মালদা, 23 নভেম্বর : আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ নয় জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ । মালদা শহরের ঝলঝলিয়া এলাকার ঘটনা । গতকাল তাদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে ঝলঝলিয়া এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ । অভিযান চলাকালীন মহানন্দা তীর থেকে নয় জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেল পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা কালিয়াচক, ইংরেজবাজার ও পুরাতন মালদার বাসিন্দা । এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সমাজবিরোধী কার্যকলাপের পুরোনো অভিযোগ রয়েছে । পুলিশের অনুমান, এবারেও তারা কোনও সমাজবিরোধী কাজের জন্যই একত্রিত হয়েছিল ।