছিল । জেরায় তারা জানিয়েছে, হরিশ্চন্দ্রপুর থেকে তারা বিহার হয়ে তক্ষকটিকে চিন সীমান্তে নিয়ে যেত । চিনে তক্ষক দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় । সম্ভবত সেকারণেই ধৃতরা চিন সীমান্তে তক্ষকটি নিয়ে যাচ্ছিল । তক্ষক পাচারকারীরা হরিশ্চন্দ্রপুরকে করিডর হিসাবে ব্যবহার করা শুরু করেছে এই বিষয়টি জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.