ETV Bharat / state

মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল - কোভিড-19 প্যানডেমিক

ভিন রাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকদের চাপ দিনের পর দিন বাড়তে থাকায় শুধুমাত্র তিনটি রাজ্য থেকে আসা শ্রমিকদের লালারস পরীক্ষার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ৷

কোরোনার ঝড়ো ব্যাটিং অব্যহত জেলায়। আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল।
কোরোনার ঝড়ো ব্যাটিং অব্যহত জেলায়। আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল।
author img

By

Published : May 24, 2020, 6:42 PM IST

মালদা, 24 মে: জেলায় ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে কোরোনা ৷ ইতিমধ্যে মালদায় আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে ৷ আজ বিকেল পর্যন্ত আরও 11 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের উপস্থিতি ৷ এর সঙ্গে হরিশ্চন্দ্রপুরে আত্মীয়ের বাড়িতে থাকা বিহারের এক বাসিন্দাও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ পুরুলিয়ায় লালারস পরীক্ষা করে ফেরা আরও দুই শ্রমিকের দেহে মিলেছে কোরোনার সন্ধান ৷ সব মিলিয়ে মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 101 ৷ আজ রাতের মধ্যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

রাজ্যে কোরোনা সংক্রমণ শুরুর প্রথম দিকে মালদায় আক্রান্তের সন্ধান মেলেনি ৷ গত 27 এপ্রিল এই জেলায় প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ৷ ওই ব্যক্তি বারাসতে শ্রমিকের কাজ করত ৷ লকডাউনের পর জেলায় ফিরে এসেছিল ৷ তারপর থেকেই দিন দিন কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এরই মধ্যে ভিনরাজ্য থেকে জেলায় ফেরা শ্রমিকদের সংখ্যাও বেড়েছে ৷ প্রতিদিন একাধিক ট্রেন, বাসে ঘরে ফিরতে শুরু করেছে হাজার হাজার শ্রমিক ৷ এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য থেকে মালদা জেলায় ফিরে এসেছে প্রায় এক লাখ শ্রমিক ৷ আরও অনেক শ্রমিক রওনা দিয়েছেন ৷ ভিন রাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকদের চাপ দিনের পর দিন বাড়তে থাকায় শুধুমাত্র তিনটি রাজ্য থেকে আসা শ্রমিকদের লালারস পরীক্ষার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ৷ জেলাশাসক রাজর্ষি মিত্র সাফ জানিয়ে দেন, শুধুমাত্র গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরা শ্রমিকদেরই লালারস পরীক্ষা করা হবে ৷ বাকিদের শারীরিক পরিস্থিতি দেখে পরীক্ষা করা হবে ৷

তবে ঘরে ফেরা শ্রমিকদের প্রত্যেককেই বাধ্যতামূলক 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, এত শ্রমিকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা প্রশাসনের পক্ষে সম্ভব নয় ৷ যারা কোয়ারানটিন সেন্টারে থাকতে পারবে না তাদের হোম কোয়ারানটিনে থাকতে হবে ৷ এইমুহূর্তে জেলায় যতগুলি সরকারি কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে তার প্রতিটিতেই রয়েছে কয়েকশো করে শ্রমিক ৷ কিন্তু যারা হোম কোয়ারানটিনে রয়েছে তাদের বেশিরভাগই কোনও নিয়মবিধি মানছে না বলেও অভিযোগ উঠছে ৷ প্রশাসন সহ সাধারণ মানুষের কাছে এটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

মালদা, 24 মে: জেলায় ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে কোরোনা ৷ ইতিমধ্যে মালদায় আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে ৷ আজ বিকেল পর্যন্ত আরও 11 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের উপস্থিতি ৷ এর সঙ্গে হরিশ্চন্দ্রপুরে আত্মীয়ের বাড়িতে থাকা বিহারের এক বাসিন্দাও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ পুরুলিয়ায় লালারস পরীক্ষা করে ফেরা আরও দুই শ্রমিকের দেহে মিলেছে কোরোনার সন্ধান ৷ সব মিলিয়ে মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 101 ৷ আজ রাতের মধ্যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

রাজ্যে কোরোনা সংক্রমণ শুরুর প্রথম দিকে মালদায় আক্রান্তের সন্ধান মেলেনি ৷ গত 27 এপ্রিল এই জেলায় প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ৷ ওই ব্যক্তি বারাসতে শ্রমিকের কাজ করত ৷ লকডাউনের পর জেলায় ফিরে এসেছিল ৷ তারপর থেকেই দিন দিন কোরোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে ৷ এরই মধ্যে ভিনরাজ্য থেকে জেলায় ফেরা শ্রমিকদের সংখ্যাও বেড়েছে ৷ প্রতিদিন একাধিক ট্রেন, বাসে ঘরে ফিরতে শুরু করেছে হাজার হাজার শ্রমিক ৷ এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য থেকে মালদা জেলায় ফিরে এসেছে প্রায় এক লাখ শ্রমিক ৷ আরও অনেক শ্রমিক রওনা দিয়েছেন ৷ ভিন রাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকদের চাপ দিনের পর দিন বাড়তে থাকায় শুধুমাত্র তিনটি রাজ্য থেকে আসা শ্রমিকদের লালারস পরীক্ষার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ৷ জেলাশাসক রাজর্ষি মিত্র সাফ জানিয়ে দেন, শুধুমাত্র গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরা শ্রমিকদেরই লালারস পরীক্ষা করা হবে ৷ বাকিদের শারীরিক পরিস্থিতি দেখে পরীক্ষা করা হবে ৷

তবে ঘরে ফেরা শ্রমিকদের প্রত্যেককেই বাধ্যতামূলক 14 দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, এত শ্রমিকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা প্রশাসনের পক্ষে সম্ভব নয় ৷ যারা কোয়ারানটিন সেন্টারে থাকতে পারবে না তাদের হোম কোয়ারানটিনে থাকতে হবে ৷ এইমুহূর্তে জেলায় যতগুলি সরকারি কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে তার প্রতিটিতেই রয়েছে কয়েকশো করে শ্রমিক ৷ কিন্তু যারা হোম কোয়ারানটিনে রয়েছে তাদের বেশিরভাগই কোনও নিয়মবিধি মানছে না বলেও অভিযোগ উঠছে ৷ প্রশাসন সহ সাধারণ মানুষের কাছে এটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.